টাফি’র কনভেনশন ঘিরে সেজে উঠছে কুচিং, মালয়েশিয়া ভ্রমণে এক নয়া গন্তব্য-জানালেন অনিল পাঞ্জাবি

Main দেশ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৭ সেপ্টেম্বর: এই নিয়ে তৃতীয়বার মালয়েশিয়ায় ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র কনভেনশন অনুষ্ঠিত হতে চলেছে। আআমী মঙ্গলবার ২০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে পর্যটনের এক মহাযজ্ঞ। যেখানে সমবেত হতে চলেছেন ভারত ও মালয়েশিয়ার একাধিক ট্রাভেল এজেন্টস, পর্যটন কর্তা, বিশেষজ্ঞ থেকে শুরু করে আরও অনেকে। কনভেনশনের স্থানও ঠিক হয়েছে কুচিং ষরে। পর্যটন জগতে নিঃসন্দেহে এক নয়া গন্তব্য। এই কনভেনশনের মধ্য দিয়েই যার পরিচিতি ঘটবে ভারতীয় ভ্রমণকারীদের কাছে। সংবাদ প্রভাকর টাইমস-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে সেকথাই জানিয়েছেন টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি। একই সঙ্গে তিনি এই কনভেনশনের উদ্দেশ্য, তাৎপর্য সম্পর্কেও বিশেষভাবে আলোকপাত করেছেন।

মালয়েশিয়ায় টাফি’র কনভেনশন ২০ সেপ্টেম্বর থেকে শুরু

মালয়েশিয়ায় টাফি’র কনভেনশন ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। ৫০০ ট্রাভেল এজেন্ট সেখানে অংশ নিচ্ছেন। মালয়েশিয়ার কুচিং শহরে এই কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। মালয়েশিয়া সরকার দারুনভাবে সহযোগিতা করছে। ভালো প্যাকেজ দিয়েছে। সবাইকে তারা একটা সুযোগ দিয়েছে যে তারা এখানে এসে দেখুক। আসলে মূল লক্ষ্য একটাই – সেখানকার পর্যটন শিল্পকে তুলে ধরা। আরও বেশি করে ব্যবসা দেওয়া। অনেক জায়গা দেখার পর টাফি স্থির করে যে এ বছর তাদের কনভেনশন মালয়েশিয়ায় হবে। প্রথমে ঠিক ছিল সাড়ে চারশো পোনে পাঁচশো লোক। এরপর সেটা পাঁচশো হয়ে গেছে। আমাদের বাধ্য হয়ে থামাতে হয়েছে। খুবই ভাল হচ্ছে। আমরা যাচ্ছি।জানিয়েছেন অনিল পাঞ্জাবি।

কনভেনশনে স্লোগান- Build back better

টাফি’র চেয়রাম্যান অনিল পাঞ্জাবি বলেন- “ওখানে মিটিং হবে। সেশন হবে। প্রত্যেকের সঙ্গে কথা হবে। আমাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা হবে। দু’বছর করোনার জন্য যে ক্ষতি হয়েছে সেটা কিভাবে কাটিয়ে ওঠা যাবে। আমাদের এবার ট্যাগ লাইন রাখা হয়েছে- Build back better. কিভাবে আমরা আবার ঘুরে দাঁড়াবো। আরও ভালোভাবে ব্যবসাকে তুলে ধরব। নতুন কি কি করা যায়। আমাদের ভবিষ্যতে আর কি কি করার আছে। আমাদের ব্যবসায়ী অবস্থান কি আছে। এ সম্পর্কে বস্তারিত আলোচনা হবে।”

কথা হবে ই-ভিসা নিয়েও

“আসলে একটা বটম লাইন আছে যে কিভাবে আরও উন্নত করা যায় পর্যটন ব্যবসাকে। ট্রাভেল এজেন্ট থাকবে। আমরা লক্ষ্য করছি যে করোনা প মানুষ আবার ঘুরতে বেড়িয়ে পড়ছে। তারা মনে করছে যে ঘুরতে তাদের যেতেই হবে। বেরাতে তাদের যেতেই হবে। মানুষ এখন স্থির করে নিয়েছে যে তারা বেড়াতে যাবেই।গত দু’বছর তাদের যেভাবে ঘর বন্দি হয়ে থাকতে হয়েছে এখন তা থেকে তারা বেরিয়ে আসতে চাইছে। আর তাই তারা অনেক বেশি পরিমানে ঘুরতে বেড়িয়ে পড়ছে। এটা একটা খুবই ভাল ইঙ্গিত। এসব দিক দেখে আমরা ই-ভিসা নিয়েও কথা বলব। কারণ ভারত থেকে এখন বহু মানুষ মালয়েশিয়া বেড়াতে যাচ্ছে। তাই ই-ভিসা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওখানে গিয়ে এই বিষয়েও আলোচনা করব, যাতে একটা ইতিবাচক সমাধান বের হয়। সেদিকেও আমাদের লক্ষ্য থাকবে।” জানালেন পাঞ্জাবি।

কনভেনশনের মধ্যেই থাকছে FAM ট্যুর

অনিল পাঞ্জাবি জানালেন- ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় আমাদের কনভেনশন উদ্বোধন হচ্ছে। বিকেলেই সারা দেশ থেকে সবাই পৌঁছে যাবে। ২১, ২২, ২৩ সেপ্টেম্বর টানা দিন বিজনেস সেশন চলবে। এরপর মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে ছোট ছোট সিটিতে একটা FAM ট্যুরের আয়োজন করা হয়েছে। তিনদিনের জন্য আপনি যেতে পারেন। কিছু চার্জ নেই, কোনও খরচা নেই। আপনি জায়গাগুলি ঘুরে দেখতে পারেন। এই জায়গাগুলি ঘুরে দেখুন। কেমন যোগাযোগ ব্যবস্থা আছে, এসব নিজের চোখে দেখে নিন। এরপর গিয়ে বিক্রি করুন।এমনই ব্যবস্থা করেছে মালয়েশিয়া সরকার।

এর আগে দু’বার মালয়েশিয়ায় হয়েছে টাফি’র কনভেনশন

সবসময় তারা একটা রিসার্চ করে আসে যে একটা নতুন জায়গা তুলে ধরা হোক। নতুন কিছু তারা মানুষের সামনে তুলে ধরতে চায়। লোক চায় নতুন কিছু দেখার। মালয়েশিয়া মানে লোকে বোঝে কুয়ালালামপুর। এখন যদি কুচিং-এর নাম বলি তাহলে লোকে ভাববে যে কুচিং আবার কোথায়। কেমন জায়গা। এটাই হল গুরুত্বপূর্ণ দিক। অনেকে ভাববে যে এই জায়গায় তো যায়নি তাহলে এবার এখানে ঘুরে আসা যাক।এর আগে দু’বার মালয়েশিয়ায় টাফি’র কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। ১৯৯৯ সালে প্রথম হয়েছিল কুয়ালালামপুরে। দ্বিতীয়বার ২০০৭ সালে সাবায় কোটা কিনাবালুতে।বলেন টাফি’র চেয়ারম্যান।


শেয়ার করুন