THAI AIRWAYS: আগামী ১৫ অক্টোবর থেকে কলকাতা-ব্যাঙ্কক রুটে পরিষেবা চালু হচ্ছে

Main দেশ বিদেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৫, ২০২৩ at ০১:৪৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৫ অক্টোবর: পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর ফের থাই এয়ারওয়েজ 15 অক্টোবর, 2023 থেকে তাদের পরিষেবা ব্যাঙ্কক- কলকাতা রুটে চালু করতে চলেছে। গত মাসেই কলকাতায় ট্রাভেল এজেন্টস অ্যসোসিয়েশন অব ইন্ডিয়া বা টাফি’র মিটিং-এ উপস্থিত এমনই ইঙ্গিত দিয়েছিলেন থাই এয়ারওয়েজের প্রতিনিধি সাজিদ খান। অবশেষে সেটাই বাস্তবায়িত হল।

বলা হয়েছে, থাই এয়ারওয়েজ (টিজি) A-320 বিমান ব্যাবহার করে ব্যাঙ্কক-কলকাতা-ব্যাঙ্কক রুটে পুনরায় কাজ শুরু করতে চলেছে।আগের মতোই প্রতিদিনই কলকাতা-ব্যাঙ্কক রুটে তাদের পরিষেবা চালু রাখবে। এবার উড়ানগুলি শুধুমাত্র 168টি আসন বিশিষ্ট ইকোনমি ক্লাসের একটি একক কেবিন দিয়ে চলবে।

থাই এয়ারওয়েজ সূত্র অনুযায়ী, দুই পর্যায়ে চালু করছে। প্রথম পর্যায়ে 15 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত চলবে। ফ্লাইট নম্বর TG313 রাত 11টা 45 মিনিটে ছেড়ে কলকাতা পৌঁছবে রাত 12টা বেজে 45মিনিটে। আবার TG314 কলকাতা থেকে রাত দু’টো নাগাদ ছেড়ে ব্যাঙ্কক পৌঁছবে ভোর 6টা। আবার দ্বিতীয় পর্যায়ে 29 অক্টোবর থেকে টানা চলবে। এইসময় ব্যাঙ্কক থেকে রাত 11টা 35মিনিটে ছেড়ে কলকাতা এসে পৌঁছবে রাত 12টা 40 মিনিটে।একইভাবে কলকাতা থেকে রাত 1টা 55 মিনিটে ছেরে ব্যাঙ্কক পৌঁছবে ভোর 5টা 55 মিনিটে। ফ্লাইটগুলি শুধুমাত্র 168টি আসন বিশিষ্ট ইকোনমি ক্লাসের একটি একক কেবিন দিয়ে চলবে।

এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে, এর আগে এ বছর কোভিডের পর কল্কাতা-ব্যাঙ্কক রুটে থাই এয়ারওয়েজ তাদের পরিষেবা চালু করে 1 জানুয়ারি, 2023। এরপর তা বন্ধ করে দেওয়া হয় 2মে, 2023। এই সময় চালু করা হয় থাই স্মাইল-এর পরিষেবা। অবশেষে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর থাই এয়ারওয়েজ ফের চালু হতে চলেছে।

Read MoreNews:

কলকাতা বিমানবন্দরে উড়ান পরিচালনার ক্ষমতা প্রতি ঘণ্টায় আরও বাড়তে পারে

আন্তর্জাতিক যে সমস্ত রুটে পুনরায় চলবে থাই এয়ারওয়েজ

সংবাদ প্রভাকর টাইমস-কে এর আগে সাজিদ খান জানিয়েছিলেন- “থাই এয়ারওয়েজের কেন্দ্র স্থল হল ব্যাঙ্কক। তাই সেখান থেকেই সমস্ত আন্তর্জাতিক উড়ান পরিচালিত হয়। আন্তর্জাতিক যেসব রুট এই মুহূর্তে খোলা হয়েছে তা হল- জাপানে ফুকোওকা, নাগোয়া, ওসাকা, স্যাপ্পোরো, টোকিও। দক্ষিণ কোরিয়ায় সিওল।  অস্ট্রেলিয়ায় সিডনি ও মেলবোর্ন। সিডনিতে একটি দৈনিক উড়ান পরিচালিত হচ্ছে এবং  মেলবোর্নে দৈনিক দু’টি উড়ান পরিচালিত হচ্ছে। নর্থ এশিয়ায় হংকং ও তাইপে। সাউদার্ন রোডে থাই এয়ারওয়েজের আছে সিঙ্গাপুর, কুয়ালালামপুর জাকার্তা ও বালি। ইউরোপে এখন সাতটি গন্তব্যে চলছে উড়ান। এগুলি হল- লন্ডন, প্যারিস, মিউনিখ, কোপেনহেগেন, স্টকহোম, জুরিখ, ফ্র্যাঙ্কফুর্ট।“

থাই এয়ারওয়েজ

থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল পাবলিক কোম্পানি লিমিটেড বা টিএইচএআই হিসাবে যারা ট্রেডিং করে। থাই হল- থাইল্যান্ডের একটি ফ্ল্যাগ ক্যারিয়ার বিমান পরিবহন সংস্থা। 1988 সালে গঠিত এই বিমান পরিবহন সংস্থার কর্পোরেট সদর দফতর ভিভাভাদী রাংসিত রোড, চাতুচাক জেলা, ব্যাঙ্কক-এ অবস্থিত। প্রাথমিক ভাবে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা তাদের বিমান পরিষেবা পরিচালনা করে।থাই হল স্টার স্টার অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য। নতুন এয়ারবাস A320 বিমান ব্যবহার করে 2012 সালের মাঝখানে থাই স্মাইল নামে একটি আঞ্চলিক ক্যারিয়ার চালু করে।

Published on: অক্টো ৫, ২০২৩ at ০১:৪৮


শেয়ার করুন