বারুইপুরে মাত্র ৩০ টাকা্য রোগীর পরিজনদের জন্য রাত্রিনিবাস গড়ে দিল বারুইপুর পুরসভা

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-সত্যজিৎ ব্যানার্জি

Published on: জানু ২৮, ২০১৮ @ ২০:১২

এসপিটি নিউজ,বারুইপুর,২৮ জানুয়ারিঃ  মাত্র আট মাসের ব্যবধানে চালু হয়ে গেল বারুইপুর মহকুমা হাসপাতালে রোগীর পরিজনদের জন্য রাত্রিনিবাস। মাত্র ৩০ টাকার বিনিময়ে রোগীর বাড়ির লোকজন রাতটুকু কাটাতে পারবেন। এই সুযোগ করে দিয়েছে বারুইপুর পুরসভা। জানান পুরপ্রধান শক্তি রায়চৌধুরি। উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত,২০১৭ সালের ১৩ জুন এই রাত্রিনিবাসের উদ্বোধন করেছিলেন আবাসন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। তারপর পরিকাঠামোর কিছু সমস্যার জন্য এই রাত্রিনিবাস চালু করা যায়নি বলে জানিয়েছিলেন পুরপ্রধান।  এই অনুষ্ঠানে ন্যান্যদের মধ্যে ছিলেন বারুইপুর হাসপাতালের সুপার জয়া ব্যানার্জি, সহকারি সুপার শ্যামল চক্রবর্তী সহ ১৫,১৬,৮ ও ১২ নম্বর ওয়ার্ডের পুরপিতারা। তিনতলার এই রাত্রিনিবাসে মোট ৬৪টি শয্যা থাকবে। ছেলে–মেয়েদের জন্য থাকছে আলাদা ব্যবস্থা।

রবিবার ৩২ শয্যা দিয়ে চালু হয়ে গেল এই রাত্রিনিবাস।যার মধ্যে প্রথম পর্যায়ে ছেলে ও মেয়েদের জন্য ১৬টি করে বরাদ্দ করা হয়েছে। ক্যান্টিন চালু হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে। প্রয়াত বিধায়ক অরূপ ভদ্রের নামে এই রাত্রি নিবাসের নামকরন করা হবে বলে জানানো হয়েছে। পরিচালনায় থাকছে বারুইপুর পুরসভা।

রাত্রি নিবাসের নিরাপত্তা ব্যবস্থার জন্য থাকবে সিসিটিভি ও মহিলা-ছেলে নিরাপত্তা কর্মী। এদিন সূচনা করে অধক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায় জানান, চিকিৎসকরা অহেতু রোগী রেফার করবেন না। নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এর জন্য যদি বেশি সময় হাসপাতালে থাকতে হয় থাকবেন। দেখবেন রাস্তায় যেন রোগী মারা না যায়।

Published on: জানু ২৮, ২০১৮ @ ২০:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

59 − 50 =