অভাবনীয়! ২০১৭ সালে সিঙ্গাপুর বন্যপ্রাণ পার্কগুলিতে জন্ম নিয়েছে ৫৪০টি প্রাণী

বন্যপ্রাণ বিদেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: জানু ১২, ২০১৮ @ ১৭:৫৭

এসপিটি নিউজ ডেস্ক: আমাদের দেশে এটা সম্ভব কিনা তা ভিবিষ্যৎ বলবে তবে সিঙ্গাপুর কিন্তু দেখিয়ে দিল সারা পৃথিবীকে এক বছরে ৫৪০ট প্রাণীর জন্ম দিয়ে তারা প্রাণীপ্রেমী। সিঙ্গাপুর বন্যপ্রাণী সংরক্ষণাগারে ২০১৭ সালে এমন অভাবনীয় কাণ্ড ঘটিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। নতুন যে অতিথিরা পৃথিবীর আলো দেখেছে তাদের মধ্যে বেশ কিছু বিরল প্রাণী আছে যা সারা বিশ্বে অনেক জায়গাতেই খুঁজে পাওয়া দুষ্কর। যার মধ্যে আছে বিরল প্রজাতির বোর্নিয়ান ওরাংওটাং, ইলেকট্রিক নীল জেকো, সাদা গণ্ডার, এশিয়ান ক্ষুদ্র ভোঁদড়ঙ্গাছে কিং পেঙ্গুইনও। বৃহস্পতিবার ১১ জানুয়ারি ঐ সংরক্ষণাগার কত্তৃপক্ষ এখবর জানিয়েছে।সিঙ্গাপুরে চ্যানেল নিউজ এশিয়ায় এই খবর প্রকাশিত হয়েছে।

জুরং বার্ড পার্ক, নাইট সাফারি, রিভার সাফারি সিঙ্গাপুর চিড়িয়াখানায় নতুন সংযোজন, যেখানে ১৪৫টি প্রজাতি প্রতিনিধিত্ব করছে, যাদের এক চতুর্থাংশের বেশি প্রাণী বিপদের সম্মুখীন।সবসময় তাদের উপর নজর রেখে চলেছে।

সিঙ্গাপুরের বন্যপ্রাণী সংরক্ষণাগারের ডেপুটি সিইও এবং প্রধান জীববিজ্ঞান আধিকারিক চেং ওয়েন-হাউর বলেন,”আমাদের উদ্যানের উল্লেখযোগ্য প্রজনন অর্জনের আরেকটি সাফল্যের বছর”,  তিনি পশুদের যত্ন নেওয়ার জন্য কর্মীদের প্রশংসাও করেছেন।

তিনি বলেন, “একসাথে তাদের স্থানীয় বাসস্থানে বন্যপ্রাণী রক্ষা করার জন্য আমাদের প্রচেষ্টার সাথে,আমাদের পার্কগুলিতে হুমকিগ্রস্ত প্রজাতির প্রজনন তাদের সমানে বেঁচে থাকার জন্য অবদান রাখে।”গত বছর সিঙ্গাপুর চিড়িয়াখানায় খনসা নামে একটি বিপন্ন বোর্নিয়ান ওরাংওটাং শিশুকে নিয়ে আসা হয়, যার ফলে উদ্যানে ৪৬টিরও বেশি ওরাংওটাং-এর জন্ম হয়। দুটি বিপদজনক বৈদ্যুতিক নীল জেকো-এটি টিকটিক জাতীয় সরিসৃপ জাতীয় প্রাণী এবং একটি বিপন্ন প্যাগি হিপ্পো অর্থাৎ সাদা গণ্ডার গত বছর চিড়িয়াখানার পরিবারে যোগ দিয়েছিল।

চিড়িয়াখানায় গত পাঁচ বছরে প্রথম সাদা গন্ডারের শাবকের জন্ম দেয় এবং এই প্রথম সফলভাবে জাগুয়ার তার শাবককে জন্ম দেয়। গত বছরও চিড়িয়াখানায় এবং নাইট সাফারি জুড়ে ১৪টি সফল এশিয়ান ক্ষুদ্র ভোঁদড়ের জন্ম হয়েছিল। এশিয়ার ক্ষুদ্র ভোঁদড় পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতি।

২০১৭ সালে জুরং বার্ড পার্কে একটি কিং পেঙ্গুইন চিক যোগ দিয়েছে। প্রায় ১০ বছরে পার্কের জন্য প্রথম সফল রাজা পেঙ্গুইন হচ্ছে, এটাই বা কম কিসের।সূত্রঃ চ্যানেল নিউজ এশিয়া

ছবি-ওয়াইল্ড লাইফ রিজার্ভ সিঙ্গাপুরের সৌজন্যে

Published on: জানু ১২, ২০১৮ @ ১৭:৫৭

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =