পর্যটন মেলায় দ্বিতীয় দিনেই উপচে পড়ল ভিড়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১১, ২০২৩ @ ০১:১৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১০ জুন: রীতিমতো জমজমাট পর্যটন মেলা। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পর্যটনপ্রেমীদের ভিড়। শনিবার দুপুর থেকেই মানুষের ভিড়ে ছয়লাপ হয়ে যায় পর্যটন মেলার স্টলগুলি। রাজ্য পর্যটন সংস্থাগুলির স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে প্যাকেজ ট্যুর কিংবা হোটেল ব্যবসায়ীদের স্টলেও দেখা গিয়েছে বহু মানুষের আনাগোনা। এক কথায় পর্যটন মেলায় গোটা ভারত মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।

ট্যুর অপারেটর্সেদের স্টলে দেখা গিয়েছে ভিড়

এদিন বহু ট্যুর অপারেটর্সেদের স্টলে দেখা গিয়েছে ভিড়। উল্লেখযোগ্য কিংস ট্রাভেলস, রামকৃষ্ণ ট্রাভেলস, কল্যানী ট্যুরস এন্ড ট্রাভেলস, ডায়মন্ড ট্যুরস এন্ড ট্রাভেলস,লিঙ্ক ইন্ডিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস, ব্লিউ গ্লেসিও ট্রিপ, কান্ট্রি রোড ট্যুরস, মাই হলিডে মেকারস, নোরেস্টে সহ একাধিক স্টল।ভিড় দেখা গিয়েছে তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, গুজরাট, তামিলনাড়ুর স্টলেও।

হোটেল ব্যবসায়ীদের স্টলেও ভিড় উপছে পড়েছে

পাশাপাশি, নিজস্ব প্রপার্টি আছে এমন হোটেল ব্যবসায়ী তাদের স্টল দিয়ে বেশ চমক দিয়েছে। দেখা গিয়েছে সেখানেও মানুষের ভিড়। উল্লেখযোগ্য নাম- স্বপ্নদীপ ট্যুর এন্ড ট্রেকস, স্বাগত ট্যুরস এন্ড ট্রাভেলস, অভিয়ান হোটেলস এন্ড হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর পাশাপাশি দেখা গিয়েছে ভুটানের থিম্পু থেকে আসা হোটেল দ্রালহার স্টলেও মানুষের ভিড়। ভিড় দেখা গিয়েছে হিমাচল প্রদেশের হিমালয়া ডিসকভারি গ্রুপ অব হোটেলস এন্ড ট্রাভেল সার্ভিসেস-এর স্টলেও।

যেসব জায়গায় হোটেল

স্বপ্নদীপ ট্যুর এন্ড ট্রেকস-এর অরিজিৎ দাস জানান, তাদের নিজস্ব প্রপার্টি আছে পুরুলিয়া, দীঘা, দার্জিলিং, গ্যাংটক ও পেলিং। প্রতিটি জায়গাতেই তাদের পর্যটকদের বিশেষ ব্যবস্থা আছে। অভিয়ান হোটেলস এন্ড হসপিটালিটি প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর অনির্বান চ্যাটার্জি জানান, দার্জিলিং এবং গ্যাংটকে তাদের নিজস্ব হোটেল আছে। দুটি জায়গাতেই তাদের পর্যটকদের জন্য সুবন্দোবস্ত আছে। স্বাগত ট্যুর এন্ড ট্রাভেলস-এর অভিষেক স্যান্যাল বলেন, তাদের শান্তিনিকেতন, মন্দারমণি, পুরী, হরিদ্বার, মানালি এবং শ্রীনগরে নিজস্ব হোটেল আছে।নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে ভ্রমণ করতে পারেন।

থিম্পুর হোটেল দ্রালহা

এছাড়াও থিম্পুর হোটেল দ্রালহা-র সিইও শ্যামল কুমার তরফদার এসপিটিকে এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, ভুটানে একমাত্র ভেজিটেরিয়ান হোতেল হল এই দ্রালহা। এখানে আপনি সমস্ত নিরামিষ আহার পাবেন। এমনকি পনির তারা নিজেরাই বানায়। তিনি বলেন, এখান থেকে পর্যটকরা নিজের খেয়াল মতো ভুটানের প্রধান কেন্দ্রগুলি ঘুরে দেখে নিতে পারেন।

হিমালয়া ডিসকভারি

এরপরই বলতে হয় হিমালয়া ডিসকভারির কথা। এদের কর্ণধার লায়েক রাম ঠাকুর বলেন, হিমাচল প্রদেশে কাজা, তাবু, স্পিতি, লাহুল, এমনকি কিন্নর যেতে হলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পর্যটকরা। কারণ, তাদের এই সমস্ত জায়গাতেই হোতেল আছে। সাংলা, কল্পাতে তাদের হোটেল আছে। সেখানে আছে পর্যটকদের জন্য সুন্দোবস্ত। সুরেশ ঠাকুর জানান, নারকান্ডাতে তাদের একটি হোটেল আছে- অ্যাপেল ভিউ হোটেল থেকে হিমালয়ের দৃশ্য দারুনভাবে উপভোগ করা যায়।

Published on: জুন ১১, ২০২৩ @ ০১:১৯


শেয়ার করুন