সোমবার আসছেন মুখ্যমন্ত্রীঃ হল হেলিকপ্টারের মহড়া, নিরাপত্তা আঁটোসাটো করতে আর যা করল প্রশাসন

Main রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মন্ডল,                                                     ছবি-বাপন ঘোষ

Published on: নভে ২৪, ২০১৮ @ ২০:৩০

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম, ২৪ অক্টোবরঃ ফের জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ঝাড়গ্রাম জেলায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন। তাঁর সফর ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঝাড়গ্রাম জেলা প্রশাসন নিরাপত্তা জোরদার করতে একাধিক ব্যবস্থা নিয়েছেন।শনিবারই হয়ে গেল হেলিকপ্টারের মহড়া।

ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানী বলেন, মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর সুষ্ঠুভাবে স্মপন্ন করতে প্র্যোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তাঁর সফর ঘিরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে।একদিনের সফরের জন্য মোট তিনটি অস্থায়ী হেলিপ্যাড করা হয়েছে। যার মধ্যে একটি ঝাড়গ্রামের পুকুরিয়াতে এবং অপর দুটি হয়েছে জামবনীর কাপগাড়িতে। শনিবারই সেখানে মহড়া দেয় হেলিকপ্টার।

পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঝাড়খণ্ড এবং ওড়িশা সীমানা সিল করে দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে পুলিশ জোরদার তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে শনিবার থেকেই। জামবনীর কাপগাড়ির গোটা এলাকা পুলিশ দিয়ে মুড়ে ফেলা হয়েছে।প্রশাসন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় এতটুকু ফাঁক রাখতে চায় না তাই দুদিন আগে থেকেই এত কড়া ব্যবস্থা।

২৬শে নভেম্বর সোমবার ঝাড়গ্রাম জেলায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন। সোমবার দুপুর দুটোয় ঝাড়গ্রাম জেলার জামবনী ব্লকের কাপগাড়ি সেবাভারতী মহাবিদ্যালয়ের মাঠে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী প্রথম যোগদান করবেন। সেখানে তিনি সরকারি উপভোক্তাদের হাতে সরকারি পরিষেবা তুলে দেবেন। পাশাপাশি তিন সেদিন একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এরপর তিনি সেখান থেকে বেরিয়ে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনিক বৈঠক করবেন।

কাল রবিবার রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়্গরাম ঢুকে যাবেন। থাকবেন ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিস্ট লজে। মঙ্গলবার দুপুরে তিনি ঝাড়গ্রাম থেকে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

Published on: নভে ২৪, ২০১৮ @ ২০:৩০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

45 − = 35