দেশের সুরক্ষায় নিয়োজিত সেনাদের সঙ্গে দেখা করে উৎসাহ দিয়ে এলেন সেনা কর্তা

Main দেশ
শেয়ার করুন

Published on: মার্চ ৫, ২০১৯ @ ২৩:৩২

এসপিটি নিউজ, শ্রীনগর, ৫ মার্চঃ পুলওয়ামা হামলার পর থেকে গোটা দেশে সেনা-জওয়ানদের প্রতি দেশবাসীর আস্থা আরও বেড়ে গেছে। তাদের আত্মত্যাগ দেশবাসী মাথা নত করে কুর্নিশ জানিয়ে চলেছে। আজ দেশের এক প্রান্তে সুরক্ষার দায়িত্বে থাকা এমনই এক দল জওয়ানদের উৎসাহ দিয়ে গেলেন কম্যান্ডার-ইন-চিফ, নর্দান কম্যান্ড লেফটেন্যান্ট জেনারেল রনবীর সিং।

তিনি দেখা করেন চিনার কর্পসের কম্যান্ডার, লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ধীলনের সঙ্গে।সেনা কর্তা রনবীর সিং পৌঁছন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা এবং বারামুলা জেলায়। যেখানে প্রচন্ড ঠান্ডার মধ্যে রাতদিন দাঁড়িয়ে প্রাণের মায়া ত্যাগ করে দেশের সেবা করে চলেছেন।

প্রতি মুহূর্তে পাকিস্তানের দিক থেকে ধেয়ে আসা কখনো জঙ্গি কিংবা সেদেশের সেনার তরফ থেকে গুলি-লঞ্চার থেকে নানা ধরনের শক্তিশালী অস্ত্রের জবাব দেওয়ার জন্য সজাগ রয়েছেন এই সেনা-জওয়ানরা।

ভারত মাতার এই বীর সন্তানদের আবারও জানাই স্যালুট। সকলে প্রার্থণা করুন তারা যেন আমাদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি নিজেরাও সুরক্ষিত থাকেন। জয় হিন্দ।

Published on: মার্চ ৫, ২০১৯ @ ২৩:৩২


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

+ 42 = 45