বন্ধু বলে কথা ! রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের ফাঁকে শেখ হাসিনাকে জড়িয়ে ধরলেন সুষমা স্বরাজ

দেশ বাংলাদেশ বিদেশ
শেয়ার করুন

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৯:৪৮

এসপিটি নিউজ ডেস্কঃ নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের বিশেষ অধিবেশনে যোগ দিতে গেছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে দুই দেশের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে উঠেছে। বন্ধুত্ব আও গাঢ় হয়েছে।

তাই দুই দেশের জননেতা জননেত্রী বিশ্বের যে প্রান্তেই যান না কেন তারা একে অপরের সঙ্গে বিশেষ আলাপচারিতায় মিলিত হবেনই। এটা এখন খুবই পরিচিত ছবি হয়ে গেছে। কিছুদিন আগে নেপালে এক কর্মসূচিতে যোগ দিতে গিয়ে দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি বৈঠকে বসেছিলেন।

এবার নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের অধিবেশনের ফাঁকে দেখে গেল প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রীকে হাত মেলাতে।সংবাদ সংস্থা এএনআই-কে পাঠানো ভারতীয় রাষ্ট্রদূতের পাঠানো এই ছবিটি ট্যুইট করেছে তারা। যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে এসে দাঁড়িয়েছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বন্ধুত্বের সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেছেন।সেখানে দুইজনের মুখেই লেগে আছে হাসি।

সত্যি ভারত-বাংলাদেশের মধ্যে এমন সম্পর্কই অটুট থাকুক বলছেন দুইদেশের কূটনীতিকরা। তাতে উপ-মহাদেশে শান্তি বজায় থাকবে।

Published on: সেপ্টে ২৪, ২০১৮ @ ১৯:৪৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

24 + = 26