পাহাড়ি পথে নৈসর্গিক দৃশ্য ক্যামেরাবন্দি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

এসপিটি নিউজ, শিলিগুড়ি, ২২ জানুয়ারি: তিনি শুধু আন্দোলনই করেন না, চার দেওয়ালের মধ্যে থেকে প্রশাসনিক কাজই সামলান না, দলের কর্মীদের নেতৃত্বই দেন না তিনি থাকেন মানুষের মধ্যে মানুষের সঙ্গে। প্রকৃতির সঙ্গেও তাঁর নিবিড় সম্পর্ক। ভালোবাসেন প্রকৃতিকে। ভালোবাসেন পরিবেশকে। তাই যখনই তিনি প্রশাসনিক কাজে কোনও জেলা সফরে যান সেখানকার সুন্দর ছবি কখনও তাঁর ক্যামেরায় বন্দি হয়ে যায়। আবার আপন মনে নিজের তুলির টানে তা ফুটিয়েও তোলেন। তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ও আজ অর্থাৎ মঙ্গল ও বুধবার পর পর দু’দিন তাঁর ক্যামেরায় তোলা পাহাড়ি পথের কিছু নৈসর্গিক দৃশ্যের ছবি আমরা দেখতে পেয়েছি।

কখনও গোধূলিবেলা আবার কখনও কাঞ্চনজঙ্ঘার দৃশ্য

1. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন দার্জিলিং সফর করছেন। আর সেখানেই তিনি কিছু কর্মসূচিতে ব্যস্থ আছেন। আর তারই মাঝে হালকা মেজাজে দেখা গেছে মুখ্যমন্ত্রীকে।গতকাল পাহাড়ি পথে চলার সময় তাঁর ক্যামেরায় বন্দি হয়েছে গোধূলি বেলার এক অসাধারণ মুহূর্তের ছবি। নিজের ফেসবুক পেজে সেই ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন- গোধূলির রঙে রাঙা পাহাড়ের আকাশ। আজ দার্জিলিং যাবার পথে কার্শিয়াঙে, পাহাড় চূড়ায় সূর্যাস্তের শোভা ক্যামেরাবন্দি করলাম।

2. এরপর ফের আজ বুধবার আবারও দেখলাম কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। যা ক্যামেরা বন্দি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন-  আকাশের নীলে কাঞ্চনজঙ্ঘার হাসি।উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে আজ দার্জিলিঙে ক্যামেরাবন্দি করলাম।

ছবিগুলি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

44 − 40 =