২০১৮ ফিফা বিশ্বকাপঃ দ্রুততম হাটট্রিকের রেকর্ড হাঙ্গেরির এই ফুটবলারের দখলে, যা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেননি

খেলা বিদেশ
শেয়ার করুন

Published on: জুন ৭, ২০১৮ @ ২১:২০

এসপিটি স্পোর্টস ডেস্কঃ আর মাত্র সাত দিন বাকি ফিফা বিশ্বকাপের। অংশগ্রহণকারী প্রতিটি দলই চাইছে মনে রাখার মতো কিছু একটা করতে। ফুটবলের এই সেরা প্রতিযোগিতায় প্রতিবার অংশ নেওয়া সব দেশের পক্ষে সম্ভব হয় না। এবার যেমন ইতালির মতো দেশকেও বাইরে থাকতে হয়েছে যোগ্যতা নির্ণায়ক খেলায় সফল না হওয়ার জন্য। ঠিক তেমনই ইউরোপের এক ফুটবল খেলিয়ে দেশ হাঙ্গেরি ৩০ বছর বিশ্বকাপে অংশ নিতে পারেনি। কিন্তু হাঙ্গেরির দখলে এমন এক বিরল রেকর্ড আছে যার জন্য বিশ্বকাপের ইতিহাস লেখা হলে অবশ্যই জায়গা করে নেবে তারা। তাদের এক খেলোয়াড়ের দ্রুততম হাটট্রিকের দৌলতে বিশ্ব ফুটবলে আজও স্মরণীয় হয়ে আছে হাঙ্গেরি।

১৯৫৪ সালে ফেরেঙ্ক পুস্কাসের মতো খেলোয়াড়ের জন্য আজও ফুটবল বিশ্বে হাঙ্গেরি পরিচিত হয়ে আসছে। কিন্তু ১৯৮২ সালে তাদের এল কিস নামে এক অখ্যাত ফুটবলার যেভাবে হাঙ্গেরিকে বিশ্বকাপের ইতিহাসে অক্ষত করে দিয়েছেন তা সত্যিই অভাবনীয়।

স্পেনে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের ম্যাচটি ছিল গ্রুপের ম্যাচ। হাঙ্গেরি খেলতে নেমেছিল সেন্ট্রাল আমেরিকার দেশ এল সালভাদরের বিপক্ষে। এবারও তারা রাশিয়া বিশ্বকাপে খেলবে। সেখানে দেখা যাবে না হাঙ্গেরিকে। সেই ম্যাচে সেন্ট্রাল আমেরিকার ওই দলকে হাঙ্গেরি ১০-১ গোলে শুধু হারায়নি রীতিমতো ছেলেখেলা করেছে। যা এখনও পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় জয়। আজ পর্যন্ত কোনও দল এত বিশাল ব্যবধানে জয়ী হতে পারেনি।

পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে রীতিমতো ইতিহাস গড়ে ফেললেন অখ্যাত কিস। মাত্র সাত মিনিটের ব্যবধানে হাটট্রিক করে রাতারাতি সুপারস্টার বনে গেলেন কিস। অখ্যাত থেকে হলেন বিখ্যাত।প্রথম গোল করলেন ম্যাচের ৬৯ মিনিটে। দ্বিতীয় গোল ৭২ মিনিটে। ৭৬ মিনিটে তৃতীয় গোল করে ইতিহাস গড়লেন কিস। সারা মাঠ উঠে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন করছে কিসকে।

কিসের হাটট্রিক বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বকালের দ্রুততম হাটট্রিক হিসেবে আজও অক্ষত হয়ে আছে। শুধু তাই নয়, একজন পরিবর্ত খেলোয়াড় হিসেবে নেমে কিসের মাত্র সাত মিনিটে হাটট্রিক করার রেকর্ড আজ পর্যন্ত কারও ভাঙার ক্ষমতা হয়নি। কাজেই বিশ্বকাপে ৩০ বছর বিশ্বকাপে না খেললেও হাঙ্গেরির দখলে এমন রেকর্ড কিন্তু তাদের বিশ্বকাপের িতিহাসে উজ্জ্বল করে রেখেছে।

Published on: জুন ৭, ২০১৮ @ ২১:২০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

90 − 80 =