এবার দুর্গা বিসর্জন আটকালে মমতার সচিবালয়ের এক একটা ইট ধসিয়ে দেবঃ হুঁশিয়ারি অমিতের

দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ১১, ২০১৮ @ ২০:১৩

এসপিটি নিউজ, কলকাতা, ১১ আগস্টঃ এনআরসি, সরকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করার পর রাজ্যে পুজো নিয়েও নজিরবিহীন হুঁশিয়ারি দিয়ে গেলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এভাবে খোদ কলকাতায় দাঁড়িয়ে এর আগে বিজেপির কেউ রাজ্যের মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে যাননি। মমতাকে লক্ষ্য করে অমিত শাহের হুঁশিয়ারি-“এবার মা দুর্গার মূর্তি বিসর্জন, সরস্বতী পুজোয় বাধা দিলে সচিবালয়ের এক একটা ইট ধসিয়ে দেবে বিজেপির কর্মী-সমর্থকরা।”

অমিত শাহ ক্ষোভের সুরে বলেন,”এখানে মা দুর্গার মূর্তি বিসর্জন দিতে দেয় না। সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়। এখানে বিজেপির সরকার হতে দিন, আমি কথা দিচ্ছি- এখানে দুর্গা পুজার সঙ্গে সরস্বতী পুজাও হবে সমস্ত জায়গায়। কেউ বাধা দেবে না। মমতাজির এত ক্ষমতাও থাকবে না।”

এরপর তাঁর হুঁশিয়ারি- “এবার যদি মা দুর্গার মূর্তি বিসর্জন আটকানোর চেষ্টা হয়, সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা জাহির করার চেষ্টা করেন তবে ভারতীয় জনতা পার্টির কর্মী-সমর্থকরা আপনার সচিবালয়ের ইট ধসিয়ে দেবে। তারপর দুর্গা পুজা করবে।”

তীব্র ক্ষোভ প্রকাশ করে অমিত শাহ বলেন-“এসব কি হচ্ছে এখানে! তোষণের একটা সীমা থাকা উচিত।  বাংলায় দুর্গা পুজা হবে না, সরস্বতী পুজা হবে না, অনুপ্রবেশকারীদের ঢোকানো হবে। বাংলাকে কি বানাতে চান আপনি?মমতাজি এই কথা বাংলার মানুষের সামনে আপনাকে স্পষ্ট করে দিতে হবে।”

Published on: আগ ১১, ২০১৮ @ ২০:১৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 2 =