ATSPB-র বসন্ত উৎসবে পৌষালির গানের তালে সুর মিলিয়ে নাচলেন সদস্যরা

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ২২, ২০২৪ at ২৩:২২
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২২ মার্চ:  “আমি শান্তিনিকেতনের মেয়ে। কর্মসূত্রে কলকাতায় থাকি। কিন্তু মন আমার পড়ে থাকে শান্তিনিকেতনে। বসন্ত উৎসব মানেই শান্তিনিকেতন। এই জায়গার সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে। বিশ্বভারতীতে পড়ার সময় এই বসন্ত উৎসবে আমরা নানা রঙ দিয়ে রংগোলি বানাতাম। ফুলের রেণু দিয়ে আলপনা দিতাম। আজও সেই দিনগুলি ভেসে বেড়ায়। এই যে বসন্ত উৎসব আপনারা দেখছেন এ কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথজ ঠাকুর করেননি। করেছিলেন ওনার ছেলে সৌমেন্দ্রনাথ ঠাকুর। তাঁরা পাঁচ বন্ধু মিলে এর আয়োজন করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেইসময় বাইরে ছিলেন। তিনি যখন এই উৎসবের কথা শোনেন। তখন এর নাম দেন- বসন্ত উৎসব। আর ছেলের উদ্দেশ্যে রচনা করেছিলেন –“এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে/ আনন্দবসন্তসমাগমে। “

কলকাতা প্রেস ক্লাবের লনে এটিএসপিবি-র আয়োজনে অনুষ্ঠীত বসন্ত উৎসবের মঞ্চে এভাবেই সমস্ত দর্শক-শ্রোতাদের আকর্ষিত করে নিজের অসাধারণ উপস্থাপনার মাধ্যমে সকলের মন জয় করে নেন বর্তমানের অত্যন্য জনপ্রিয় গায়িকা লোকশিল্পী পৌষালি ব্যানার্জি। কখনও বাউল, কখনও রবীন্দ্র সঙ্গীত আবার কখন বাংলার প্রাচীন লোকগীতি গেয়ে বসন্তের রঙে সকলের মন রাঙিয়ে দিলেন শিল্পী।

তাঁর গানে মোহিত হয়ে দর্শকএর আসনে শ্রোতা হয়ে যান রাজস্থান পর্যটন বিকাশ নগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক ও তথ্য ও জন সংযোগ বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিংলাজ দন রতনু, মধ্যপ্রদেশ ট্যরিজমের অভিজিৎ ধর, ছত্তিশগড় পর্যটনের চিন্ময় দাশগুপ্ত, ত্রিপুরা ট্যুরিজমের অতুল দেব বর্মা, মেঘালয় ট্যুরিজমের সুরজিৎ বসু সহ অনেকেই। একটা সময় তো দেখা গেল এটিএসপিবি-র বর্ষীয়ান কর্তা সমর ঘোষকে ছত্তিশগড় ট্যরিজমের চিন্ময় দাশগুপ্তকে সঙ্গে নিয়ে পা মিলিয়ে নাচতে।

অনুষ্ঠানের মাঝেই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য ও তারক সাহা শিল্পী পৌষালিকে বিশেষ স্মারক দিয়ে সম্মান জানান। তার উত্তরীয় ও ফুলের স্তবক দিয়ে পৌষালিকে সম্বর্ধিত করেন অ্যাসোসিয়েশনের অপর দুই সদস্যা সুনন্দা সরকার ও দীপা দাস।

অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের কলকাতার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জ্যোতির্ময় বিশ্বাস। সঙ্গে ছিলেন ছত্তিশগড় পর্যটনের চিন্ময় দাশগুপ্ত, রাজস্থান পর্যটন বিকাশ নিগমের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রতনু। এছাড়াও ছিলেন সুজারল্যান্ড থেকে আসা এক দম্পতি- উইল্লি এবং বেল্লাজুনিরা।

এরপর স্থানীয় শিল্পী গান গাইলেন। পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে নজর কাড়েন অ্যাসোসিয়েশনের সদস্যা সুনন্দা সরকার। অসাধারণ নৃত্য পরিবেশন করে উপস্থিত সকলের মন জয় করে নেন। শুরুতে নিজের বক্তব্যে পর্যটনের প্রসার এবং বসন্ত উৎসবের তাৎপর্য তুলে ধরেন সংগঠনের সভাপতি সত্যজিৎ মজুমদার। তিনি জানান, আগামী ৭,৮, ৯ জুন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেঙ্গল ট্যুরিজম ফেস্ট-এর আয়োজন করেছে এটিএসপিবি। সেই ঘোষণাও করা হয়ে এদিনের অনুষ্ঠানে।

এদিনের অনুষ্ঠান বিশেষ মাত্রা পায় সুজারল্যান্ড থেকে আসা এক বিদেশি পর্যটক দম্পতির উপস্থিতিতে। উইল্লি এবং বেল্লাজুনিরা এদিনের অনুষ্ঠানে যোগ দিয়ে রীতিমতো অভিভূত হয়ে পড়েন। সংবাদ প্রভাকর টাইমসকে তারা জানান- চার থেকে পাঁচ মাসের জন্য ভারত ভ্রমণ করতে এসেছেন। ইতিমধ্যে তারা মুম্বই, ঔরঙ্গাবাদ, হায়দ্রাবাদ, হাম্পি, বেনারস হয়ে কলকাতায় এসেছেন। এখানে তারা কিছুদিন থেকে এখান থেকে যাবেন নাগাল্যান্ড। দেশে ফিরে যাবেন আগামী জুন মাসে।

মধ্যমণি পৌষালি ব্যানার্জীকে নিয়ে এটিএসপিবি-র সদস্যরা
অতিথিদের সঙ্গে এটিএসপিবি-র কার্যকর্তারা
মঞ্চে গান গাইছেন শিল্পী পৌষালি ব্যানার্জি

পৌষালির গা্নে তাল মিলিয়ে নাচলেন এটিএসপিবি-র শীর্ষ কর্তা সমর ঘোষ এবং ছত্তিশগড় পর্যটনের চিন্ময় দাশগুপ্ত।

Published on: মার্চ ২২, ২০২৪ at ২৩:২২


শেয়ার করুন