আগের মতো প্রতিদিন কলকাতা থেকে সরাসরি দিল্লিগামী বিমান চলবে

Main কোভিড-১৯ দেশ বিমান ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ১৪, ২০২০ @ ২১:৪০

এসপিটি নিউজ: অবশেষে প্রতিদিন কলকাতা থেকে সরাসরি দিল্লিগামী বিমান পুনরায় চালু হতে চলেছে। দিল্লিকে চিঠি দিয়ে রাজ্য জানিয়ে দিলে কোভিড বিধি মেনে এখন থেকে কলকাতা-দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু করা হোক। লকডাউনের পর থেকে দীর্ঘদিন ধরে কলকাতা-দিল্লি সরাসরি বিমান পরিষেবা বন্ধ ছিল। এই পরিষেবা চালুর বিষয়ে একাধিকবার রাজ্যকে চিঠি দিয়ে পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে এসেছে ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি।

রাজ্য দিল্লি থেকে কলকাতায় আসা বিমানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এখন থেকে প্রতিদিন কল্কাতা-দিল্লি বিমান পরিষেবা চালু থাকবে। তবে মুম্বই, আহমেদাবাদ, পুনে, নাগপুর এবং চেন্নাই থেকে আগত বিমানগুলি কেবল সোমবার, বুধবার এবং শুক্রবার চলবে।

লকডাউন উঠে যাওয়ার পর প্রথম যখন দেশের ভিতর আভ্যন্তরীন বিমান পরিষেবা চালু করা হয় তখন কলকাতা বিমানবন্দর থেকে মোট ছ’টি জায়গার বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। এগুলি হল- দিল্লি,মুম্বই,আমেদাবাদ,নাগপুর,পুণে ও চেন্নাই। এই সময় বহু যাত্রী সমস্যার মুখোমুখি হয়েছিলেন। রাজ্য কোভিড -এর জন্য এই জায়গাগুলির কোনও বিমান ওঠানামা করতে অনুমতি দেয়নি।

এরপর এই জায়গাওগুলির বিমান চলাচলে কিছুটা বদল ঘটানো হয়। সপ্তাহে তিনদিন চালানোর অনুমতি দেওয়া হয়। সেই মতো কলকাতা-দিল্লি বিমান পরিষেবা চলত সপ্তাহে তিনদিন।আর তা চলত কলকাতা-পাটনা-দিল্লি রুট ধরে।এখন তা চলবে আগের মতো সরাসরি। তবে অন্যনায় জায়গার বিমান পরিষেবা আগের মতোই চলবে। অর্থাৎ সপ্তাহে তিনদিন।

আগের চেয়ে কোভিড পরিস্থিতি এখন অনেকতাই স্বাভাবিক হয়ে আসার ফলেই রাজ্য এই বিষয়ে দিল্লিকে জানিয়েছে। এমনিতেই দিল্লিগামী যাত্রী সব থেকে বেশি হওয়ায় তারা এতদিন খুবই সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। তাছারা, দিল্লিতে জরুরী কাজ, ব্যবসা, চিকিৎসা সংক্রান্ত কাজে বহু মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন। তাই আবার সরাসরি কলকাতা-দিল্লি বিমান পরিষেবা চালু হয়ে গেলে সেই সমস্যা আর থাকবে না।

ট্রাভেল এজেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া বা টাফি’র চেয়ারম্যান অনিল পাঞ্জাবি এই বিষয়টি নিয়ে দীর্ঘ কয়েক মাস ধরে রাজ্যের কাছে অনুরোধ জানিয়ে আসছিলেন। অবশেষে রাজ্য কলকাতা-দিল্লি সরাসরি বিমান পরিষেবা চালু করার অনুমতি দেওয়ায় তিনি স্বভাবতই খুশি। অনিল পাঞ্জাবি বলেন- “আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে অন্তত কল্কাতা-দিল্লি পরিষেবা কোভিড বিধি মেনে চালু করা হোক। তাহলে বহু মানুষ উপকৃত হবেন। যাক অবশেষে রাজ্য এই বিষয়ে যে ইতিবাচক উদ্যোগ নিল বিমানযাত্রীদের সুবিধাই হবে।

Published on: ডিসে ১৪, ২০২০ @ ২১:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =