ইসকন মায়াপুরে গীতা জয়ন্তী উৎসব: এক সঙ্গে ২ হাজার মানুষ পাঠ করলেন গীতা

দেশ ধর্ম
শেয়ার করুন

  • শ্রীধাম মায়াপুর এখন বিশ্ববাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু।
  • ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই গীতা জয়ন্তী উৎসব পালিত হয়।
  • গীতার জ্ঞানে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত ও গীতা অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মনোবলকে বৃদ্ধি করতেই এই মহান উৎসবের আয়োজন।   

Published on: ডিসে ৮, ২০১৯ @ ২২:০২

এসপিটি নিউজ, মায়াপুর, ৮ ডিসেম্বর:    একই স্থানে এক সঙ্গে দুই হাজার মানুষ বসে গীতা পাঠ করে চলেছেন- এ এক অভিনব দৃশ্য। মায়াপুর ইসকন পাঁচ দিন ধরে গীতা জয়ন্তীর শেষ দিনে এমনই এক বিরল নিদর্শন সারা বিশ্বের সামনে তুলে ধরল। যা একপ্রকার রেকর্ড।

যে উদ্দেশ্যে এই গীতা জয়ন্তী উৎসব

পাঁচদিনের গীতা জয়ন্তী উৎসবের আজই ছিল শেষ দিন। মায়াপুর ইসকন প্রাঙ্গনে গীতা ভবনের সামনে আয়োজন করা হয়েছিল গীতা জয়ন্তী উৎসবের। এই উপলক্ষ্যে সেখানে অস্থায়ী মঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই কয়েক হাজার মানুষ গীতা পাঠ করলেন।মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান, গীতার জ্ঞানে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত ও গীতা অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের মনোবলকে বৃদ্ধি করতেই এই মহান উৎসবের আয়োজন।

গীতা ও ভাগবত পড়ার সুবর্ণ সুযোগ

৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই গীতা জয়ন্তী উৎসব পালিত হয়। ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত হয় গীতা স্টাডি কোর্স। সেই কোর্সের গ্রেড ওয়ান ও গ্রেড টু শিক্ষার্থী সমাবেশ এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাবর্তনও অনুষ্ঠিত হয়। ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমি ভারতে বিশেষত বাংলা, ইংরাজি ও হিন্দি ভাষায় গীতা স্টাডি কোর্সের মাধ্যমে শ্রীল প্রভুপাদের গীতা ও ভাগবত পড়ার সুবর্ণ সুযোগ করে দিয়েছে।

ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন সমান প্রাসঙ্গিক

শ্রীধাম মায়াপুর এখন বিশ্ববাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে যেমন এসেছিলেন লোরিয়েট বিজ্ঞানী চার্লস টাউনস তেমনি বিশ্বের অগণিত অমৃত-সন্ধানিরাও এখানে এসেছেন, আজও আসছেন সমানভাবে। ভগবান শ্রীকৃষ্ণ ও অর্জুনের কথোপকথন পৃথিবীর এযাবৎ কালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানগর্ভ কথোপকথন, যা বিজ্ঞানী, সাহিত্যিক ও চিন্তাবিদ সহ আমাদের সকলের কাছে আজও সমান প্রাসঙ্গিক। সরল ভাষায় ভগবদগীতার মহাবিষ্ময়কর, মহাজাগতিক দর্শনের তুলনায় বিশ্বের মানবীয় জল্পনা-নিঃসৃত আধুনিক বিশ্বের জ্ঞানভান্ডার নিতান্তই ক্ষুদ্র ও তুচ্ছ।

শাশ্বত তত্ত্বদর্শন

‘বোধয়ন্তঃ পরস্পরম’ ভগবান শ্রীকৃষ্ণ শ্রবণ, আলোচনা ও প্রশ্নোত্তরের মাধ্যমে এই মহিমাময় শাশ্বত তত্ত্বদর্শন উপলব্ধির নির্দেশ দিয়েছেন।ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় ২ হাজার গীতাপ্রেমী এই অনুষ্ঠানে অংশ নেন।এই উপলক্ষ্যে সমবেতভাবে গীতা পাঠ, বিশ্বশান্তি যজ্ঞ, সংকীর্তন সহকারে শোভাযাত্রা, প্রশ্ন-উত্তর, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Published on: ডিসে ৮, ২০১৯ @ ২২:০২

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 83 = 86