Published on: জুন ১২, ২০২৩ @ ১০:৪৫
Reporter: H R Shafiqe, BANGLADESH BUREAU CHIEF
এসপিটি নিউজ, ঢাকা, ১২ জুন: বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের প্রতিক্রিয়ায় রাজপথে বেশ উত্তাপ ছড়াচ্ছে বলা যায়। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপি সহ দেশের রাজনৈতিক দলের একাংশ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। এ নিয়ে বিগত কয়েক বছর ধরে এসব রাজনৈতিক দলগুলো অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মাঝে সম্প্রতি আমেরিকার ভিসা নীতি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সাম্প্রতিক কালের মার্কিন পররাষ্ট্রনীতি এবং যে ভিসা নীতির কথা বলা হয়েছে তা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ চাপের মুখে পড়েছেন। কিন্তু আওয়ামী লীগের নেতারা মনে করে এই ভিসা নীতি নিয়ে বরং বিএনপি চাপের মধ্যে আছে কারণ সরকার একটি সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর কিন্তু আন্দোলনের নামে বিএনপি সেই সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া বানচালের চেষ্টা চালাচ্ছে।
এদিকে বিগত কয়েক সপ্তাহে বাংলাদেশের নিযুক্ত আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাপান সহ বেশ কিছু বিদেশী কূটনীতিকদের কর্মকাণ্ড নিয়ে বিদ্বেষ পোষণ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের অভিযোগ, বিদেশি কূটনীতিকরা তাদের সীমালংঘন করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে (রাজনীতিতে) নাক গলাচ্ছে। একের পর এক বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে গোপন বৈঠক করছেন। এমন চলতে থাকলে কূটনীতিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ৫ জুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সংবাদিকদের বলেছেন, কোনো বিদেশি কূটনীতিক বাংলাদেশে কূটনৈতিক রীতিনীতি লঙ্ঘন করলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আসন্ন নির্বাচন নিয়ে আলোচনার জন্য সম্প্রতি কয়েকজন কূটনীতিকের বিএনপি কার্যালয়ে গমনের বিষয়ে মন্তব্য করতে গিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আরেক প্রশ্নের জবাবে আলম বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ছয় মার্কিন কংগ্রেসম্যানের লেখা চিঠিতে অনেক ‘অতিরঞ্জন, তথ্যের অভাব ও অসঙ্গতি’ রয়েছে।
তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে এলে আগামী দিনে এ ধরনের কর্মকান্ড- বাড়তে পারে। ‘তবে আমরা এই কংগ্রেসম্যানদের সবার কাছে গঠনমূলকভাবে পৌঁছব’ বলে জানান তিনি।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতিকে কেন্দ্র করে সরকারবিরোধী শক্তি অপপ্রচার ও ভুল তথ্য প্রচারে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, মূলধারার মিডিয়ার এসব তথ্য যাচাই ও বিবেচনাবোধের সাথে কাজ করার একটি বড় দায়িত্ব রয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতায় মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা নীতির বিষয়ে বেশ সমালোচনা করে বলেছেন, আমাদেরকে ভিসা দিবে না দিবে এসব ভাবার সময় নেই। ২০ ঘন্টা পাড়ি দিয়ে আমেরিকা যাবার কোন দরকার নেই। পৃথিবীতে আরো অনেক মহাসাগর আছে, মহাদেশ আছে, সেসব জায়গায় যাব।
এইচ আর শফিক, বাংলাদেশ ব্যুরো প্রধান
Published on: জুন ১২, ২০২৩ @ ১০:৪৫