CHINA EASTERN AIRLINES: কলকাতায় ব্যবসা শুরু করে মাত্র ১৭ বছরেই সফল চিনের এই বিমান কোম্পানি

Main অর্থ ও বাণিজ্য দেশ বিদেশ বিমান ভ্রমণ
শেয়ার করুন

  • কলকাতার ১১টি ট্রাভেল এজেন্সি যারা চায়না ইস্টার্ন এয়ারলাইন্সকে সফলতার মুখ দেখাতে সাহায্য করেছে।
  • মোট ১১৭ দেশে এদের পরিষেবা চালু আছে।
  • ২০০৭ সালে এরা সাংহাই থেকে নিউ ইয়র্ক অবধি অপারেশন শুরু করে, যার ফলে এটা এয়ারলাইন এর জন্য দীর্ঘতম নন-স্টপ রুট হয়ে যায়।

Reporter: Aniruddha Pal

Published on: ডিসে ৯, ২০১৯ @ ২৩:২৭

এসপিটি নিউজ, কলকাতা, ৯ ডিসেম্বর:  চিনের অন্যতম বৃহৎ বিমান কোম্পানি চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কলকাতায় ব্যবসা শুরু করেছিল ২০০২ সালে। আজ ২০১৯ সালের শেষে এসে তারা জোর গলায় বলছে- ‘আমরা সফল’।আর এরজন্য তারা ভারতের কিছু ভ্রমণ সংস্থা থেকে শুরু করে বিশেষ কয়েকজনকে এই কৃতিত্ব দিয়েছে। গত শুক্রবার কলকাতায় পার্ক হোটেলে এক অনুষ্ঠানে তাদের তারা পুরস্কৃতও করেছে।

কলকাতার ১১টি ট্রাভেল এজেন্সি

চায়না ইস্টার্নের ভারতীয় জোনের সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার নয়ন শ্রীবাস্তব জানান, কলকাতার ১১টি ট্রাভেল এজেন্সি যারা গত এক বছরে চিনা পর্যটনের সঙ্গে সাফল্যের সঙ্গে ব্যবসা করে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সকে সফলতার মুখ দেখাতে সাহায্য করেছে তাদের সম্বর্ধিত করা হয়েছে।এই অনুষ্ঠানে চায়না ইস্টার্নের পাশে দাঁড়িয়েছে নিমবাস ট্রাভেলস। যাত্র ১৭ বছরে এই এয়ারলাইন্স কলকাতায় ব্যবসা শুরু করে সফলতার মুখ দেখতে পেরেছে।

বহরে বৃহত্তম

চায়না ইস্টার্ন এয়ারলাইন্স আন্তর্জাতিক, দেশীয় এবং আঞ্চলিক রুটে অপারেট করা একটি প্রধান চিনা বিমান পরিবহন সংস্থা।এর প্রধান হাব, সাংহাই পুদং আন্তর্জাতিক বিমানবন্দর এবং সাংহাই হন্গকিয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে এবং কুনমিং চাংশুই আন্তর্জাতিক বিমানবন্দর ও জি’আন জিয়ানইয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে এদের দ্বিতীয় পর্যায়ভুক্ত হাব ও অবস্থিত। যাত্রী সংখ্যার দিক থেকে দেখলে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চিনের দ্বিতীয় বৃহত্তম বাহক।

দেশ-বিদেশে গন্তব্যস্থল

চায়না ইস্টার্ন এক উন্নত মানের বিমান সংস্থা। এদের রয়েছে A330-300L বিমান। যেখানে আছে ৩১টি ফ্ল্যাট বেড, ফ্রি ওয়াই-ফাই পরিষেবা। সাংহাই-তে এদের মূল অফিস। এদের বিমান বন্দরে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু-তে যাওয়ার জন্য প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো পরিষেবা চালু রয়েছে। মোট ১১৭ দেশে এদের পরিষেবা চালু আছে। প্রতিদিন ২৪টি উড়ান চলে প্রতিদিন সাংহাই থেকে বেজিং। সাংহাই থেকে গুয়াংঝাও চলে ১৭টি উড়ান। আমেরিকার ৫টি শহরে কানাডার ২টি শহরে, জাপানের ১৮টি শহরে, দক্ষিণ কোরিয়ার ৪টি শহরে, অস্ট্রেলিয়া ও নিজিল্যান্ডের ৬টি শহরে পরিষেবা চালু রেখেছে চায়না ইস্টার্ন এয়ারলাইন। চিনের মোট ৫০টি শহরে চলে এদের বমান পরিষেবা।চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর এশিয়া, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়া রুটে একটি শক্তিশালী উপস্থিতি আছে।  সাংহাই থেকে অন্যান্য চিনা শহরে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে, গার্হস্থ্য বাজারে এই বিমান সংস্থাটির অবদান উল্লেখযোগ্য। এই বিমান সংস্থা টি এছাড়াও আন্তর্জাতিক গন্তব্যস্থলে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ এর গতি বাড়িয়েছে। ২০০৭ সালে এরা সাংহাই থেকে নিউ ইয়র্ক অবধি অপারেশন শুরু করে, যার ফলে এটা এয়ারলাইন এর জন্য দীর্ঘতম নন-স্টপ রুট হয়ে যায়।

এদিন যাদের পুরস্কৃত করা হয়

আকবর ট্যুর এন্ড ট্রাভেলস, অ্যাভিয়েনা ট্রাভেলস, চাঁদনি ট্রাভেলস, ডিসকোভারি ট্রাভেলস, ক্লাব সেভেন হলিডেজ, গেইনোয়েল ট্রাভেলস, লক্ষ্মী নারায়ণ ট্রাভেলস, রিয়া ট্রাভেলস এন্ড ট্যুরস, ভয়েজার্স ক্লাব। এই সংস্থাগুলি চায়না ইস্টার্ন এয়ারলাইনসকে বেশ ভালো ব্যবসা দিয়েছে। যার ফলে খুব অল্প সময়ে চিনের এই বৃহত্তম বিমান সংস্থা ভারতে বড়সড় ধরনের সাফল্য পেতে সক্ষম হয়েছে।

Published on: ডিসে ৯, ২০১৯ @ ২৩:২৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 12 =