আগেও রুখেছি সিপিএমের হার্মাদদের অত্যাচার, এবারেও রুখব-চ্যালেঞ্জ শুভেন্দুর

Main রাজ্য লোকসভা ভোট 2019
শেয়ার করুন

নতুন বোতলে পুরনো মাল, লাল জামা খুলে গেরুয়া জামা পরে তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আমরা ১১ সালের আগেও সিপিএমের হার্মাদদের হামলা রুখে দিয়েছি এবারেও তার ব্যতিক্রম হবে না।”-শুভেন্দু অধিকারী

সংবাদদাতা-বাপ্পা মন্ডল

ছবি-বাপন ঘোষ

Published on: মে ২৯, ২০১৯ @ ২৩:৫৪

এসপিটি নিউজ, মেদিনীপুর, ২৯মে: দলনেত্রীর নির্দেশ পেয়েই এলাকায় বিজেপির দখল হয়ে যাওয়া দলীয় পার্টি অফিস পুনরুদ্ধারে নেমে পড়লেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর লোকসভা আসনটি এবার তৃণমূলের হাতছাড়া হতেই কর্মী-সমর্থকরা বিজেপির আক্রমণের শিকার হচ্ছে। এই অভিযোগ পেতেই বুধবার শুভেন্দু শালবনী থেকে মন্ডলকুপি পর্যন্ত পদযাত্রা করেন। আর তখনই শুভেন্দু বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন-“২০১১ সালের আগেও আমরা সিপিএমের হার্মাদদের অত্যাচার রুখে দিয়েছিলাম। এবারেও রুখে দেব।”

তবে এই হামলায় সিপিএম সরাসরি যুক্ত না থাকলেও তারা যে জার্সি বদল করে বিজেপির ঝান্ডা হাতে এইসব হামলা চালাচ্ছে সেকথা বলতেও দ্বিধা করেননি রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন-“এই এলাকায় সিপিএম কিভাবে দখলদারির রাজনীতি করেছে তা সকলেই জানেন।আসলে এ হল নতুন বোতলে পুরনো মাল, লাল জামা খুলে গেরুয়া জামা পরে তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আমরা ১১ সালের আগেও সিপিএমের হার্মাদদের হামলা রুখে দিয়েছি এবারেও তার ব্যতিক্রম হবে না।”

শুভেন্দু অভিযোগ করেন-“গণতন্ত্রে হার-জিত আছে। বিজয় মিছিলের নাম করে রাজ্য জুড়ে যে সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটার আমরা বিরোধিতা করছি। সিপিএমের নেতারা বিজেপিকে জিতিয়েছে। বিজেপি সিপিএমের নেতাদের সঙ্গে নিয়ে আমাদের তৃণমূল কর্মী-সমর্থকদের উপর হামলা চালাচ্ছে।”

এরপর শুভেন্দু আক্রান্ত তৃণমূল কর্মীদের এলাকার তালিকা তুলে ধরেন। বলেন- “আজকের এই মিছিলে আসার জন্য বিজেপি চকতারিনীতে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে।আমরা এর প্রতিরোধ করছি। বালিজুড়িতে ১৬টি আদিবাসী পরবিবারের উপর হামলা হয়েছে। রাঙ্গামাটি গুয়াদাহ এলাকায় আমাদের কর্মীদের উপর বিজেপির লোকজন হামলা চালিয়েছে। মন্ডল্কুপিতে তৃণমূলের তৃণমূলের যুব সভাপতির বাড়িতে হামলা চালিয়েছে। এখানে বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা ওই যুব সভাপতির ৯০ বছরের বৃদ্ধার উপর হামলা চালানো হয়।

Published on: মে ২৯, ২০১৯ @ ২৩:৫৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =