Covid-19 টেস্টে দ্রুত রিপোর্ট মিলবে নারায়ণ মেমোরিয়াল হাসপাতালে, সুবিধা হবে বিমানযাত্রীদের -জানাল টাফি

Main এসপিটি এক্সক্লুসিভ কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ স্বাস্থ্য ও বিজ্ঞান
শেয়ার করুন

Published on: মে ২০, ২০২১ @ ২১:৩৫
Reporter: Aniruddha  Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২০ মেঃ গত বেশ কয়েক মাস ধরে বিমান যাত্রীদের কোভিড-১৯ টেস্ট রিপোর্ট সময় মতো না পাওয়ার কারণে প্রবল সমস্যায় পড়তে হয়। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল। অবশেষে তাদের আবেদনে সাড়া দেয় দক্ষিণ কলকাতার অন্যতম নামি চিকিৎসা প্রতিষ্ঠান নারায়ণ মেমোরিয়াল হাসপাতাল। তারা এমন প্রযুক্তি নিয়ে এসছে যার মাধ্যমে কোভিড টেস্টের রিপোর্ট এখন অতি দ্রুত আপনার কাছে পৌঁছে যাবে। এজন্য সময়ও বাঁচবে এবং সেই সঙ্গে বিমান যাত্রাও বাতিল হবে না।

কোভিড-১৯ টেস্ট সম্পর্কে যা জানালেন হাসপাতালের সিইও

হাসপাতালের সিইও সুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন- নারায়ণ মেমোরিয়াল হাসপাতাল পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগণা জেলার মানুষকে বিশ্বমানের অবকাঠামো এবং অত্যাধুনিক পরিষেবা দিয়ে চলেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আইসিএমআর প্যারামিটার অনুযায়ী কোভিড-১৯  সনাক্তকরণ পরীক্ষার জন্য আমরা একটি এনএবিএল অনুমোদিত হাসপাতাল।এখানে আমরা বিমানযাত্রীদের কোভিড টেস্টের রিপোর্ট অতি দ্রুত দিতে সক্ষম।কেউ যদি বিকেল চারটের মধ্যে আমাদের এখান থেকে টেস্ট করান তবে সে ওই দিনেই রিপোর্ট পেয়ে যাবেন। তাঁর হোয়াটসঅ্যাপ নম্বরে পৌঁছে যাবে রিপোর্ট। যদি বিকেল চারটের পর কেউ করান তাহলে তিনি রপোর্ট পাবেন পরদিন দুপুর বারোটার মধ্যে।”

সিইও আরও জানান- “বিমানযাত্রীদের তারা CBNAAT(Cartridge based nucleic acid amplification test) টেস্টের সুযোগ করে দিয়েছি। কারণ এর মাধ্যমে সেই ব্যক্তি তার কোভিড টেস্টের সম্পূর্ণ রিপোর্ট অতি দ্রুত পেয়ে যাবেন। যা কিনা একাধিক ল্যাবে আরটি-পিসিআর পরীক্ষার পর ৭২ ঘণ্টাতেও রিপোর্ট হাতে পান না অনেকেই। সেখানে তারা CBNAAT টেস্টের মধ্য দিয়ে রিপোর্ট পেয়ে যাবেন। আর তাছাড়া আরটি-পিসিআর টেস্টের চেয়ে CBNAAT টেস্ট অনেকাংশে সেরা।”

এই টেস্ট করানোর খরচ

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে- এই কোভিড সনাক্তকরণ পরীক্ষা দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, হাসপাতালে গিয়ে পরীক্ষা আর দুই, বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে এনে পরীক্ষা। স্বাভাবিকভাবেই বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে এনে পরীক্ষা করাতে হলে খচ একটু বেশি হবে। এজন্য মোট খরচ পড়বে ৩ হাজার টাকা। যার মধ্যে সিবিএনএএ টি পরীক্ষার জন্য ২৪০০টাকা, বাড়ি থেকে নমুনা সংগ্রহের চার্জ(তিন কিমি অবধি) বাবদ ৫০০ টাকা এবং ১০০টাকা রেজিস্ট্রেশনের বাবদ লাগবে। আর আপনি যদি হাসপাতালে গিয়ে টেস্ট করান সেক্ষেত্রে মাত্র ১০০টা কম পড়বে। এক্ষেত্রে স্টেরিলাইজেশন বা নির্বিকরণ ও পিপিএ কিটের জন্য লাগবে ৪০০ টাকা। আপনাকে সব দিক থেকে সুরক্ষিত রেখেই করা হবে এই টেস্ট।

কতটা সুবিধা হবে বিমানযাত্রীদের-কারণ দর্শালেন টাফি’র চেয়ারম্যান

টাফি’র চেয়ারম্যান(পূর্বাঞ্চল) অনিল পাঞ্জাবি জানান, “আমরা গত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করছিলাম যে একাধিক উড়ানে যাত্রীরা কোভিড টেস্টের রিপোর্ট সময় মতো না পাওয়ার কারণে তাদের বিমান যাত্রা বাতিল হয়ে গিয়েছে। সময় মতো রিপোর্ট হাতে না পাওয়ার কারণে অনেকেই বিমানের টিকিট পর্যন্ত কাটতে পারছেন না। এর ফলে বহু বিমান খুব অল্প সংখ্যক যাত্রী নিয়ে রওনা হচ্ছে। আমরা এসব বিবেচনা করে বেশ কিছু বড় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম যে তারা যেন বিষয়টি ভেবে দেখে এবং যাত্রীরা যাতে খুব দ্রুত রিপোর্ট হাতে পায় তার ব্যবস্থা করে। আমরা খুশি এই ভেবে যে বেহালার নারয়ণ মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে অসাধারণ উদ্যোগ নিয়েছেন। এমনকী তারা আরটি-পিসিআর-এর চাইতে আরও উন্নতমানের টেস্টের ব্যবস্থা করেছেন। এতে বিমান যাত্রীরা যেমন উপকৃত হবেন ঠিক একইভাবে বিমান সংস্থাগুলিকেও আর কম যাত্রী নিয়ে উড়তে হবে না।

আইসিএমআর-এর লক্ষ্য

আইসিএমআর-এর ডিজি ডঃ বলরাম ভার্গব এদিন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন – আমাদের গত ১৩ থেকে ১৯ মে-র মধ্যে কভিড টেস্টের পজিটিভিটি রেট ১৫ শতাংশ। আরটি-পিসিআর টেস্ট হয়েছে প্রতি দিন ১২-১৩ লক্ষ। আরএটি টেস্ট হয়েছে প্রতি দিন ১৭ লক্ষ। ল্যাবগুলিতে এখন এই টেস্টের চাহিদা দিন কে দিন বেরেই চলেছে। এখন আমাদের লক্ষ্য হল এই মাসের শেষের দিকে ২৫ লক্ষ এবং জুন মাসের শেষের দিকে ৪৫ লক্ষ টেস্ট করানো।

বুকিংয়ের জন্য নারায়ণ মেমোরিয়াল হাসপাতালের ওপিডি – 6292195058 বা 033 – 66 – 400 – 200 কল করতে পারেন।

Published on: মে ২০, ২০২১ @ ২১:৩৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

58 − 49 =