২৪ ঘণ্টায় সিদ্ধান্ত বদলঃ মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না মমতা

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

মমতা বলেন-“আমি দুঃখিত, নরেন্দ্র মোদিজি আমি এই অনুষ্ঠানে হাজির থাকতে পারছি না। গণতন্ত্রের উদযাপনে পালিত এই অনুষ্ঠানের একটা সম্ভ্রম রয়েছে। একটি দল এই অনুষ্ঠানকে ব্যবহার করেছে ‘রাজনৈতিক পয়েন্ট’ তোলার কাজে।”

Published on: মে ২৯, ২০১৯ @ ২২:১২

এসপিটি নিউজ, কলকাতা, ২৯ মে: একটি খবর এবং সংবাদ মাধ্যমে বিজেপির বিবৃতির পরই সিদ্ধান্ত বদলে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি সাংবিধানিক অনুষ্ঠানকে একটি দল যেভাবে রাজনৈতিকভাবে ব্যবহার করার সুযোগ নিয়েছে সেখানে উপস্থিত থাকা তাঁর পক্ষে সম্ভব নয় বলে বিবৃতি দিয়ে জানিয়ে দেন তিনি।

মমতা ট্যুইটে যা লিখেছেন

ট্যুইট করে মমতা লেখেন-“অভিনন্দন, নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি। ‘সাংবিধানিক আমন্ত্রণ’ আমি গ্রহণ করেছিলাম এবং শপথ-অনুষ্ঠানে যাব বলে ঠিক করেছিলাম। যদিও গত এক ঘণ্টায় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে দেখলাম যে বনিজেপি দাবি করেছে বাংলায় ৫৪জন রাজনৈতিক হিংসার বলি হয়েছে।এটা সম্পূর্ণ অসত্য।এখানে কোনও রাজনৈতিক হত্যার ঘটনা ঘটেনি। এগুলি ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক কলহ কিংবা অন্যান্য বিবাদের কারণে ঘটেছে। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। আমাদের কাছে তেমন কোনও তথ্য নেই। তাই আমি দুঃখিত, নরেন্দ্র মোদিজি আমি এই অনুষ্ঠানে হাজির থাকতে পারছি না। গণতন্ত্রের উদযাপনে পালিত এই অনুষ্ঠানের একটা সম্ভ্রম রয়েছে। একটি দল এই অনুষ্ঠানকে ব্যবহার করেছে ‘রাজনৈতিক পয়েন্ট’ তোলার কাজে।”

সবশেষে তিনি লিখেছেন- “দয়া করে আমাকে মাফ করবেন।”

গতকাল যা বলেছিলেন

গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লিতে যাবেন। তিনি বলেছিলেন-“গণতান্ত্রিক আনুষ্ঠানিকতা ও সাংবিধানিক সৌজন্যবোধের পরিচয় রাখতেই শপথ অনুষ্ঠানে তিনি হাজির থাকতে চান। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি চেষ্টা করবেন সেখানে হাজির থাকতে।

“বাংলায় ৫৪জনের রাজনৈতিক হত্যা হয়নি-সম্পূর্ণ অসত্য’- মমতা

কিন্তু আজ সকাল থেকে সংবাদ মাধ্যমে বিজেপি দাবি করে যে বাংলায় রাজনৈতিক হিংসার বলি হওয়া ৫৪জন ‘শহীদ’-এর পরিবারকে প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। এই সংবাদ দেখার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। কারণ, এইসব পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে হাজির করে সংবাদ মাধ্যমের নজর সেদিকে ঘুরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। আর সেখানে যদি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে সেসময় মমত বন্দ্যোপাধ্যায় হাজির থাকেন তাহলে সেটা তাঁর বিড়ম্বনা বাড়াবে। যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ অস্বস্তিকর হবে। এই সব কথা ভেবে তিনি এক ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানোর পাশপাশি নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরে শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নেন।

Published on: মে ২৯, ২০১৯ @ ২২:১২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 12 = 13