পুরুলিয়ায় মমতা – জোট বাঁধুন, বিজেপিকে ভারতের মধ্যে একা করে দিন

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ৩০, ২০১৯ @ ২১:১৭

এসপিটি নিউজ, পুরুলিয়া, ৩০ ডিসেম্বর: ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ফিরেই পুরুলিয়ায় এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদে সরভ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যে এই আন্দোলন জারি রাখার নির্দেশ দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।পুরুলিয়ার মঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন- আমার সমস্ত হিন্দু সমাজ, মুসলিম সমাজ, শিখ সমাজ, খ্রিস্টান সমাজ সবাইকে বলবো- জোট বাঁধুন, তৈরি হোন বিজেপিকে একা করে দিন ভারতবর্ষের বুকে।

গোটা দেশজুড়ে যেভাবে নাগরিকত্ব সংশোধনী আইন-এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে তা নিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন- ছাত্র-ছাত্রীরা ভোট দেবে অথচ তারা আন্দোলন করতে পারবে না।এসব আবার হয় নাকি।বিজেপি জি ভেবেছে, সারা দেশের মানুষকে ওরা বের করে দেবে আর শুধু ওরাই থাকবে? এসব চলবে না। গোটা দেশ ওদের এসব পছন্দ করছে না। ঝাড়খণ্ডের মানুষও তাই এবার ওদের সরিয়ে দিয়েছে।

উত্তরপ্রদেশে আন্দোলন করতে গিয়ে ২১জনকে গুলি করে হত্যা করা হল। কর্ণাটকে দুই তৃণমূল কংগ্রেস সমর্থককে মারা হল। আমরা তাদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য করেছি। উত্তরপ্রদেশে আমাদের দুইজন প্রতিনিধিকে বিমানবন্দরেই আটকে দেওয়া হল। অথচ ওরা আমাদের এখানে এসে মিটিং-মিছিল করে যাচ্ছে। তাহলে গণতন্ত্র কোথায় আপনারাই বলুন? প্রশ্ন মমতার।

Published on: ডিসে ৩০, ২০১৯ @ ২১:১৭


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

83 − = 81