সবলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সোনারপুরে শুরু হল সবলা মেলা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা- জয়িতা ব্যানার্জি

Published on: জানু ৩০, ২০১৮ @ ২৩:৫৮

এসপিটি নিউজ,বারুইপুর,৩০ জানুয়ারিঃ জেলার নানা প্রান্তে বহু মজিলা আছেন। যাদের হাতের কাজ দেখার মতো। কিন্তু সেটা সঠিক জায়গায় পৌঁছয় না। দরকার সেই সাহায্য। এতদিন যার খুব অভাব ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় তাদের সেই সঙ্কট কাটতে চলেছে। এখন সবলাদের আর অপেক্ষায় থাকতে হবে না। এজন্য এসে গেছে সবলা মেলা।

সবলাদের পাশে এসে দাঁড়িয়েছে দক্ষিন ২৪ পরগনা জেলা স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি বিভাগ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদ,বারুইপুর মহকুমা প্রশাসন। তাদের উদ্যোগে মঙ্গলবার সোনারপুরের চাঁমারিতে নবম জেলা সবলা মেলার উদ্বোধন হল।

এই মেলার উদ্বোধন করেন খাদ্য প্রক্রিয়াকরন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা ও জেলা পরিষদের সভাধিপতি সামিমা শেখ।মেলা উদ্বোধন করে মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লা বলেন, মহিলাদের স্-নির্ভর করতে না পারলে উন্নয়ন সম্ভব নয়। সবলা মেলার মাধ্যমে মহিলারা স্বাবলম্বী হয়।

এই মেলা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলাতে ১৫০টি স্টল বসেছে,এর মধ্যে ১২৪টি স্ব-নির্ভর গোষ্ঠীর। মেলাতে কন্যাশ্রী,আনন্দধারা-সহ অন্য প্রকল্পর প্রচার করা হবে।

প্রতিদিন সন্ধ্যায় নাম করা সংগীত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে।

Published on: জানু ৩০, ২০১৮ @ ২৩:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 19 = 20