AIR INDIA 16 সেপ্টেম্বর থেকে সরাসরি কলকাতা-লন্ডন উড়ান চালু করছে, TAFI-র প্রয়াস সফল

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

এ বছর ফেব্রুয়ারি মাসে কলকাতায় এক অনুষ্ঠানে টাফি-র পক্ষ থকে অনিল পাঞ্জাবি এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (বাণিজ্য) বিপণন যোজনা, রামবাবু সি ও ইস্টার্ন রিজিওনের জেনারেল ম্যানেজার (বাণিজ্য)সঞ্জয় মিশ্রের সামনে সরাসরি কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা চালু করার প্রস্তাব রেখেছিলেন।

Published on: সেপ্টে ৩, ২০২০ @ ২১:৫১

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ:  এয়ার ইন্ডিয়ার উড়ান আবারও সরাসরি উড়ে যাবে লন্ডনের পথে। কলকাতার যাত্রীদের কাছে যা সত্যি এক আনন্দের খবর। এগারো বছর পর তাই আবার কলকাতার সঙ্গে সরাসরি আকাশ পথে লন্ডনের যোগাযোগ স্থাপন হতে চলেছে। আর এর মটল কৃতিত্ব অবশ্যই ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়ার। কারণ এ বছর ফেব্রুয়ারি মাসে কলকাতায় এক অনুষ্ঠানে টাফি-র পক্ষ থকে এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (বাণিজ্য) বিপণন যোজনা, রামবাবু সি ও ইস্টার্ন রিজিওনের জেনারেল ম্যানেজার (বাণিজ্য)সঞ্জয় মিশ্রের সামনে সরাসরি কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা চালু করার প্রস্তাব রাখা হয়েছিল। অবশেষে সেই প্রস্তাবই কার্যকর হতে চলেছে। যা টাফি-র কাছে এক সফল প্রয়াস।

কবে থেকে বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা

এটা এমন একটা সময় হতে চলেছে যখন সামনে দুর্গাপুজো এবং অনেকেই এখন লন্ডনে আটকে আছেন। আগে তাদের সকলকে দিল্লি হয়ে কলকাতা আসতে হত। এখন তারা সরাসরি কলকাতায় আসতে পারবেন। সপ্তাহে দু’বার এই উড়ান পরিষেবা চালু থাকবে বলে বলে শেষ খবরে জানা গিয়েছে।16 সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হওয়ার কথা। 2008 সালে এয়ার ইন্ডিয়া উড়ানগুলি প্রত্যাহারের পর এবং 2009 সালে ব্রিটিশ এয়ারওয়াজ এই সেক্টর থেকে সরে আসার পর বন্ধ হয়ে গিয়েছিল সরাসরি উড়ান পরিষেবা।

এরপর বিভিন্ন স্তর থেকে এয়ার ইন্ডিয়ার কাছে নতুন করে কল্কাতা-লন্ডন সরাসরি উড়ান পরিষেবা চালু করার অনুরোধ জানাতে থাকে। এর মধ্যে গত ফেব্রুয়ারি মাসে কলকাতায় ট্রাভেল এজেন্টস ফেডেরেশন অব ইন্ডিয়া বা টাফি-র এক অনুষ্ঠানে এয়ার ইন্ডিয়ার দুই কর্তা হাজির হয়। সেখানে টাফি-র পক্ষ থেকে রাখা হয় প্রস্তাব।

সেদিন ঠিক কি প্রস্তাব রাখা হয়েছিল

টাফি-র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি সেদিন বলেন- এয়ার ইন্ডিয়ার মতো এত বড় প্রতিষ্ঠানের কাছে এত ভালো পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন তারা পিছিয়ে থাকবে। কলকাতায় এখন অনেক সুযোগ আছে। কলকাতা থেকে এখন বহু যাত্রী ইউরোপ ভ্রমণ করে। তারা নিয়মিত যান লন্ডন। এমন যাত্রী অনেক আছে। তাহলে কেন কলকাতা থেকে কলকাতা-লন্ডন উড়ান চালু হবে না? আপনারা এই বিষয়টিকে যদি বিশেষ গুরুত্ব দিয়ে কলকাতা-লন্ডন উড়ান চালু করেন তাহলে এটা এয়ার ইন্ডিয়ার পক্ষে খুবই লাভজনক হবে। আগামী শীতের মরশুমে যদি চালু করা যায় তাহলে ভালো হবে। সেদিন অবশ্য আরও দু’টি প্রস্তাব রাখা হয়েছিল।

আশ্বাস দিয়েছিলেন এয়ার ইন্ডিয়া কর্তা

এয়ার ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার (বাণিজ্য) বিপনন যোজনা রামবাবু সি টাফি-র প্রস্তাবকে স্বাগত জানিয়ে সেদিন বলেন- তারা এই বিষয়ে সহমত পোষন করেন। এই সমস্ত প্রস্তাব তারা মন্ত্রকের শীর্ষ কর্তাদের জানাবেন। চেষ্টা করবেন এই প্রস্তাবগুলি যাতে দ্রুত কার্যকর করা যায়।

অবশেষে সেই প্রস্তাব কার্যকর হল

অবশেষে সেই প্রস্তাব কার্যকর করেছে। ফলে আগামী 16 সেপ্টেম্বর থেকে 24 অক্টোবর পর্যন্ত নিয়মিতভাবেই সপ্তাহে দু’বার কলকাতা নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর এবং লন্ডনের হিথরো বিমানবন্দরের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা চালু থাকবে।এক্ষেত্রে এইসময়ের মধ্যে বন্দে ভারত মিশনের উড়ান পরিষেবা চলবে।

টাফি-র চেয়ারম্যান (পূর্ব) অনিল পাঞ্জাবির প্রতিক্রিয়া

টাফি-র চেয়ারম্যান (পূর্ব) অনিল পাঞ্জাবি জানান- “এটা আমাদের কাছে খুশির খবর। আমরাই গত ফেব্রুয়ারি মাসে এয়ার ইন্ডিয়ার দুই কর্তার কাছে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান পরিষেবা চালুর প্রস্তাব দিয়েছিলাম। সেই সংবাদ সংবাদ প্রভাকর টাইমস-এ প্রকাশিতও হয়েছিল। অবশেষে এয়ার ইন্ডিয়া আমাদের প্রস্তাব কার্যকর করেছে, এটা আমাদের এক সফল প্রয়াস। ”

সপ্তাহে কোন দিনগুলিতে চলবে এই উড়ান

কলকাতা-লন্ডন ভাড়া 37,000  টাকা এবং লন্ডন-কলকাতা ভাড়া 39,000 টাকা। বৃহস্পতি  ও রবিবার কলকাতা-লন্ডন উড়ান পরিষেবা চালু থাকবে এবং লন্ডন -কলকাতা উড়ান পরিষেবা চালু থাকবে বুধ ও শনিবার।

Published on: সেপ্টে ৩, ২০২০ @ ২১:৫১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

88 + = 97