৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ৬৫০০ রাজ্য পুলিশের সুরক্ষা বলয়ে হতে চলেছে উলুবেড়িয়া উপ-নির্বাচন

রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২৮, ২০১৮ @ ১৭:৪৩

এসপিটি নিউজ, উলুবেড়িয়া, ২৮ জানুয়ারিঃ কোনওরকম ফাঁক রাখতে চায় না নির্বাচন কমিশন।তাই পর্যাপ্ত পরিমানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশ বাহিনীকেও। সব মিলিয়ে এক কড়া সুরক্ষা বলয়ের মধ্যে আগামীকাল উলুবেড়িয়া উপ-নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন।কোনওভাবেই যাতে অশান্তি না ছড়ায় সেজন্য প্রশাসনও বেশ সতর্ক। রবিবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত ৭টি বিধানসভার ১২৯১টি ভোটগ্রহণ কেন্দ্রের ১৮১৮টি বুথে ১৫ লাখ ৭৭ হাজার ৩৯৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  কোথাও যাতে কোনও অপ্রিতীকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেকেহে চলেছে প্রশাসনের বিশেষ দল।

আগামীকাল সোমবার নির্বাচন শুরু হতেই শুরু হয়ে যাবে প্রশাসনিক তৎপরতা।একমাত্র নিজের এলাকা ছাড়া কেউ অন্য ভোটগ্রহণ কেন্দ্রে যেতে পারবেন না অন্তত ভোট চলার সময়। অন্যথা হলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। ভোটগ্রহণ পর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৯০৯০ জন ভোট কর্মী ছাড়াও ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৬৫০০ রাজ্য পুলিশ নিয়োগ করা হয়েছে।

উলুবেড়িয়া লোকসভা উপ-নির্বাচনের জন্য রবিবার সকালে থেকেই ভোট কর্মীরা উলুবেড়িয়ার সিআইপিটি কলেজে এবং শ্যামপুরের বেলপুকুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ে উপস্থিত হয়। উলুবেড়িয়ার সিআইপিটি কলেজ থেকে উলুবেড়িযা পূর্ব উত্তর এবং দক্ষিণ ছাড়াও আমতা ও উদয়নারায়নপুরের এবং শ্যামপুরের সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় থেকে শ্যামপুর ও বাগনান কেন্দ্রের ভোট পরিচালনা করা হবে।

এদিন দুপুরের পর থেকেই ভোট কর্মীরা ভোটগ্রহণের জিনিষপত্র নিয়ে ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। গোটা ভোটপর্বকে সুষ্ঠূভাবে সম্পন্ন করতে রবিবার দুপুর থকেই তৎপরতা লক্ষ্য করা গেছে প্রশাসনের মধ্যে।

Published on: জানু ২৮, ২০১৮ @ ১৭:৪৩


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

73 − 72 =