২০২১-এ বাংলায় ক্ষমতায় এসে হবে পার্শ্ব-শিক্ষকদের সমস্যার সমাধান, এখন গড়তে হবে “নতুন ভারত” -বর্ধমানে প্রকাশ জাভদেকর

রাজ্য
শেয়ার করুন

Published on: মার্চ ৬, ২০১৯ @ ১২:০৭

এসপিটি নিউজ, বর্ধমান, ৬ মার্চঃ পশ্চিমবঙ্গে পার্শ্ব-শিক্ষকদের বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের সমস্যা অব্যাহত। বারে বারে রাজ্য সরকারের কাছে স্মারকলিপি দিয়েও হয়নি সমস্যার সুরাহা। তাই বাধ্য হয়ে পার্শ্ব-শিক্ষকদের একটা বড় অংশ বিজেপির ছত্রছায়ায় থেকে এই সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।তারই অঙ্গ হিসেবে গত সোমবার রাজ্যের বিজেপির পার্শ্ব-শিক্ষক মঞ্চের এক্সিকিউটিভ কমিটির সদস্য শ্যামল কুমার চৌধুরী ও তনুশ্রী সাহা, আহ্বায়ক প্রদীপ ঘোষ প্রমুখের নেতৃত্বে এক প্রতিনিধি দল বর্ধমানের টাউন হলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভদেকরের হাতে এক স্মারকলিপি তুলে দেন।

মোদিজি NEW INDIA গড়ার সঙ্কল্প নিয়েছে

যা হবে-

  • জঙ্গিমুক্ত ভারত।
  • গরিব মুক্ত ভারত।
  • গান্ধিজি মুক্ত ভারত।
  • জাতিবাদ মুক্ত ভারত।
  • সাম্রদায়িকতা মুক্ত ভারত।

মন্ত্রী নিজের বক্তব্যে রাজ্যের পার্শ্ব-শিক্ষকদের বঞ্চনার প্রসঙ্গ তুলে বলেন-

১)“অন্য সব রাজ্য যখন পার্শ্ব-শিক্ষকদের সঠিক বেতন দিচ্ছে তখন এখানে তা হচ্ছে না। বিজেপি এ সম্পর্কে সবটাই জানে। এটা কেন্দ্রের হাতে নেই।তাই এজন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ২০২১ সালে বিধানসভা ভোটে বাংলায় বিজেপি ক্ষমতায় এসে এর সমাধান করবেই। এখন তো সামনে শুধুই লোকসভা ভোট। যেখানে মোদিজি দেশে এক মজবুত সরকার গঠন করার ব্রত নিয়েছেন। নাম দিয়েছেন NEW INDIA । এই নয়া ভারত চায় জঙ্গিমুক্ত ভারত। গরিব মুক্ত ভারত। গান্ধিজি মুক্ত ভারত। জাতিবাদ মুক্ত ভারত। সাম্রদায়িকতা মুক্ত ভারত। এক সুন্দর ভারত- যা সকলকে খুশি করবে। মমতাজি আপনি যতই অপবাদ দিন, যতই দোষারোপ করুন, যতই পাথর ছুঁড়ুন কিন্তু আমাদের কর্মকর্তারা দেশভক্তির প্রেরণায় উদ্বুদ্ধ।তারা সামনে দাঁড়িয়ে থাকবে। লোকসভায় ২০ থেকে ৩০টিরও বেশি আসনে জিতবে বিজেপি।”

২) “এবারের নির্বাচনে দেশে কেমন সরকার দরকার। ‘মজবুত’ সরকার চাই না কি ‘মজবুর’ সরকার চাই?আমরা চাই মজবুত সরকার আসুক তাহলেই দেশের সুনাম বৃদ্ধি পাবে। আমি অনেক দেশে গেছি সেখানে গিয়ে সেই দেশের মন্ত্রীরা জানতে চেয়েছেন আপনি বলুন তো আমাদের দেশে আমাদের নেতা-মন্ত্রীরা যত না সভা করেন তার চেয়ে অনেক বেশি সভা আপনার দেশের নেতা আমাদের দেশে এসে করে যান এর প্রকৃত রহস্য কি? আসলে দেশের একজন নয়া নেতা মিলেছে। যা অনেক ভাগ্য করলে মেলে। আর তাই আজ পুরো দেশে একটাই আওয়াজ- কে হবেন প্রধানমন্ত্রী? মোদি-মোদি-মোদি।গরিব কিংবা মধ্যবিত্ত কিংবা ব্যবসায়ী সকলে একটা বিষয়ে কাজ করে চলেছেন যে ভোটে জিতে এক মজবুত সরকার তৈরি হোক আর সেটা দিতে পারে একমাত্র বিজেপি।”

৩) “এখানে প্যারা-টিচার আছে তাদের কম টাকায় কাজ করানো হয়। আমরা তো বলি এক শিক্ষককে ১৫-২০-২৫ হাজার টাকা আলাদা আলাদা শ্রেণিতে দেওয়া হয়। সব রাজ্যেই এটা দেওয়া হয়। কিন্তু এই রাজ্য সরকারের আমলে এখানে তা হয় না। এখন তো লোকসভার ভোটের প্রস্তুতি চলছে। এ তো কেন্দ্রের হাতে নেই । দেশে মজবুত সরকার দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। তিনি তো দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য লড়ছেন। সবার জন্য তিনি লড়ছেন। আয় বাড়ানোর জন্য করছেন। কিন্তু শিক্ষকদের মতো বাকি সমস্যা সব স্থানীয় সমস্যা। আর তার জন্য ২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হবে।তখন এই সব সমস্যার সমাধান হবে।”

কি বলছেন পার্শ্ব-শিক্ষকরা

১) ২০১৮ সালের ১৯শে অক্টোবর বিজেপি পার্শ্ব শিক্ষক মঞ্চের প্রতিনিধিরা সমগ্র P. T সমাজের দীর্ঘদিনের পেশাগত বঞ্চনার প্রতিবাদ ও আলোচনার জন্য MHRD – তে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভদেকরের কাছে দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দিয়েছিলেন। সেদিন  তিনি পশ্চিমবঙ্গ সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ ও নির্দেশ প্রেরণ-এর আশ্বাসও দেন।ঙ্কিন্তু তাতেও কাজ হয়নি।

২) গত সোমবার ফের তারা বর্ধমানের টাউন হলে এক সভায় বিজেপি পার্শ্ব শিক্ষক মঞ্চের এক্সিকিউটিভ কমিটির প্রতিনিধিরা কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভদেকরের হাতে স্মারকলিপি তুলে দেন। সেখানে তারা রাজ্য সরকারের পার্শ্ব শিক্ষকদের প্রতি উদাসীনতা ও কেন্দ্রীয় সরকার দ্বারা প্রেরিত অর্থের ও অনেক কম বেতন মানে কর্মরত রাজ্যের পার্শ্ব-শিক্ষকদের নৈতিক অধিকার হনণের অপচেষ্টা এর অভিযোগ জানান।

Published on: মার্চ ৬, ২০১৯ @ ১২:০৭

 

 

 

 

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 + = 29