শিয়ালদায় ঘোষবাড়ির অন্নপূর্ণা পুজো

Main দেশ ধর্ম রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ৬, ২০২৫ at ১৮:৫৭

এসপিটি নিউজ, কলকাতা, ৬ এপ্রিল: শিয়ালদায় সুরেন্দ্রনাথ কলেজের পাশেই ভ্রমণ শিল্পদ্যোগী সমর ঘোষের বাসভবনে গতকাল হয়ে গেল অন্নপূর্ণা পুজো। বাসভবনটি ঘোষবাড়ি নামেই পরিচিত। এই পুজো ঘিরে পরিবার-পিরিজনদের উপ্সথিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাক-কাসর ঘন্টায় এক আধ্যামতিক পরিবেশ তৈরি হয় পুজোর স্থলে।

সমর ঘোষ বলেন, মায়ের ইচ্ছা অনুযায়ী এই পুজো করা হয়েছে। আমরা সকলেই মায়ের ভক্ত। আজ মা অন্নপূর্ণার আরাধনা করতে পেরে আমরা খুব আনন্দিত। এ বছর থেকেই এই পুজো শুরু হল। ইচ্ছা আছে এই পুজো প্রতি বছর চালিয়ে যাওয়ার।

এদিন অন্নপূর্না পুজোর শেষে আমন্ত্রিতদের ভোগ প্রসাদ বিতরণ করা হয়। বহু মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করেন। মা অন্নপূর্ণার কাছে আমরা সকলের শান্তি প্রার্থণা করেছি। বলেছি- মা,সকলকে ভালো করো। সুস্থ রেখো।

কথিত আছে- “বিবাহের পর কৈলাশে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্যজীবন কাটাচ্ছিলেন। শিব ছিলেন দরিদ্র। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্যকলহ। দারিদ্র্যের কারণে পার্বতীর তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন শিব। কিন্তু কোথাও ভিক্ষে পেলেন না। শেষে ব্যর্থ হয়ে কৈলাশে ফিরে যান। পার্বতীর মায়ায় তিনি যে ভিক্ষে পাচ্ছিলেন না, তা কোনওভাবেই টের পাননি শিব। পরে অবশ্য কৈলাশে ফিরে সঘৃত পালান্ন, পায়েস, পিঠে প্রভৃতি খান। এরপর দেবীর মহিমাবৃদ্ধির জন্য কাশী নির্মাণ করে সেখানে অন্নপূর্ণার মন্দির প্রতিষ্ঠা করেন । চৈত্রমাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন। সেই থেকেই দেবী অন্নপূর্ণার পূজার প্রচলন বাড়ে।

Published on: এপ্রি ৬, ২০২৫ at ১৮:৫৭


শেয়ার করুন