হিঙ্গলাজ দন রত্নু হলেন কলকাতায় রাজস্থানের জন সংযোগ আধিকারিক, পর্যটনের সঙ্গে সামলাবেন অতিরিক্ত দায়িত্ব

Main দেশ ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৩০, ২০২১ @ ২৩:১৭

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ অক্টোবর: রাজস্থান সরকার কলকাতায় তাদের জন সংযোগ আধিকারিকের পদ তৈরি করল। এই নয়া পদের দায়িত্ব দেওয়া হল কলকাতায় রাজস্থান পর্যটন দফতরের ভারপ্রাপ্ত আধিকারিক হিঙ্গলাজ দন রত্নুকে। তিনিই হলেন নব নিযুক্ত রাজস্থানের জন সংযোগ আধিকারিক। গতকাল কলকাতায় মধ্য কলকাতার এক পাঁচতারা হোটেলে রাজস্থান ফাউন্ডেশনের সম্মেলনে সরকারিভাবে এই সংবাদ জানান কমিশনার ধীরজ কুমার। তিনি বলেন- কলকাতায় রাজস্থান পর্যটনের আধিকারিক হিঙ্গলাজ দন রত্নুজিকে রাজস্থান সরকারের জন সংযোগ আধিকারিক হিসাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল।

কলকাতায় রাজস্থান সরকারের একটি ভবন আছে। সেই প্রসঙ্গ টেনে রাজস্থান ফাউন্ডেশনের কমিশনার ধীরজ কুমার বলেন- কলকাতায় রাজস্থান সরকারের একটি ভবন আছে, যা খালি পড়ে আছে। নেই কোনও কর্মী।  সেখানে অত্যন্ত স্বল্প পরিসরের একটি জায়গায় রাজস্থান পর্যটনের অফিস আছে, যা কিনা খুবই সংকীর্ন । যেখানে লোকজন গেলে তাদের ঠিক মতো বসতে দেওয়ারও জায়গা নেই।  পর্যটন নিয়ে এখানে যে সম্ভাবনা আছে  তা খুবই তাৎপর্যপূর্ণ।আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেছি।

সেই মতো স্থির হয়েছে ওই ভবনটিতে রাজস্থান পর্যটন এবং জন সংযোগ আধিকারিকের অফিস হিসাবে কাজ শুরু করা হবে। দুই রাজস্থান সরকারের সম্পত্তি , সেই অনুযায়ী  দুই দফতরই সেখানে  চলবে। বলেন ধীরজ কুমার। তিনি বলেন- রাজস্থান সরকারের যে গতিবিধিউ, যে যব ভাবনাচিন্তা, পলিসিতে যে সমস্ত পরিবর্তন আনা হচ্ছে তা এখানে এসে আমাদের বলতে হছে। এই নতুন পদ তৈরির ফলে এবার থেকে এই বিষয়ে সহযোগিতা মিলবে।

Published on: অক্টো ৩০, ২০২১ @ ২৩:১৭


শেয়ার করুন