ট্রাফিক পুলিশের হাতে এল এই মেশিন, যা তাদের অনেক বেশি সুবিধা দেবে

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল                                                      ছবি-বাপন ঘোষ

Published on: ফেব্রু ১৪, ২০১৯ @ ০৯:৩৯

এসপিটি নিউজ, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারিঃ একদিকে ট্রাফিক পুলিশের কাজে যেমন গতি এল ঠিক তেমনি গাড়ি চালকদেরও সময় কিছুটা বাঁচবে। আর এটা সম্ভব করল অ্যান্ড্রয়েড বেসড ইলেকট্রনিক্স ডিভাইস মেশিন।বুধবার মেদিনীপুর শহরে জেলা পুলিশ সুপার অলক রাজোরিয়া এক ট্রাফিক আইন ভঙ্গকারিকে জরিমানা করে এই ডিভাইস এর সূচনা করেন।

এই ডিভাইস কি এমন সুবিধা দেবে ট্রাফিক পুলিশকে? জানা গেল, এই ডিভাইসের মাধ্যমে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশ এই ডিভাইসের মাধ্যমে ট্রাফিক পুলিশ অনেক দ্রুত ট্রাফিক আইন ভঙ্গকারিকে জরিমানা করতে পারবে। সেই ভঙ্গকারিকে আর জরিমানা দিতে নির্দিষ্ট থানায় কিংবা ট্রাফিক পুলিশের আস্তানায় দৌড়তে হবে না।নিজের কার্ড সোয়াইপ করে তারা জরিমানার টাকা পেমেন্ট করতে পারবে।

জেলা পুলিশ সুপার জানান, পশ্চিম মেদিনীপুর জেলায় এই মুহূর্তে মোট নয়টি ডিভাইস কাজ করবে। পরবর্তী সময়ে সমস্ত ট্রাফিক পয়েন্টে থাকবে এই ডিভাইসের সুবিধা। এর ফলে একদিকে যেমন বাড়বে স্বচ্ছতা তেমনি আজও প্রতি বারই গতি বাড়বে ট্রাফিকের জরিমানা আদায়ের  কাজেও। এই ডিভাইস পেয়ে খুশি ট্রাফিক পুলিশরা।

Published on: ফেব্রু ১৪, ২০১৯ @ ০৯:৩৯

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

34 + = 44