সিএএ ও এনআরসি-র প্রতিবাদে দার্জিলিংয়ে আজ পাহাড়ি মানুষদের নিয়ে মহামিছিল করলেন মমতা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: জানু ২২, ২০২০ @ ২১:৪১

এসপিটি নিউজ, দার্জিলিং, ২২ জানুয়ারি:  এবার দার্জিলিংয়ের পাহাড়ে সিএএ- এনআরসি-র প্রতিবাদে মহামিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি এক জনসভায় বক্তব্য রাখতে উঠে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন। আগের অবস্থানে থেকেই সাফ জানিয়ে দেন এ রাজ্যে তিনি সিএএ লাঘু করতে দেবেন না।

মমতা এদিন তাঁর ভাষণে বলেন- আসামে কেন এক লাখ গোর্খার নাম কেন বাদ দিলেন? কেন ১৩ লাখ বাঙালির নাম বাদ দিলেন? কেন তিন লাখ বিহারির নাম বাদ দিলেন? আমরা সবাই নাগরিক। যার বয়স ৭২ -৭৩ বছর হয়ে গেছে তাকেও এখন নাগরিক হওয়ার জন্য ফর্ম পূরণ করতে হবে।

এরপর মমতা দার্জিলিংবাসীকে বলেন- ” আপনারাই বলুন তো কেন সিএএ, এনপিআর বিজেপি শাসিত রাজ্যগুলিতে হবে না। কেন ত্রিপুরায় হবে না। সেখানেও তো বাঙালি আছে। বাঙালাই তো শুধু পশ্চিমবঙ্গেই নেই। তাহলে সেখানে হবে না কেন? কারণ সেখানে বিজেপির শাসিত সরকার আছে বলে? প্রশ্ন তোলেন মমতা।

“আমাদের রাজ্য এনপিআর মেনে নেয়নি। অন্য সব রাজ্য মেনে নিয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক বড় বড় কথা বলছে। আমাদের বলছে আমরা নাকি মিথ্যা বলছি তাহলে সত্যি কোনটা আপনি বলুন?” বলেন মমতা।

Published on: জানু ২২, ২০২০ @ ২১:৪১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

25 + = 33