বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপ- ফাইনালে মুখোমুখি TAFI-TAAI

Main খেলা দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

রবিবার হবে মহিলাদের ক্রিকেট ফাইনাল, থাকবেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং

Published on: ফেব্রু ১, ২০২৫ at ২২:৩৯

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১ ফেব্রুয়ারি: তখন সবে শুরু হয়েছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপ-২০২৫। প্রতিপক্ষ দুই দল হল – ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (টাফি)-র সঙ্গে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন কলকাতা। রান তাড়া করতে নেমেছে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন। আচমকাই তাদের এক সদস্য তখন বলে উঠলেন- আমরা টসে হেরে গেলেই আর জিততে পারি না। ম্যাচ শেষ হতেই দেখা গেল ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের সেই সদস্যের কথাই মিলে গেল এদিন। টসে হেরে ম্যাচটাও শেষে তারা হেরে গেলেন। ৩৫ রানে টাফি’র কাছে হেরে এবারও বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপ অধরাই রয়ে গেল। তবে এদিন প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে স্কল ইন্টারন্যাশনাল-কে এক উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছেছে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টাই)।

শনিবার ময়দানে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের ক্রিকেট গ্রাউন্ডে এদিন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ঘিরে ছিল টানটান উত্তেজনা। গতবারই কলকাতার ব্রিটিশ ডেপুটি হাই কমিশনকে হারিয়ে বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপ জয়ে হয় টাফি। তাই বিডি এইচসি-র কাছে এদিনের ম্যাচ ছিল বদলার ম্যাচ। অলরাউন্ডার ক্যাপ্টেন অমিত সেনগুপ্তের নেতৃত্বে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের খেলোয়াড়রা নিজেদের উজার করে দিয়েছিলেন শুরু থেকেই। কিছু খারাপ ফিল্ডিং বাদ দিলে সামগ্রিকভাবে বিডিএওচসি এদিন খুব ভাল ফিল্ডিং করে। তার ফলে ১৫ ওভারের ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে টাফি। তাদের আঁটোসা্টো ফিল্ডিং-এর জন্য ১৫৭ রানের মধ্যে তাদের বেঁধে রাখে।

কিন্তু রান তাড়া করতে নেমে ব্রিটিশ ডেপুটি হাই কমিশন আটকে যায় লক্ষ্যের অনেক আগে। প্রথম তিন ওভারে খুব ভালোই শুরু করেছিল তারা। কিন্তু তারপর প্রথম উইকেট পড়ার পরই টাফি নিজেদের অনুকূলে ম্যাচের রাশ নিয়ে নিতে শুরু করে। ১৩.৩ ওভারে বিডিএইচসি-র রান দাঁড়ায় ১০২। এরপর বাকি দুই ওভারে ম্যাচ জেতার জন্য প্রয়োজন ছিল ৫৫ রান যা ছিল দুঃসাধ্য। অবশেষে ক্যাপ্টেন অমিত সেনগুপ্তের ২১ বলে ৩৪ রানের সঙ্গে তাদের ইনিংস থেমে যায় ১২২ রানে।

এদিনের ম্যাচে টাফি’র অভিষেক যাদব ১৮ বলে ৫২ রান করে। যার মধ্যে চারটে বাউন্ডারি এবং পাঁচটা ওভার বাউন্ডারি ছিল। তবে টাফি’র আর এক নির্ভর যোগ্য খেলোয়াড় গুরতেজ সিং এদিন অসাধারণ পারফরম্যান্স করেন টাফি’র এই খেলোয়াড় তিন ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের জয়ের রাস্তা বন্ধ করে দেন। এদিনের ম্যাচে তিনি হন সেরা খেলোয়াড়।

শনিবার পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মাঠে প্রথম সেমি ফাইনালে স্কল ইন্টারন্যাশনাল-কে এক উইকেটে হারিয়ে প্রথমবার ফাইনালে উঠেছে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (টাই)।এই ম্যাচে সেরা খেলোয়াড় হন টাই-এর কৌশিক মুখার্জি।

আগামিকাল ২ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। কারণ, এবারের ফাইনালে কি নতুন চ্যাম্পিয়ন দেখা যাবে নাকি টাফি দ্বিতীয়বারের জন্য জয়ের মুকুট ধরে রাখতে সক্ষম হবে। এজন্য রবিবার  বিকেল পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।

ব্রিটিশ ডেপুটি হাই কমিশন কলকাতার পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মিডিয়া হেড অমিত সেনগুপ্ত জানিয়েছেন- রবিবার দিনের মুখ্য আকর্ষণ হল – মহিলাদের ক্রিকেট। দুটি দলে ভাগ করা হয়েছে তাদের। একটি দলের নাম লায়োনেসেস এবং অপরটির নাম টাইগ্রেসেস। সকাল ন’টা নাগাদ এই দুটি দলের মধ্যে হবে সরাসরি ফাইনাল ম্যাচ। এরপর দুপুরে শুরু হবে বেঙ্গল-ব্রিটেন ট্রাভেল ফ্রেন্ডশিপ কাপের ফাইনাল। এদিন ম্যাচের শুরুতে সবার প্রথমে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং আয়োজকের পক্ষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন।

এদিন ফাইনাল ম্যাচের বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে হাজির থাকবেন – ভারত ডেভ, কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের মিশন হেড, ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি,  স্কল ইন্টারন্যাশনালের সভাপতি আমিন আজগর, ট্রাভেল এজেন্টশ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া’র চেয়ারম্যাবন(পূর্ব) অঞ্জনি ধানুকা। সব শেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের মিডিয়া হেড অমিত সেনগুপ্ত।

Published on: ফেব্রু ১, ২০২৫ at ২২:৩৯


শেয়ার করুন