কালকা থেকে সিমলা ট্রেনে যেতে পারবেন কাচ দিয়ে ঢাকা এই কোচে, জানেন কি সুবিধা

Main দেশ ভ্রমণ
শেয়ার করুন

Published on: নভে ১১, ২০১৮ @ ১৭:৫৪

এসপিটি নিউজ, সিমলা, ১১ অক্টোবরঃ ইউনেস্কো দ্বারা ঘোষিত কালকা-সিমলা রেল ট্র্যাকের উপর দিয়ে চলবে ভারতীয় রেলের এক বিশেষ কোচ। আগামী সপ্তাহ থেকে ভারতবাসীর পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকরা এবার সেই সুবিধা পাবেন। এই কোচে ওঠার সুযোগ পেলেই আপনার পাহাড়ে চড়ার রোমাঞ্চকর অনুভূতির স্বাদ পেয়ে যাবেন। যাত্রা পথেই নিজের আসনে বসেই আপনি উপভোগ করতে পারবেন বাইরের অপার প্রাকৃতিক সৌন্দর্য্য।

ভারতীয় রেল এই কোচের নাম দিয়েছে পারদর্শী কোচ।এই কোচে মোট আসন সংখ্যা মাত্র ৩৬টি। তবে এই কোচে ওঠার জন্য আপনাকে আগে থেকেই টিকিট বুকিং করতে হবে। কোচের জানালা ও ছাদ সম্পূর্ণ কাচ দিয়ে নির্মিত। জানালা ও দরজায় মোটা পুরু শক্তিশালী কাচ দেওয়া হয়েছে। আর ছাদে ব্যবহার করা হয়েছে ১২ মিলিমিটারের শক্ত পুরু কাচ। দরজায় রাখা হপ্যেছে স্টিলের মোটা রেলিং। ভিতর সম্পূর্ণভাবেই বাতানুকুল। যাত্রীদের গোটা যাত্রা পথে যাতে আরামের কোনও অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে রেল কর্তৃপক্ষ।

কালকা থেকে সিমলা পর্যন্ত ৯৮ কিলোমিটার গোটা যাত্রাপথেই এই কোচে চাপার সুবিধা পাবেন যাত্রী-পর্যটকরা।রেলমন্ত্রী পীযুশ গোয়েলের ইচ্ছানুসারে এমন কোচ নির্মান করতে খরচ পড়েছে ১০ লক্ষ টাকা। ভিতরে সময় অনুযায়ী তাপমাত্রা পরিবর্তনের সংখ্যা দেখা যাবে নির্দিষ্ট ইলেক্ট্রনিক্স ডিসপ্লে বোর্ডে। কোচের রঙ রাখা হয়েছে গোলাপি। তাহলে দেরী কেন ঘুরে আসুন পারদর্শী কোচে সিমলা।ছবি সৌজন্যে -জাগরন

Published on: নভে ১১, ২০১৮ @ ১৭:৫৪

 


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

74 − 65 =