কর্মহীন BOI-র ৪৬০জন অস্থায়ী কর্মী, আন্দোলনে যোগ দিলেন তৃণমূল যুব নেতা -জবাব চাইলেন কর্তৃপক্ষের কাছে

রাজ্য
শেয়ার করুন

15 বছরের চাকরির মেয়াদের আয়ু আর মাত্র ২৬দিন।

ইতিমধ্যে কর্মহীন হয়ে পড়ার চাপ নিতে না পেরে গত পরশু এক অস্থায়ী কর্মী তরুণ পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

 Published on: জুলা ৫, ২০১৯ @ ২১:০৬

এসপিটি নিউজ, কলকাতা, ৫জুলাই:  ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ৪৬০জন অস্থায়ী কর্মী আগামী 31শে জুলাই থেকে কর্মহীন হয়ে পড়তে চলেছেন।ইতিমধ্যে তাদের সেই বরখাস্তের বিজ্ঞপ্তি ধরিয়ে দেওয়া হয়েছে। বলা যেতে পারে, মানসিকভাবে ভাবে এখন থেকেই কর্মহীন হয়ে পড়েছেন তারা। ইতিমধ্যে সেই চাপ নিতে না পেরে গত পরশু এক অস্থায়ী কর্মী তরুণ পোদ্দার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

কর্মহীন হয়ে পড়া অস্থায়ী শ্রমিকরা চাইলেন জবাব

বাকিরাও বেশ আতঙ্কে রয়েছেন। শিশু-স্ত্রী-পরিবার নিয়ে কোথায় যাবে, কি হবে, কিভাবে পেট চলবে-এসব নানা প্রশ্ন এখন তাদের তাড়া করে বেড়াচ্ছে। আর এইসব প্রশ্নের উত্তর জানতে আজ তারা কলকাতায় ব্যাঙ্কের মূল অফিসের সামনে বিক্ষোভ -আন্দোলনে শামিল হয়েছিলেন। যেখানে তাদের পাশে দাঁড়ান প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস সাধারণ সম্পাদক সম্রাট তপাদার।সম্রাটের নেতৃত্বে অস্থায়ী শ্রমিকদের এক প্রতিনিধি দল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জানতে চান এবার তাদের পরিবারগুলির কি হবে?

শৃঙ্খলা ও নিষ্ঠার এ কেমন ‘পুরস্কার’?

15 বছরের চাকরির মেয়াদের আয়ু আর মাত্র ২৬দিন। ইতিমধ্যেই ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রাজ্যের 460 জন অস্থায়ী করমীদের বরখাস্তের বিজ্ঞপ্তি ধরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। যে সমস্ত অস্থায়ী দীর্ঘ 15 বছর ধরে শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে ব্যাঙ্ক ও এটিএম কাউন্টারে নিরাপত্তা ও কেয়ারটেকারের দায়িত্ব পালন করে এসেছেন এবার তাদের চিরদিনের মতো ছুটি করে দেওয়া হচ্ছে।অনেকেই প্রশ্ন তুলেছেন- এই মানুষগুলির এত দিনকার  শৃঙ্খলা ও নিষ্ঠার এ কেমন ‘পুরস্কার’?

BOI ঠিকা শ্রমিক সংগ্রাম কমিটির আন্দোলন

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ কলকাতায় ব্যাঙ্কের মূল অফিসের সামনে বিক্ষোভ আন্দোলন সংঘটিত করলেন কর্মহীন হয়ে পড়া অস্থায়ী শ্রমিকরা। যার নেতৃত্ব দেয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিকা শ্রমিক সংগ্রাম কমিটির সভাপতি শুভদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি এই সমস্ত ঠিকা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবিকে সামনে রেখে বেশ কিছু দিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

প্রদেশ তৃণমূল যুব নেতা সম্রাট তপাদারের তোপ মোদি সরকারের বিরুদ্ধে

আজ এই আন্দোলন নয়া রূপ নেয় প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সম্রাট তপাদার তাদের পাশে এসে দাঁড়ানোয়। সম্রাটের নেতৃত্বে আন্দোলনকারী শ্রমিকদের এক প্রতিনিধি দল ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি জমা দেন। তৃণমূল যুব নেতা সম্রাট তপাদার ক্ষোভের সঙ্গে বলেন-“15 বছর চাকরি করার পর যে ভাবে বিজেপির নেতৃত্বে মোদি সরকার শ্রমিকদের পেটে লাথি মারলো তা মেনে নেওয়া যায় না। তাই আমরা সর্বোচ্চ শক্তি নিয়ে এই সংগঠনের পাশে দাঁড়াচ্ছি। কেন্দ্রীয় সরকার শুধু ব্যাঙ্ক অব ইন্ডিয়ার কর্মীদের নয় সব ধরনের অস্থায়ী কর্মীদের ছাঁটাই করার যে প্রবণতা নিয়েছে তা খুবই দুর্বিসহ হয়ে উঠেছে। এর বিরুদ্ধে আর সময় নষ্ট না করে রাস্তায় নেমে এই আন্দোলনকে আরও সুসংগঠিত করতে হবে।”

Published on: জুলা ৫, ২০১৯ @ ২১:০৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + = 13