এয়ার আরবিয়ার ২০২৫এ বিমান ভাড়া ১০,৪৩৯ রুপি থেকে শুরু

Main দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৩১, ২০২৪ at ২০:৫৬

এসপিটি নিউজ, কলকাতা, ৩১ ডিসেম্বর: এয়ার আরাবিয়া তাদের যাত্রীদের জন্য নতুন বছরে সুখবর নিয়ে এসেছে। ২০২৫ সালের শুরু থেকেই মোট ১১টি জায়াগায় ভ্রমণের জন্য টিকিটের মূল্য ১০,৪৩৯ রুপি থেকে ধার্য্য করেছে। বুকিং ৫ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে। ভ্রমণের জন্য যাত্রা শুরু হচ্ছে ১ ফেব্রুয়ারি চলবে ৩১ মে ২০২৫ পর্যন্ত।

যে ১১টি জায়গার বিমান ভাড়া ১০, ৪৩৯ রুপি থেকে ধার্য করা হয়েছে তা হল- সৌদি আরব আমিরশাহী, জর্জিয়া, কাজাখিস্তান, নাইরোবি, আর্মেনিয়া, ইজিপ্ট, তুর্কি, গ্রিস, ইতালি, কিরঘিস্তান, অস্ট্রিয়া।

সৌদি আরব আমিরশাহীর ভাড়া ১০,৪৩৯ রুপি। জর্জিয়া ১৫,০৮৯, কাজাখিস্তান ১৫,০৮৯, নাইরোবি ১৫,০৮৯ রুপি। আর্মেনিয়া  ১৮,৫৭৭, ইজিপ্ট ১৯,৭৩৯ , তুর্কি ১৯,৭৩৯ রুপি। গ্রিস, ইতালি ও কিরঘিস্তান  ২২,০৬৪ রুপি।  অস্ট্রিয়া ২৩,২২৭ রুপি।

তবে এয়ার আরাবিয়া কলকাতা থেকে আবুধাবি বিমান পরিষেবা সপ্তাহে তিনদিনই রেখেছে। এর কোনও পরিবর্তন হয়নি। এমনটাই জানিয়েছেন তাদের কলকাতার প্রতিনিধি প্রসেনজিৎ বসু।

Published on: ডিসে ৩১, ২০২৪ at ২০:৫৬


শেয়ার করুন