প্রসারভারতীর আকাশবানী কেব্দ্র কলকাতায় ২০২৫ সালের সংকল্পের কথা জানালেন রাজস্থান সরকারের আধিকারিক হিংলাজ দন রতনু
Published on: জানু ৭, ২০২৫ at ১৮:৩৫
এসপিটি নিউজ, কলকাতা, ৭ জানুয়ারি: সম্প্রতি প্রসারভারতীর আকাশবানী কেন্দ্র কলকাতা মহানগরীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। তার নাম দেওয়া হয়েছিল সংকল্প ২০২৫। সেখানে হাজির হয়ে রাজস্থান সরকারের কলকাতা ও উত্তর-পূর্বের ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রতনু জানালেন নতুন বছরে তার সংকল্পের কথা। আসুন জেনে নেওয়া যাক তার মুখ থেকে সেই কথা।
রাজস্থান সরকারের কলকাতায় তথ্য ও জনসংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নু জানান- ২০২৫ সালে আমাদের সংকল্প –রাজস্থানের কৃষ্টি, সংস্কৃতিকে আরও বেশি করে তুলে ধরা। প্রবাসী রাজস্থানীদের মধ্যে উদীয়মান প্রতিভাবান কৃতীদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস আমাদের থাকবে। এই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। মারোয়ারি সম্প্রদায় এই বিষয়ে দাতুনভাবে কাজ করে চলেছে।“
একই সঙ্গে রাজস্থান পর্যটনের প্রসংগ উঠতেই হিংলাজ দন রতনু বলেন- “ আমি আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সকলে রাজস্থান আসুন। রাজস্থানকে আরও বেশি করে জানুন। আরও বেশ করে চিনুন। রাজস্থানের কৃষ্টি-সংস্কৃতি-সাহিত্য-কলার সঙ্গে বেশি করে পরিচিত হন।“
বাঙালিদের সঙ্গে রাজস্থানের গভীর সম্পর্কের কথা তুলে ধরে রাজস্থানের আধিকারিক বলেন- “বাঙালিরা রাজস্থানকে সর্বপ্রথম অগ্রাধিকার দিয়ে থাকে পর্যটনের ক্ষেত্রে। কারণ, বাঙালিরা খুবই সংকৃতিপ্রবণ। তারা ইতিহাস, কলা, সাহিত্য বিষয়ে বেশি সচেতন।“
রাজস্থান ও বাংলা দুই জায়গাতেই রয়েছে ইতিহাস। রাজস্থানে যেমন মহারানা প্রতাপ থেকে একাধিক রাজাদের ইতিহাস জড়িয়ে আছে ঠিক তেমনই এই বাংলার সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দনাথ ঠাকুর, নেতাজী সুভাষ চন্দ্র ঠাকুর থেকে সত্যজিৎ রায়ের নাম। আমি এই বংগভূমিকে সেলাম জানাচ্ছি।
সবশেষে বলি একটা কথা বসুধৈব কুটুম্বকম-আমরা সবাই এক পরিবার।
Published on: জানু ৭, ২০২৫ at ১৮:৩৫