নেপাল পর্যটকদের এক অনন্য গন্তব্যস্থল- নেপালের ভাইস কনসাল

Main দেশ বিদেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: এপ্রি ৬, ২০২৫ at ২১:০৭

Reporter: Aniruddha Pal

এসুপিটি নিউজ, কলকাতা, ৬ এপ্রিল : আজ কলকাতায় নেপাল পর্যটন প্রচার বিষয়ে এক অনুষ্ঠান হয়। কলকাতায় নেপালের  কনস্যুলেট জেনারেল অফিস থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতে বিশেষ করে কলকাতায় নেপালের পর্যটনের প্রচার করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সহ অন্যান্য ট্রাভেল অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ প্রভাকর টাইমস-কে দূরভাসে কলকাতায় নেপালের ভাইস কনসাল সুরেশ রাজ রেগমি জানান, “নেপাল হিমালয়ে ঘেরা এক প্রাকৃতি সৌন্দর্ময় দেশ। পাহাড়, মন্দির আর ঐতিহাসিক স্থাপত্য এনং ধর্মীয় পর্যটনের ক্ষেত্র হিসাবে নেপাল সুপরিচিত। নেপাল পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্যস্থল। ভারত থেকে প্রতি বছর বহু মানুষ নেপাল ভ্রমণ করে থাকেন। এ বছর আশা করছি নেপালে আরও বেশি পর্যটক ভ্রমণ করবেন। “

“নেপাল-ভারত মৈত্রী সম্পর্ক পর্যটনের ক্ষেত্রে উজ্জ্বল হয়েছে। এই মুহূর্তে ভারত থেকে কত পর্যটক নেপাল ভ্রমণ করেছেন তার সঠিক পরিসংখ্যান না থাকলেও তবে এ বছর সংখ্যাটা যে গত বছরের চেয়ে বৃদ্ধি পাবে তা বলা যেতেই পারে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট নেপাল পর্যটনের সেরা আকর্ষণ। পাশাপাশি রয়েছে কাঠমান্ডু শহর, যেখানে রয়েছে বিশ্বখ্যাত পশুপতিনাথ মন্দির, আছে ভগবান বুদ্ধের জন্মস্থান লুম্বিনি এবং বিশ্বখ্যাত মঠগুলির আবাসস্থল, নেপালের তৃতীয় বৃহত্তম প্রদেশ। আছে পোখরা।  এর নির্মল বাতাস, তুষারাবৃত শৃঙ্গের মনোরম পটভূমি, নীল হ্রদ এবং চারপাশের সবুজ পরিবেশ এটিকে ‘হিমালয়ের রত্ন’ করে তুলেছে, যা অসাধারণ প্রাকৃতিক পরিবেশের একটি স্থান। আছে জনকপুর। নেপালের ধানুষ জেলার অন্তর্গত এই স্থান পর্যটকদের কাছে খুবই প্রিয়। প্রায় ১২,০০০ বছর আগে ত্রেতা যুগে জনকপুর ছিল রাজা জনক-এর মিথিলা রাজ্যের রাজধানী। ভগবান রামের সহধর্মিণী জানকী বা সীতার জন্মস্থান জনকপুর দক্ষিণ-মধ্য নেপালের তরাই সমভূমিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় তীর্থস্থান। জনকপুরের প্রধান আকর্ষণ হল সীতাকে উৎসর্গীকৃত জাঁকজমকপূর্ণ মন্দির যা জানকী মন্দির নামে পরিচিত।“ বলেন ভাইস কনসাল সুরেশ রাজ রেগমি।

নেপাল ভ্রমণ খুবই সহজ। ভারতের সঙ্গে এর বিশেষ সম্পর্কের জন্য ভারতীয়দের নেপাল ভ্রমণে কোনও ভিসা লাগে না। এটি ভারতীয় পর্যটকদের জন্য বাড়তি সুবিধা। তাছাড়া নেপালে ভারতের টাকা চলে।

টাফি’র ন্যাশনাল কমিটির মেম্বার অনিল পাঞ্জাবি বলেন- নেপালের পর্যটনের প্রচারের আজ একটি অনুষ্ঠান হয় কলকাতায়। সেখানে নেপালের পর্যটন নিয়ে আলোচনা হয়েছে। কলকাতা-কাঠমান্ডু উড়ান পরিষেবা চালু করছে । এর ফলে যাতায়াত আরও সহজ হয়ে যাবে। নেপাল পর্যটনের প্রচারের জন্য বেশ কিছু কার্যকরী ভূমিকা নিয়েছে। পর্যটকদের জন্য তা খুবই অনুকূল হবে বলে আশা করছি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতায় নেপালের কনসাল জেনারেল ঝক্কা প্রসাদ আচার্য, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সদস্য মানব সোনি সহ বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। ছিলেন বেশ কয়েকজন ট্রাভেল এজেন্ট সহ ট্যুর অপারেটররা।

Published on: এপ্রি ৬, ২০২৫ at ২১:০৭


শেয়ার করুন