দাঁতনের বিধায়ককে প্রাণণাশের হুমকি-অভিযোগ অস্বীকার বিজেপির

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ২২:৫৯

এসপিটি নিউজ, দাঁতন, ১৫ সেপ্টেম্বরঃ কৃষকদের ক্ষতিপূরণের ফর্ম বিলি নিয়ে অশান্তির শুরু। আর তা নিয়েই তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপির কর্মীদের মারামারি। আর তার জেরেই দাওতনে উত্তেজনা ছড়াল। খোদ তৃণমূল কংগ্রসের বিধায়ক বিক্রম প্রধান অভিযোগ আনলেন বিজেপির বিরুদ্ধে -তাঁকে বিজেপির কর্মীরা প্রাণনাশের হুমকি দিয়েছে। থানায় তা নিয়ে অভিযোগও জানালেন বিধায়ক। যদিও বিজেপির পক্ষ থকে জানানো হয়েছে-এসব একেবারে মিথ্যা। তৃণমূল বিধায়ক তাদের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে।

জানা গেছে, এদিন দাঁতন-১ ব্লকের ২নম্বর তররুই গ্রাম পঞ্চায়েতের কার্যালয় পালষন্ডপুর গ্রামে চাষের ক্ষতিপূরণের জন্য কৃষকদের ফর্ম বিলির কাজ শুরু হয়। কৃষি দফতর থেকে বলা হয় এরপর যখন যে ব্লকে ফর্ম বিলি করা হবে তখন সেখানে মাইকে ঘোষণা করা হবে। এরই মধ্যে বিজেপির কর্মীরা পালষন্ডপুর গ্রামের অফিসে গিয়ে তররুই মৌজার ফর্ম কেন বিলি করা হবে না তা নিয়ে হইচই শুরু করে বলে অভিযোগ। এইসময় তাদের তৃণমূল কর্মীরা সেখান থেকে বের করে দেয়।

এরপর বিজেপির কর্মীরা তররুই গ্রামে ফিরে গিয়ে তৃণমূল কর্মীদের মাটিতে ফেলে বেধরড়ক মারধর শুরু করে। তাদের মধ্যে চারজনকে পুলিশ গিয়ে উদ্ধার করে।ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ মোতায়েন করা হয়। এরই মধ্যে আবার দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির কর্মীদের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন-তাঁকে বিজেপি কর্মীরা এদিন প্রকাশ্যে মিছিল করে প্রাণণাশের হুমকি দিয়েছে।তিনি বলেন, আতঙ্কে থাকলেও আমি তো চুপ করে বসে থাকতে পারি না। আমি বিজেপির নোংরা রাজনীতির নিন্দা করছি।

বিজেপির জেলা সভাপতি শমিত কুমার দাস জানান, তৃণমূল বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। বিজেপির কেউ বিধায়ক বিক্রম প্রধানকে প্রাণণাশের হুমকি দেয়নি।

Published on: সেপ্টে ১৫, ২০১৮ @ ২২:৫৯


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 3 = 7