বিজেপির অপারেশন বাংলাঃ অনুব্রতের গড়েও ভাঙন, পদ্ম শিবিরে লাভপুরের তৃণমূল বিধায়ক সহ ৪ নেতা

দেশ রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

  • বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের খুব কাছের বিধায়ক ছিলেন লাভপুরের মণিরুল ইসলাম।
  • মুকুল রায়ের দাবি- “সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক বিধায়ক এবার যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদির উন্নয়নের যজ্ঞে।”  

Published on: মে ২৯, ২০১৯ @ ১৭:৫৮

এসপিটি নিউজ, নয়া দিল্লি, ২৯ মে: গতকাল ছিল উত্তর ২৪ পরগনা। আজ বীরভূম। অনুব্রত মন্ডলের সাংগঠনিক জেলা। আজও যথারীতি বিজেপি দিল্লিতে তাদের দিলীয় সদর কার্যালয়ে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস বিধায়ক মণিরুল ইসলামকে নিয়ে এসে যোগদান করাল। বিজেপি নেতা মুকুল রায় দাবি করলেন-‘ এবার আপনারা দেখতে পাবেন আরও বেশ কয়েকজন সংখ্যালঘু বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন।’

অনুপমের চমক বার্তা কি এটাই ছিল!

গতকাল সোশ্যাল মিডিয়াতে মুনমুন সেন ও তাঁর কন্যা রিয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা বলেছিলেন- তৃণমূলের জন্য চমক অপেক্ষা করছে। এটাই কি তবে সেই চমক! প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। আজ এই যোগদান পর্বের অনুষ্ঠানে মঞ্চে কিন্তু অনুপম হাজরাও উপ্সথিত ছিলেন। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন- এই দল ভাঙানোর খেলায় এই সদ্য দলত্যাগী প্রাক্তন তৃণমূল সাংসদের হাত নেই তো!

পার্থর বিবৃতিকে ভুল প্রমাণিত করলেন তৃণমূলের এই বিধায়করা

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডলের খুব কাছের বিধায়ক ছিলেন লাভপুরের মণিরুল ইসলাম। একই সঙ্গে তাঁকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিভাগের চেয়ারম্যান করেছিলেন। সেই মণিরুল ইসলাম যে এভাবে মমতাকে ছেড়ে বিজেপিতে যোগ দেবেন এ বোধ হয় তৃণমূলের কেউই ভাবেননি। যেখানে গত ২৪শে মে এক সাংবাদিক সম্মেলন করে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন- একজনও বিধায়ক বিজেপিতে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে তৃণমূলের একজন বিধায়কও বিজেপিতে যোগ দেবেন না। অথচ কার্যত দেখা গেল এর উল্টো ছবি।

সেই ঘোষণার চার থেকে পাঁচ দিনের মাথায় তৃণমূল কংগ্রেস ছাড়ার হিড়িক পড়ে গেল দলীয় বিধায়কদের মধ্যে। দু’দিনে রাজ্যের চারজন বিধায়ক বিজেপিতে জার্সি বদল করে চলে গেলেন। যার মধ্যে তৃণমূলেরই রয়েছেন তিনজন। এমনকী উত্তর ২৪ পরগনা জেলার চার পুরসভা ভাটপাড়া, নৈহাটি, হালিসহর ও কাঁচরাপাড়াতে রীতিমতো ধস নামিয়ে তৃণমূলের কাউন্সিলররা বিজেপিতে যোগ দিয়েছেন।

কড়া চ্যালেঞ্জ অনুব্রতকে

আজ তো বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক সহ বেশ কয়েকজন সাংগঠনিক স্তরের নেতাকে নিজেদের দিকে টেনে নিয়ে অনুব্রত মন্ডলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিল পদ্ম শিবির। শুধু মণিরুল ইসলামই জয় বিজেপিতে যোগ দিলেন আর এক তৃণমূল নেতা মহম্মদ আসিফ ইকবাল, যুব তৃণমূলের নেতা নির্মল দাস এবং নানুরের প্রাক্তন কংগ্রেস বিধায়ক গদাধর হাজরা।

মুকুলের দাবি

মুকুল রায় দাবি করেছেন- ” আজ একটা ছোট্ট নমুনা পেশ হয়েছে। আগামিকাল থেকে দেখতে থাকবেন আরও অনেক বড় ছবি। সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক বিধায়ক এবার যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদির উন্নয়নের যজ্ঞে।”

Published on: মে ২৯, ২০১৯ @ ১৭:৫৮

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

30 − = 22