
Published on: জুলা ১৭, ২০২৪ at ১৬:১৩
এসপিটি নিউজ, কলকাতা, ১৭ জুলাই: সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ফ্রিল্যান্স ফাউন্ডেশন (ফ্রিল্যান্স সংঘ) এবছর বঙ্গভুবন প্রেমপত্র অলিম্পিকের আয়োজন করেছিল। সেখানে ২৩ জন (প্রথম তিন আর মেধাতালিকার ২০ জন) – কে নগদ পুরস্কার আর শংসাপত্র হাতে তুলে দেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে শুরু হওয়া এই বঙ্গভুবন প্রেমপত্র অলিম্পিকে রাজ্য, দেশ ও বিদেশের বাঙালিরা অংশগ্রহণ করেছেন।
সঞ্জিত দাস যিনি ফাউন্ডেশনের পক্ষে এই অলিম্পিক পরিচালনা করেছেন। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও জানিয়েছেন যে, সারা পৃথিবীর বাঙালির কাছ থেকে সাড়া পেয়ে তারা অভিভূত। আর আরও বড়ো কথা, কম বয়সীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
বিজয়ী ২৩টি বাংলা প্রেমপত্র সংকলিত করে সংঘের বাংলা সাহিত্য পত্রিকা – “লাবণ্য” প্রকাশিত হয়েছে। এই প্রসঙ্গে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রীতম ভট্টাচার্য বললেন, – “এই অলিম্পিকের আসল বিজয়ী বাংলা ভাষা, বাঙালির মন আর বাংলা ভাষার চর্চা। অনলাইন জগৎ আমাদের কাছে বন্ধু ছিল, বাধা ছিল না।
সংগঠনের আশা এই ‘বঙ্গ ভুবন প্রেমপত্র অলিম্পিক আবহমান বাঙালির সহযোগিতায় দীর্ঘজীবি হবে ও ভবিষ্যৎ প্রজন্ম আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে”।
এই অনুষ্ঠানে এছাড়াও চন্দ্রাণী ভট্টাচার্য, শুভাশিস চট্টোপাধ্যায়, অভিনেতা তরুণ চক্রবর্তী, চিত্র পরিচালক পলাশ বৈরাগী ও পুলিশ কর্তা গৌতম দাস প্রমুখ আসন অলংকৃত করেছেন।
Published on: জুলা ১৭, ২০২৪ at ১৬:১৩