দার্জিলিং–সিকিম ভ্রমণে ‘অভিয়ান’ হতে পারে সহায়ক, বিশেষত্ব কি-জানালেন অনির্বান চ্যাটার্জি

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: জুন ১২, ২০২৩ @ ২৩:৪৯
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১২ জুন: ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দার্জিলিং আর সিকিম খুবই পছন্দের জায়গা। এমন অনেক বাঙালি আছেন যারা একাধিকবার এই দুটি জায়গায় ভ্রমণ করেছেন। আগামিদিনেও করবেন। এছাড়াও যারা প্রথমবার এই জায়গাগুলিতে বেরাতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য রয়েছে দারুন খবর। অভিয়ান হোটেলস এন্ড হসপিটালিটি প্রাইভেট লিমিটেড দিচ্ছে হোটেলে থাকা-খাওয়া থেকে বেড়াতে যাওয়ার গাড়ি সহ আরও নানা পরিষেবা। এক কথায় বেড়ানোর সব কিছু সুবিধাই ভ্রমণপ্রেমীদের দিচ্ছে এই সংস্থা।আপনি চাইলে এই সংস্থার প্যাকেজ নিতে পারেন আবার চাইলে নিজের মতো করেও ঘুরতে পারেন। সেক্ষেত্রে আপনি দার্জিলিং ও সিকিমে এই সংস্থার নিজস্ব প্রপার্টি অর্থাৎ হোটেলেও থাকতে পারেন। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন এই কোম্পানির ডিরেক্টর অনির্বান চ্যাটার্জি।

দার্জিলিং ও সিকিমে অভিয়ানে চারটি হোটেল

একান্ত সাক্ষাৎকারে অনির্বান চ্যাটার্জি বলেন- উত্তরবঙ্গ, সিকিম ভ্রমণের জন্য ভরসার জায়গা হল এই অভিয়ান হোটেলস এন্ড হসপিটালিটি প্রাইভেট লিমিটেড কোম্পানি।আমাদের নিজস্ব প্রপার্টি আছে দার্জিলিং ও সিকিমে।এই দুটি জায়গায় মোট চারটি হোটেল আছে। সব জায়গাতেই থাকা-খাওয়ার সুবন্দোবস্ত আছে। এছাড়াও আমরা উত্তরবঙ্গ, দার্জিলিং, সিকিমে প্যাকেজ ট্যুরও করে থাকি। এছাড়া আমাদের গাড়ি পরিষেবাও আছে। এছাড়াও আমরা হিমাচল, মানালি, সিমলার লোকেশনে কিছু সুযোগ সুবিধাগুলো পাবেন। আপনাদের কোনও ভায়া মাধ্যম হয়ে বুকিং করতে হবে না।

আছে প্যাকেজ ট্যুর

আপনারা যদি নর্থ সিকিমে আগ্রহী হন – লাচেন, লাচুং, গুরুদোংমোর লেক যেতে চান তাহলে আপনারা এনজেপি টু এনজেপি প্যাজকেজ ট্যুর করতে পারেন। সেক্ষেত্রে থাকা-খাওয়া গাড়ির পারমিট সমস্ত সার্ভিস দিয়ে আপনাদের জন্য একটা সুপরিকল্পিত প্ল্যান শিট পাঠাতে পারি। একই সঙ্গে বাজেটের মধ্যে যেগুলি আপনারা চাইছেন সেই সুবিধাগুলিও আপনারা পাবেন।এজন্য আপনারা নীচের দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন।

দার্জিলিং-এ হোটেলের জন প্রতি খরচ 

দার্জিলিং-এ দুটি প্রপার্টি রয়েছে। একটা হল দার্জিলিং ম্যাল রোডে। এখান থেকে ম্যাল হাঁটা পথে মাত্র দু’মিনিট। আর একটি আছে দার্জিলিং টয়ট্রেন স্টেশনের কাছে। অনেকে আছেন তারা একটু অফ বিট পজিশনে শান্তিপূর্ণ মাউন্ট ভিউ লোকেশনে থাকতে চান।সেক্ষেত্রে আমাদের হো্টেল হচ্ছে হোটেল পিটস টপ।এটি দার্জিলিং টয়ট্রেন স্টেশনের কাছে। আবার অনেকে আছে ভ্রমণ প্রিয় বাঙালি, যারা একটু ম্যাল রোডে মার্কেট এলাকায় থাকতে পছন্দ করেন। সেক্ষেত্রে তাদের জন্য রয়েছে হোটেল টিমবার রেসিডেন্সি। যতক্ষণ সেখানে কেউ যাচ্ছে ততক্ষণ আমরা বোঝাতে পারব না যে আমরা কেমন সার্ভিস দিচ্ছি। ম্যাল রোডের কাছে যে হোটেলটি আছে তার জনপ্রতি থাকা ও খাওয়া ১২০০টাকা পড়বে। আর যেটি টয়ট্রেনের স্টেশনের কাছে আছে তার জন্য জনপ্রতি থাকা ও খাওয়া নিয়ে পড়বে ১০০০ টাকা।এখানে গিজার ফেসিলিটিও আছে। সুন্দর মাউন্টেন ভিউ প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যে একট শান্তিপূর্ণ সহাবস্থানে আপনি থাকতে পারবেন।বলেন অনির্বান।

সিকিমের হোটেলে জন প্রতি খরচ

“এছাড়া সিকিমেও আমাদের দুটি প্রপার্টি রয়েছে। একটা রয়েছে গ্যাংটকে ডিস্ট্রিক্ট কোর্টের পাশে। এখান থেকে আপনি লোকাল যানবাহন পেতে পারেন। দুটি হোটেলই ডিস্ট্রিক্ট কোর্টের কাছে একই জায়গায় আছে। এই দুটি হোটেলে থাকা- খাওয়া সহ জনপ্রতি খরচ ১০০০ টাকা। এছাড়া কেউ যদি গ্রুপ ট্যুর করে সেক্ষেত্রে আমাদের বাস পরিষেবাও রয়েছে। ২৫ সিটের বাস পরিষেবাও পাবেন।”

এজন্য যোগাযোগ করতে পারেন এই দুটি নম্বরে- ৮২৪০৫৯৭৭৮১ এবং ৯৮৮৩০৩৫০৭৯।

e-mail: sangbadprabhakartimes2015@gmail.com

Published on: জুন ১২, ২০২৩ @ ২৩:৪৯


শেয়ার করুন