আগামিকাল থেকে ৩০ মে পর্যন্ত রাজ্যে বন্ধ থাকছে মেট্রো ও বাস পরিষেবা, জারি নয়া নির্দেশিকা-দেখে নিন

Main কোভিড-১৯ রাজ্য
শেয়ার করুন

Published on: মে ১৫, ২০২১ @ ১৭:২৮

এসপিটি নিউজ, কলকাতা, ১৫ মেঃ  করোনার দ্বিতীয় ঢেউ ক্রমেই বেড়ে চলেছে। বাড়ছে সংমণের হার। ফলে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গ সরকারও রবিবার সকাল থেকে আগামী ১৫ দিনের জন্য কড়া বিধি-নিষেধ জারি করল। যেখানে এবার জরুরী পরিষেবার বাইরে সমস্ত সরকারি ও বেসরকারি অফিস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।বন্ধ করে দেওয়া হল ট্রেনের পাশাপাশি বাস, মেট্রো পরিষেবাও। শনিবার নবান্ন থেকে এক নির্দেশিকা প্রকাশ করে এই বিধি-নিষেধ জারি করেছে রাজ্য সরকার। সেখানে কি কি বলা হয়েছে তাহলে দেখে নেওয়া যাক।

আগামমিকাল রবিবার ১৬ মে সকাল ৬টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নির্দেশ জারি থাকবে।

কি কি বন্ধ থাকছে
  • সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক্স, আইটিআই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ফের বন্ধ থাকছে।
  • সমস্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকছে।
  • শপিং কমপ্লেক্স, শপিং মল, মার্কেট কমপ্লেক্স, স্পা, বিউটি পার্লার, সিনেমা হল, রেস্টুরেন্ট, বার, স্পোর্টস কমপ্লেক্স, গিমস, সুইমিং পুল ফের বন্ধ থাকছে।
  • পার্ক, চিড়িয়াখানা, অভয়ারণ্য সমূহ রক্ষণাবেক্ষনের সময় ছাড়া বাকি সময় বন্ধ থাকছে।
  • লোকাল ট্রেন, মেট্রো সার্ভিস, বাস পরিষেবা, জলপথ পরিবহণ বন্ধ থাকছে। শুধুমাত্র জরুরী পরিষেবা ছাড়া।
  • প্রাইভেট গাড়ি, অটো-রিকশা, ট্যাক্সিতেও নিষেধাজ্ঞা থাকছে।
  • ট্রাক ও অন্যান্য পন্য বহনকারী গাড়িও বন্ধ থাকছে।
  • সমস্ত প্রশাসনিক, শিক্ষা, বিনোদন, রাজনীতি, সংস্কৃতি, ধর্মীয় সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কি কি খোলা থাকছে, কখন
  • নিত্য প্র্যোজনীয় দ্রব্যাদি, জরুরী পরিষেবা প্রদানকারী অফিস-প্রতিষ্ঠান খোলা থাকছে। যার মধ্যে আছে- হেলথ কেয়ার, প্রাণী চিকিৎসা পরিষেবা, আইন এবং অন্যান্য, আদালত, সমাজ কল্যাণ, সংশোধনাহার, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ, টেলিকম, ইন্টারনেট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, দমকল বিভাগ, বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা, স্যানিটেশন, নিকাশী এবং শবদাহ পরিষেবা।
  • খুচরো দোকান, বাজার, হাট যেখানে সবজি, ফল, মুদি, দুধ, রুটি, মাংস, মাছ, ডিম বিক্রি হয়ে সেখানে সকাল সাতটা থেকে বেলা দশটা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে।
  • মিষ্টির দোকান বেলা দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে।
  • জুয়েলারি ও শাড়ির দোকান বেলা ১২তা থেকে দুপুর তিন্টে পর্যন্ত খোলা থাকবে।
  • ওষুধের দোকান এবং চক্ষু চিকিৎসা কেন্দ্র নিয়ম মতো খোলা থাকবে।
  • যে সমস্ত ট্রাক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন ওষুধ, অক্সিজেন, নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্যাদি যার মধ্যে থাকছে দুধ, ডিম, মাংস, মাছ, পেট্রোল-ডিজেল, এলপিজি।
  • চা-বাগানে প্রতি শিফটে মোট কর্মীর ৫০ শতাংশ নিয়ে কাজ চালাতে হবে।
  • জুট মিলে এটি ৩০ শতাংশ করা হয়েছে।
  • অনলাইন ক্রয়-বিক্রয় খোলা থাকছে।
  • ব্যাঙ্ক সকাল ১০টা থেকে বেলা দু’টো পর্যন্ত খোলা থাকছে।খোলা থাকছে এটিএম পরিষেবাও।
  • বিবাহ কিংবা শ্রাদ্ধ অনুষ্ঠানে উপস্থিতির হার নির্ধার্ন করে দেওয়া হয়েছে। বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন এবং শ্রাদ্ধ অনুশঠানে ২০জনের বেশি কাউকে অনুমতি দেওয়া হবে না।

তবে বাইরে মানুষের যাতায়াত কাজকর্ম রাত ন’টা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত বন্ধ থাকছে। শুধুমাত্র জরুরী প্রয়োজন ছাড়া এসময় কেউ বেরোতে পারবেন না।

Published on: মে ১৫, ২০২১ @ ১৭:২৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 1