LIVE UPDATE: ফিফা বিশ্বকাপ ২০১৮

খেলা বিদেশ
শেয়ার করুন

সুইডেনের বিরুদ্ধে গোলের পর ম্যাগুয়ার। ছবি-রয়টার

Published on: জুলা ৭, ২০১৮ @ ১৮:০৮

এসপিটি স্পোর্টস ডেস্কঃ  জমে উঠেছে বিশ্বকাপ ২০১৮। রাশিয়ায় উদ্বোধনী ম্যাচে হয়েছে একাধিক রেকর্ড। উঠে এসেছে অনেক তথ্য। ঠিক তেমনই শেষ ১৬-র লড়াইতে হয়ে গেল অনেক গোল। বিদায় নিল মেসি নির্ভর আর্জেন্টিনা।কোয়ার্টার ফাইনালের শুরুতেই জমে গেল ম্যাচ। প্রথম কোয়ার্টার ফাইনালে বাজে খেলে বিদায় নিল উরুগুয়ে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আপ্রাণ চেষ্টা করেও বেলজিয়ামের কাছে হার স্বীকার করতে হল ব্রাজিলকে। এসব নিয়ে থাকছে বিশ্বকাপের আরও খুঁটিনাটি খবর। সংবাদ প্রভাকর টাইমস গত এক মাস আগে থেকেই তুলে ধরেছে অনেক না জানা তথ্য। এবার থাকছে একেবারে লাইভ আপডেট। আমরা পাঠকের কাছে ফুটবলের জ্ঞানপাঠ দিতে চাই না। সেই ধৃষ্টতাও আমাদের নেই। আমরা চাই নতুনকে চেনাতে নতুনকে জানাতে।পাঠল এই কলমের মাধ্যমে জানতে পারবে বিশ্বকাপের নানা খবর। চলবে বিশ্বকাপের শেষ দিন পর্যন্ত।

উদ্বোধনী ম্যাচে রাশিয়া ৫-০ গোলে হারাল সৌদি আরবকে।

ম্যাচের ১২মিনিটে ইউরি গ্যাজিন্সকি গোল করে ২০১৮ ফিফা বিশ্বকাপের প্রথম গোলদাতা হিসেবে নিজের নাম লিখে রাখলেন।

ক্রোয়েশিয়া-ডেনমার্কের শেষ ১৬-র ম্যাচের আগে পর্যন্ত স্পেনের বিরুদ্ধে ৪ মিনিটের মাথায় পেনাল্টিতে করা রোনাল্ডোর গোলই এবারের বিশ্বকাপে দ্রুততম গোল হিসেবে ছিল।এই ম্যাচে ডেনমার্কের এম জোরগেনসেনের ১ মিনিটে করা গোল হয়ে গেল এবারের বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম গোল।

উদ্বোধনী ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়লেন রাশিয়ান মিডফিল্ডার ডেনিশ চেরিশেভ। তিনি ম্যাচের ৪৩ মিনিট ও দ্বিতীয়ার্ধে ৯০+৪ মিনিটে গোল করেন।

প্রথম ম্যাচ হল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে গোল সংখ্যা ছিল ১১৮। শেষ ১৬-র আটটি ম্যাচে গোল হয়ে গেল ৪৩টি। অর্থাৎ সব মিলিয়ে গোল সংখ্যা দাঁড়াল ১৬১টি।

কোয়ার্টার ফাইনাল

একনজরে রাশিয়া – ক্রোয়েশিয়া ম্যাচ

রাশিয়া -২ ক্রোয়েশিয়া-২

চেরিশেভ (৩১মি.), ফিগুইরা ফার্নাডেজ(১১৫মি.)

ক্র্যামারিক(৩৯মি.), ভিদা(১০০মি.)

ম্যান অফ দ্য ম্যাচ- লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)

বল দখলে রেখেছে রাশিয়া ৩৫% আর ক্রোয়েশিয়া দখলে রেখেছে ৬৫%

রাশিয়া শট নিয়েছে ১৩ আর ক্রোয়েশিয়া নিয়েছে ১৮।

রাশিয়া গোল লক্ষ্য করে শট নিয়েছে ৫ আর ক্রোয়েশিয়া ৩।

রাশিয়া কর্নার আদায় করেছে ৬ আর ক্রোয়েশিয়া নিয়েছে ৮টি।

রাশিয়া ফাউল করেছে ২৫ আর ক্রোয়েশিয়া করেছে ১৮।

রেকর্ড

বিশ্বকাপে ২০টি গোলের মধ্যে ১৪টি সেট-পিসে করেছে রাশিয়া। যার মধ্যে এই বিশ্বকাপে সাতটির মধ্যে ছ’টি আছে।

গত ছ’টি বিশ্বকাপের ম্যাচের মধ্যে একটি ম্যাচ অতিরিক্ত সময়ের পর পেনাল্টি শুট-আউটে ফলাফল নির্ধারিত হয়নি.২০১৪ সালের ফাইনালে জার্মানি-আর্জেন্টিনা ম্যাচ।

এই ম্যাচে দু’ট গোল এসেছে ক্রোয়েশিয়ার হেড থেকে। এর আগে তাদের বিশ্বকাপের ২৯টি গোলের মধ্যে মাত্র একটি গোল হেডে হয়েছিল।

এই ম্যাচে তিনটি গোল হেডে হয়। এর আগে ২০০২ সালে সৌদি আরবের বিরুদ্ধে জার্মানির ৮-০ গোলে জয়ের ক্ষেত্রে পাঁচটি এসেছিল হেডে।

একনজরে সুইডেন – ইংল্যান্ড ম্যাচ

সুইডেন -০ ইংল্যান্ড-২

হ্যারি ম্যাগুয়ার (৩০মি.), দেলে আলি(৫৯মি.)

ম্যান অফ দ্য ম্যাচ- জর্ডন পিকফোর্ড (ইংল্যান্ড)

বল দখলে রেখেছে সুইডেন ৪২% আর ইংল্যান্ড দখলে রেখেছে ৫৮%

সুইডেন শট নিয়েছে ৬ আর ইংল্যান্ড নিয়েছে ১২।

সুইডেন গোল লক্ষ্য করে শট নিয়েছে ৩ আর ইংল্যান্ড ২।

সুইডেন কর্নার আদায় করেছে ১ আর ইংল্যান্ড নিয়েছে ৬টি।

সুইডেন ফাউল করেছে ১০ আর ইংল্যান্ড করেছে ৭।

 রেকর্ড

এই নিয়ে ইংল্যান্ড তিনবার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছল.১৯৬৬, ১৯৯০ ও ২০১৮।

বিশ্বকাপে সবচেয়ে বেশি সেট-পিসে গোল করার কৃতিত্ব গড়ল ইংল্যান্ড। আটটি। এর আগে ১৯৬৬ সালে পর্তুগালও আটটি সেটপিসে গোল করেছিল।

সুইডেন এই নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে গত চারটি ম্যাচের মধ্যে তিনটিতে হারল। সুইডেনের বিরুদ্ধে শেষ ১১টি গোলের মধ্যে ছ’টি গোল এসেছে হেডে। আর তা আলাদা খেলোয়াড়ের থেকে-সোল ক্যম্পবেল, স্টিভেন জিরাড, গ্যারেথ ব্যারি, অ্যন্ডি ক্যারোল, ম্যাগুয়ার ও দেলে আলি।

ইংল্যান্ডের ১১টি গোল এসেছে খেলার দ্বিতীয়ার্ধে। যা ১৯৬৬ সালে তাদের বিশ্বকাপ জয়ের সময় হয়েছিল।

আলি হলেন ইংল্যান্ডের দ্বিতীয় কম বয়সী খেলোয়াড়(২২বছর ৮৭দিন), এর আগে ১৯৯৮ সালে মাইকেল ওয়েন(১৮ বছর ১৯০দিন) খেলেছিলেন রোমানিয়ার বিরুদ্ধে।

ম্যাগুয়ার হলেন ইংল্যান্ডের প্রথম খেলোয়াড় যিনি কোনও নক-আউট পর্বে ইংল্যান্ডের হয়ে গোল করেন। এর আগে যদিও ২০০২ সালে ডেনমার্কের বিরুদ্ধে গোল করেছিলেন ফিও ফার্ডিন্যান্ড।

পিকফোর্ড হলেন ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী গোলকিপার যিনি একটি ম্যাচে তিনটি সেভ করে দলকে বাঁচান। তাঁর বয়স এখন ২৪ বছর ১২২দিন।

একনজরে ব্রাজিল – বেলজিয়াম ম্যাচ

ব্রাজিল -১ বেলজিয়াম-২

অগ্যাস্টো(৭৬মি.)   ফার্ন্ডাডিনহো(১৩মি. আত্মঘাতী), ডি ব্রুইন(৩১মি.)

ম্যান অফ দ্য ম্যাচ- কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম)

বল দখলে রেখেছে ব্রাজিল ৫৯% আর বেলজিয়াম দখলে রেখেছে ৪১%

ব্রাজিল শট নিয়েছে ২৭ আর বেলজিয়াম নিয়েছে ৯।

ব্রাজিল গোল লক্ষ্য করে শট নিয়েছে ৯ আর বেলজিয়াম ৩।

ব্রাজিল কর্নার আদায় করেছে ৮ আর বেলজিয়াম নিয়েছে ৪টি।

ব্রাজিল ফাউল করেছে ১৪ আর বেলজিয়াম করেছে ১৬।

 রেকর্ড

শেষ চারটি বিশ্বকাপে ব্রাজিল ইউরোপিয়ান দেশের কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিল। ২০০৬ সালে ফ্রান্স, ২০১০ সালে নেদারল্যান্ড, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে বেলজিয়াম।

এই নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠল বেলজিয়াম। এর আগে ১৯৮৬ সালে উঠেছিল।

এই নিয়ে দ্বিতীয়বার ব্রাজিলের বিরুদ্ধে জয় পেল বেলজিয়াম। এর আগে ১৯৬৩ সালে ব্রাসেলসে বন্ধুত্বপূর্ণ ম্যাচে জিতেছিল তারা।

ফার্ন্দাডিনহো হলেন ব্রাজিলের দ্বিতীয় খেলোয়াড় যিনি আত্মঘাতী গোল করে দলকে ক্ষতির মুখে ঠেলে দেন। এর গাএ ২০১৪ সালে একই ভুল করেছিলেন মার্সিলো।

এবার বেলজিয়ামের মোট ৯জন আলাদা গোলদাতা দলকে জিতিয়েছেন। এর আগে ১৯৮২ সালে ফ্রান্স ও ২০০৬ সালে ইতালির মোট ১০জন গোলদাতা ছিলেন।

একনজরে উরুগুয়ে – ফ্রান্স ম্যাচ

উরুগুয়ে -০ ফ্রান্স-২

ভারানে(৪০মি.)   গ্রিজম্যান(৬১মি.)

 ম্যান অফ দ্য ম্যাচ- গ্রিজম্যান (ফ্রান্স)

বল দখলে রেখেছে উরুগুয়ে ৩৯% আর ফ্রান্স দখলে রেখেছে ৬১%

উরুগুয়ে শট নিয়েছে ১১ আর ফ্রান্স নিয়েছে ১১।

উরুগুয়ে গোল লক্ষ্য করে শট নিয়েছে ৪ আর ফ্রান্স ২।

উরুগুয়ে কর্নার আদায় করেছে ৪ আর ফ্রান্স নিয়েছে ৩টি।

উরুগুয়ে ফাউল করেছে ১৭ আর ফ্রান্স করেছে ১৫।

 রেকর্ড

ফ্রান্স এই নিয়ে মোট ছ’বার বিশ্বকাপের সেমিফাইনালে পোঁছল। যার মধ্যে দু’বার ১৯৯৮ ও ২০০৬ সালে ফাইনালে পোঁছয়।

ফ্রান্স ইউরোপের দ্বিতীয় দল যারা দক্ষিণ আমেরিকার তিনটি দেশকে একটি বিশ্বকাপে হারাতে পেরেছে। এর আগে ১৯৭৪ সালে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডের।

ফ্রান্স বিশ্বকাপের টানা ১০টি ম্যাচ অপরাজিত (৬ট জয়, ৪টি ড্র) থাকল। ১৯৭৮ সালে তারা আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে গেছিল।

২০১৭ সালের মার্চ মাসে ব্রাজিলের বিরুদ্ধে একটি ম্যাচে উরুগুয়ে ৪-১ গোলে হেরে যায়।

এই নিয়ে ২০টি ম্যাচ ফ্রান্সের খেলা হয়ে গেল  যেখানে আন্টনি গ্রিজম্যান গোল করেন, আর সেই ম্যাচ ফ্রান্স অপরাজিত থাকে। ১৮টি জয় ২টি মাত্র ড্র হয়েছে।

গ্রিজম্যান গত ছ’টি ম্যাচে ফ্রান্সের হয়ে সাতটি গোল করেছেন।

ফ্রান্সের হয়ে ভারানে এই নিয়ে তিনটি গোল করলেন। তিনটি হেড দিয়ে ।

এই ম্যাচে একটি শট নিতে ব্যর্থ হয়েছেন উরুগুয়ের লুই সুয়ারেজ।

Published on: জুলা ৭, ২০১৮ @ ১৮:০৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

37 − 32 =