মুক্তিযুদ্ধে সফল দায়িত্ব পালন করা মোজাম্মেল হকই হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

Main বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

সংবাদদাতা-ইবতিসাম রহমান

Published on: জানু ৬, ২০১৯ @ ২৩:২৭

এসপিটি নিউজ ঢাকা, ৬ জানুয়ারিঃ এমন একজন মানুষ থাকতে মুক্তিযুদ্ধ বিষয়ক দফতরের মন্ত্রী কে-ই বা হয়তা পারে। মুক্তিযুদ্ধের সময় তিনি নিজের দায়িত্ব সফলভাবেই পালন করেছিলেন। খুব কাছ থেকে দেখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। বঙ্গবন্ধুর আদর্শকে তিনি মাথায় করে রেখে দিয়েছেন আজ পর্যন্ত। তাঁর প্রতিটি কাজে চিন্তাধারায় বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরন করার চেষ্টা করে থাকেন। গত পাঁচ বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক দফতরের মন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। নতুন মন্ত্রিসভায় আবার তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতেই পুরনো দায়িত্ব রেখে দিলেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হলেন আ.ক.ম. মোজাম্মেল হক।

জন্মঃ ১৯৪৬ সালের ১লা অক্টোবর গাজীপুর সদর উপজেলার দাখিণ খান গ্রামে তাঁর জন্ম।তিনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ।বর্তমানে গাজীপুর-১ আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।তাঁর পিতার নাম মরহুম ডা. আনোয়ার আলী ও মাতার নাম মরহুমা রাবেয়া খাতুন।

রাজনীতি ও কর্মজীবন মোজাম্মেল হক ছাত্রাবস্থায় পূর্ব পাকিস্তান ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তৎকালীন গাজীপুর মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর (১৯৭৬ সাল) থেকে তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৩ থেকে ১৯৮৬ পর্যন্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ১৯৮৯ থেকে ২০০৮ পর্যন্ত পৌর চেয়ারম্যান ও মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর ২০০৮ ও ২০১৪ সালে গাজীপুর-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এ সময় তিনি সরকারের ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালযয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০১৮ এ বিপুল ভোটে জয়লাভ করেন এবং আবারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালযয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত পান। মুক্তিযুদ্ধে ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি গাজীপুরের প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়ে সশস্ত্র প্রতিরোধ কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

ভ্রমণঃ তিনি সরকারি সফরে এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপের বহু দেশে ভ্রমন করেছেন।

Published on: জানু ৬, ২০১৯ @ ২৩:২৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + = 20