কলকাতায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের বিশাল আয়োজন, পর্যটনে এ রাজ্যকে তুলে ধরছে টাফি, টাই

Main অর্থ ও বাণিজ্য দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

 Published on: এপ্রি ১৯, ২০২২ @ ২৩:৫৫
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ১৯ এপ্রিল:করোনা মহামারির পর দীর্ঘ প্রায় দুই বছর বাদে কলকাতায় শুরু হল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এমন বড় মাপের বাণিজ্য সম্মেলন এই মুহূর্তে করতে পারেনি কোনও রাজ্য। বলা যেতে পারে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সেই সাহস দেখাতে পেরেছেন। দেশ-বিদেশের নামি-দামি শিল্পপতি, উদ্যোগপতিদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছেন এখানে। আর এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার পর্যটনকে তুলে ধরছে ট্রাভেল এজনেটস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি এবং ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বা টাই।

ইদানীং কালে বাংলায় শিল্পপতিদের বিনিয়োগের সম্ভাবনা নেই-এমন অনেক কথা উঠেছিল, যা এদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের পর তা ফিকে হয়ে যাবে বলে অনেকেই মনে করছেন। বিশেষ করে সম্মেলনে অংশ নেওয়া দেশের দুই অন্যতম প্রধান টড়াভেল এজেন্টস অ্যাসোসিয়েশন-এর দুই কর্তা অনিল পাঞ্জাবি ও মানব সোনি এখানে হাজির হয়ে বাংলার পর্যটনের সম্ভাবনা নিয়ে তাদের মতামত জানান। মনে করা হচ্ছে, এই সমস্ত প্রথম সারির ট্রাভেল এজন্টস অ্যাসোসিয়েশন যদি এগিয়ে আসে তাহলে এরাজ্যে পর্যটনের প্রসার শুধু সময়ের অপেক্ষা।

মিলন মেলায় অনুষ্ঠিত তিন দিনের এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন ঘিরে রীতিমতো বড় আয়োজন। দেশ-বিদেশের নামি-দামি সমস্ত শিল্পপতিদের ভিড় রয়েছে এখানে। বিদেশ থেকে ৬০০-র উপর প্রতিনিধি এসেছেন এই সম্মেলনে। আশা করা যায়, এবারের এই বিশ্ব বঙ্গ সম্মেলনে হাজির হোয়া প্রতিনিধিরা বাংলায় বিনিয়োগ করবেন এটা একেবারে নিশ্চিত। আর তাই প্রথম দিনেই তার আঁচ পেয়েছেন বাংলার ট্রাভেল আইকন টাফির চেয়ারম্যান (ইস্টার্ন) অনিল পাঞ্জাবি।

টাফির চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন- আজ এখানে এসে আমরা বিশেষ করে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। এখানে টাফি ছাড়াও এসেছে টাই সহ আরও অনেক পর্যটন সংগঠন। প্রথম দিনেই এখানে যা করেছে তা ভাবা যায় না। পুরোটাই হয়েছে একেবারে আন্তর্জাতিক মানের। আমরা যারা পর্যটনের সঙ্গে যুক্ত আছি, সেই সূত্র ধরে আমরা সারা বিশ্ব চষে বেড়িয়েছি। কিন্তু আজ দেখছ এবং বলতে বাধ্য হচ্ছি- আমাদের বাংলার এই সামিট সবার সেরা। আমরা পরিকল্পনা করছি বাংলাকে কিভাবে পর্যটনের দুনিয়ায় আরও বেশি করে সামনের সারিতে নিয়ে আসা যায়। দিল্লিতে একটা এক্সপো হয়। সেখানে সাউথ এশিয়া পর্যটন থাকে। আমরা মনে করি আমাদের কলকাতায় এত ভাল পরিকাঠামো থাকতে পারলে আমরা কেন এখানে তা নিয়ে আসতে পারি না। তাই টাফি, টাই ঠিক করেছে যে আগামিবার এই সাউথ এশিয়ার পর্যটন এক্সপো হোক এ রাজ্যে।

Published on: এপ্রি ১৯, ২০২২ @ ২৩:৫৫


শেয়ার করুন