শিলাবতী ও বুড়িগাং নদীর জলে প্লাবিত দাসপুরের বিস্তীর্ণ এলাকা, পানীয় জল আনতে ভরসা কলা গাছের ভেলা

Main রাজ্য
শেয়ার করুন

Reporter: Biswajit Pande

Published on: আগ ২৬, ২০২০ @ ২০:০৪

এসপিটি নিউজ, দাসপুর, ২৬ আগস্ট:  টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের দাসপুর এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজনগর এলাকায় শিলাবতী নদীর পাড় ভেঙে যেমন বহু গ্রাম প্লাবিত হয়েছে ঠিক তেমনই শিলালাবতীর শাখানদী বুড়িগাং-এর বাঁধ ভেঙেও গ্রামের পর গ্রাম জলে ভাসছে। এই পরিস্থিতিতে মানুষজনের জন্য নৌকোই ভরসা। স্থানীয় মানুষ কলা গাছের ভেলায় চেপেই কোমর সমান জল পেরিয়ে দূর থেকে আনছে পানীয় জল।

জানা গিয়েছে, রাজনগরে শিলাবতী নদীর পাড় ভেঙে একাধিক গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষজন বাড়ি থেকে বের হতে পারছেন না। চারিদিকে শুধুই জল আর জল। সবই ভাসছে। নৌকা থাকলেও তা পর্যাপ্ত নয়। ফলে পানীয় জলের ব্যবস্থা করতে বাসিন্দারা নিজেরাই কলা গাছের ভেলায় চেপে জল ডিঙিয়েই পানীয় জলের ব্যবস্থা করছেন।

বুধবার ঘাটালের বিধায়ক শঙ্কর দলুই নৌকোয় করে জলবন্দি এলাকা পরিদর্শন করেন। এলাকা পরিদর্শনের পর তিনি বলেন- “এর থেকে ভয়ানক বন্যা পরিস্থিতির মোকাবিলা করেছে এই এলাকার মানুষ।ফিবছর মানুষকে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে, তবে রাজ্য সরকারের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করা হচ্ছে।”

আর একদিকে শিলাবতীর শাখা বুড়িগাং নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে দুবরাজপুর, চণ্ডীপুর, হরিরাজপুর, সিংহাঘাই সহ কয়েকটি গ্রাম। বৃষ্টির তীব্রতা যেভাবে বাড়ছে তাতে স্থানীয় বাসিন্দারা সামনের দিনগুলিতে আরও বেশি সমস্যায় পড়ার আশঙ্কা করছেন। দাসপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে- তারা এলাকার দুর্গত মানুষদের  জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বাসিন্দাদের যাতায়াতের জন্য নৌকো নামানো হয়েছে। যাদের ঘরবাড়ির ক্ষতি হয়েছে তাদেরকে ত্রিপল দেওয়ার পাশাপাশি শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।

Published on: আগ ২৬, ২০২০ @ ২০:০৪


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

26 − 21 =