রাজ্যপাল জগদীপ ধনকড় ৩টি ট্যুইট-এ জানালেন তাঁর ক্ষোভ

Main দেশ রাজ্য
শেয়ার করুন

Published on: আগ ২৩, ২০২০ @ ১৩:০৫

এসপিটি নিউজ:  রাজ্যে একের পর এক ঘটনায় পুলিশ ও প্রশাসনের কাজে রীতিমতো ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।প্রতিটি ঘটনায় পুলিশ-প্রশাসনের ভূমিকা যে তাঁকে যন্ত্রণা দিয়েছে এবং তিনি অসন্তুষ্ট তা কিন্তু প্রতি মুহূর্তে রাজ্যপালের কথাবার্তায় প্রকাশ পাচ্ছে। আজ ফের ট্যুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করলেন কতগুলি লাইনের মাধ্যমে।

রাজ্যপাল লিখেছেন- “পুলিশ ও প্রশাসনের রাজনৈতিক বন্ধন কিংবা শৃঙ্খলা মুক্ত করতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ করুন। মুক্তভাবে অবৈধ ‘বোমা-তৈরি’র রিপোর্টের সাথে আইন-শৃঙ্খলা উদ্বেগজনক।দুর্ভাগ্য-বিরোধী দলের দরজায় কড়া নাড়তে শাসক ও ক্ষমতাসীনদের দ্বারে দ্বারস্থ পুলিশ ও প্রশাসন।”

এরপর রাজ্যপাল লিখেছেন-“এটি ‘আইনের শাসন’ এবং গণতন্ত্রের কাছে এক বিস্ময়কর আঘাত। পুলিশ ও প্রশাসনের এই মারাত্মক অবস্থান মারাত্মক পরিণতি ঘটায়। রাজনৈতিকভাবে পুলিশ ও প্রশাসনের প্রতিশ্রুতিবদ্ধ হওয়া গণতন্ত্রের মৃত্যু।সরকারি কর্মচারীরা রাজনৈতিক কর্মী নন।”

সবশেষে রাজ্যপাল ধনকড় নিজের ক্ষোভ প্রকাশ করে লেখেন- “কখনও ভাবিনি আইএএস/আইপিএস এতটা আত্মসমর্পন করতে পারে এবং ‘হামাগুড়ি দিয়ে’ স্পষ্টভাবে আচরবিধিগুলির বিলোপ ঘটাতে পারে।তাদের ক্রিয়াকলাপগুলি ওপেন সিক্রেট হয়ে গিয়েছে। গণতান্ত্রিক সার টুকরো টুকরো হয়ে গেল।কেন তারা এটির পক্ষ হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধকে ক্রুশবিদ্ধ করবে।কর্তব্যের ডাকে সারা দেওয়ার সময় এসেছে।”

Published on: আগ ২৩, ২০২০ @ ১৩:০৫


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

66 + = 72