২০১৮ ফিফা বিশ্বকাপঃ সামারায় আজ মুখোমুখি ব্রাজিল-মেক্সিকো

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুলা ২, ২০১৮ @ ১৬:১০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ ইতিমধ্যে শেষ ১৬-র চারটি ম্যাচ সমাপ্ত হয়েছে। চারটি দল জয়ী হয়েছে। এরমধ্যে জার্মানি আগেই বিদায় নিয়েছিল। এবার আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন ও ডেনমার্ক বিদায় নিয়েছে। ফলে নির্ধারিত হয়ে গেছে প্রথম দু’টি কোয়ার্টার ফাইনালে খেলবে কোন চারটি দল। আজ আর কাল হতে চলেছে আরও চারটি ম্যাচ। যেখান থেকে নির্ধারিত হয়ে যাবে কোয়ার্টার ফাইনালের বাকি চারটি দল। আসুন তাহলে দেখে নেওয়া যাক এই ম্যাচের নানা খুঁটিনাটি দিক।

কোথায় হবে এই ম্যাচ

রাশিয়ার সামারার কসমস এরিনায় হতে চলেছে ব্রাজিল-মেক্সিকো ম্যাচ। এই স্টেডিয়ামে আসন সংখ্যা ৪৫ হাজার। এখানে বিশ্বকাপের মোট ছ’টি ম্যাচ হওয়ার কথা। ইতিমধ্যে গ্রুপের চারটি ম্যাচ হয়ে গেছে। বাকি আজকের ম্যাচ নিয়ে দু’টি। এরপর আছে কোয়ার্টার ফাইনাল ম্যাচ।

ম্যাচ পরিচালনায় থাকছে

আজকের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ইতালির রেফারি রস্যি জিয়ানলুকা। তাঁকে সহযোগিতা করবেন স্বদেশীয় দুই রেফারি যথাক্রমে দি লিবারেতোর ইলিনিতো ও তোনোলিনি মাওরো। চতুর্থ রেফারি থাকছেন স্পেনের ম্যাতিউ অ্যান্তোনিও। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকছেন ইতালির ইর‍্যাতি ম্যাস্যিমিলানো। সঙ্গে থাকছেন চিলিরে অ্যাস্ত্রোজা কার্লোস, পোল্যান্ডের গিল পাওয়েল। থাকছেন অরস্যাতো ড্যানিয়েলে।

পরিসংখ্যান বলছে

এর আগে বিশ্বকাপে তিনবার মেক্সিকোর মুখোমুখি হয়েছে ব্রাজিল। তিনবারই তারা জিতেছে। মেক্সিকোর গোলে ১১ গোল ঢুকিয়েছে। একটি গোলও খায়নি ব্রাজিল।

সম্ভাব্য একাদশ- ব্রাজিল

অ্যালিস্যন (জার্সি-১), ফাগনার(জার্সি-২২), থিয়েগো সিলভা(জার্সি-২), মিরানদা(জার্সি-৩), ফিলিপ লুইস(জার্সি-৬), ক্যাসিমারো(জার্সি-৫), পাওলিনহো(জার্সি-১৫), উইলিয়াম(জার্সি-১৯), ফিলিপ কুটিনহো(জার্সি-১১), নেইমার(জার্সি-১০) ও গ্যাব্রিয়েল জেসাস(জার্সি-৯)।

সম্ভাব্য একাদশ-মেক্সিকো

গিল্যেরমো ওচোয়া(জার্সি-১৩), মিগুয়েল লাউন(জার্সি-৭), হুগো আয়ালা(জার্সি-২), কার্লোস স্যালসিডো(জার্সি-৩), জেসাস গ্যাল্যার্ডো(জার্সি-২৩), হেক্টর হের‍্যারা(জার্সি-১৬), স্যান্টোস(জার্সি-৬), আন্দ্রে গুয়ার্দাদো(জার্সি-১৮), কার্লোস ভেলা(জার্সি-১১), জেভিয়ার হার্নান্ডেজ(জার্সি-১৪)।

Published on: জুলা ২, ২০১৮ @ ১৬:১০

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

89 − 79 =