কোভিড নিয়ন্ত্রণে সফলতার পর রাজস্থানের অর্থনীতিতে গতি আনাই লক্ষ্য যশস্বী মুখ্যমন্ত্রী অশোক গেহলটজিরঃ ধীরজ কুমার

Main কোভিড-১৯ দেশ প্রবাস ভ্রমণ রাজ্য
শেয়ার করুন

Published on: অক্টো ৩০, ২০২১ @ ১৯:২১
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ৩০ অক্টোবর:  কোভিড মহামারীর পর রাজস্থান সরকার অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগ নিয়েছে। তাদের নানা পলিসিতে পরিবর্তন এসেছে। মিলতে শুরু করেছে সুবিধা, যা শুধু রাজস্থানের ভিতর এ থাকা মানুষজনই নয় দেশের নানা প্রান্তে থাকা বিশেষ করে কলকাতায় যে সমস্ত প্রবাসী রাজস্থানী আছেন তারাও যাতে এই সুবিধার কথা জানতে পারেন এবং বিনিয়োগে আগ্রহী হন সেই বিষয়ে তাদের কাছে বার্তা পৌঁছে দিতেই গতকাল কলকাতায় ওবেরয় , গ্র্যান্ড হোটেলে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে রাজস্থান ফাউন্ডেশনের কমিশনার ধীরজ কুমার, ব্যুরো অফ ইন্ডাস্ট্রিয়াল ফাউন্ডেশন-এর অতিরিক্ত কমিশনার রুক্মিণী রিয়ার, রাজস্থান ট্যুরিজম ডেভেলপমেন্টের কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক হিংলাজ দন রত্নু সহ অনেকে। কমিশনার ধীরজ কুমার মুখ্যমন্ত্রী সেজন্যই এই আলোচনার আয়োজন।

কলকাতায় মারোয়ারি উদ্যোগপতিরা রাজস্থানের যশস্বী মুখ্যমন্ত্রী অশোক গেহলটের হাত মজবুত করতে এগিয়ে আসবেন-হিঙ্গলাজ দন রত্নু

রাজস্থান সরকারের পক্ষে আরটিডিসি-র কলকাতার ভারপ্রাপ্ত আধিকারিক এবং নব নিযুক্ত জন সংযোগ আধিকারিক হিঙ্গলজ দন রত্নু এদিনের সম্মেলনের মুখ্য উদ্দেশ্য সম্পর্কে বলেন-“রাজস্থানের যশস্বী মুখ্যমন্ত্রী অশোক গেহলটজি মারোয়ারি শিল্পপতিদের রাজস্থানে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাতেই এই আলোচনা সভা বা বৈঠকের আয়োজন করা হয়েছে। রাজস্থান সরকারের পক্ষে রাজস্থান ফাউন্ডেশনের কমিশনার ধীরজ কুমার এবং অ্যাডিশনাল কমিশনার রুক্মিণী রিয়ার উপস্থিত ছিলেন। দুইদিনের এই সম্মেলনের মধ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে কলকাতায় বসবাসকারী ব্যবসায়ী, উদ্যোগপতিদের সঙ্গে মুখোমুখি বৈঠক হয়। আমাদের আশা, তারা রাজস্থানের যশস্বী মুখ্যমন্ত্রী অশোক গেহলটের আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর হাত মজবুত করতে এগিয়ে আসবেন। “

সরকারের লক্ষ্য অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা

রাজস্থান ফাউন্ডেশনের কমিশনার ধীরজ কুমার সংবাদ প্রভাকর টাইমসকে বলেন- “ দেখুন, কোভিডের আগেই আমাদের রাজস্থানে যে সম্ভাবনা ছিল তাতে অবশ্যই একটা ব্রেক ছিল কিন্তু রাজস্থান সরকার কোভিডের বিরুদ্ধে যে লড়াই চালিয়েছে, যে ব্যবস্থা নিয়েছে তা আপনাদের অজানা নয় গোটা দেশ সারা বিশ্ব রাজস্থানের ব্যবস্থার প্রশংসা করেছে । আমাদের এক বন্ধু তিনি ্রাজস্থান সরজকারের পাশে এগিয়ে এসে অক্সিজেন সিলিন্ডার, প্ল্যান্ট প্রতিটি শহরে ব্যবস্থা করেছেন, এতে সরকারি চেষ্টায় এতটুকু গলতি দেখা যায়নি। একজনও  যাতে অক্সিজেনের অভাবে ক্ষতির মুখোমুখি না হয় তা রাজস্থান সরকার দেখেছে। আজ আমরা কোভিডকে নিয়ন্ত্রণ করেছি। এখন আমাদের লক্ষ্য রাজস্থানের অর্থনীতিতে গতি আনা। আপনারা জানবেন যে সরকার মানুষের প্রাণ বাঁচানোর ক্ষেত্রে কোনও ক্ম্প্রোমাইজ করেনি তাই এবার সরকারের লক্ষ্য অর্থনীতিকে পুনর্জ্জীবিত করা সেদিকেই নজর দেওয়া হচ্ছে। “

রাজস্থানের যশস্বী মুখ্যমন্ত্রী অশোক গেহলটজি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সামিটের আয়োজন করেছেন

“রাজস্থানের যশস্বী মুখ্যমন্ত্রী অশোক গেহলটজি ২৪ ও ২৬ জানুয়ারি ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল সামিটের আয়োজন করেছে। সেই উপলক্ষ্যে রিকো, বিআইপি সহ সমস্ত বিভাগ মিলে এক রোড-শো –এর আয়োজন করেছে। সেখানে রাজস্থান ফাউন্ডেশন এক বড় ভূমিকা নিচ্ছে, যেখানে মুখ্য উদ্দেশ্য হচ্ছে যারা রাজস্থানের মানুষ তারা কার্যকরী বিনিয়োগকারী হিসাবে অংশ নিক। আজ যে নয়া পলিসি নেওয়া হয়েছে যেখানে প্রভূত সুবিধা দেওয়া হচ্ছে তা তাদের সামনে তুলে ধরা হচ্ছে।আজ বিনিয়োগের ক্ষেত্রে বহু পরিবর্তন আনা হয়েছে, অনেক সুবিধা মিলছে সেই সম্পর্কে জানানো হচ্ছে। তাদের রাজস্থানে ফিরে আসার একটা সুযোগ মিলবে। এতে তারা রাজস্থানের আর্থ-সামাজিক ক্ষেত্রে তারা যাতে শামিল হতে পারে।এটাই লক্ষ্য।“ বলেন ধীরজ কুমার।

আজ রাজস্থানে সোনা ফলছে

ধীরজ কুমার বলেন- “রাজস্থানে এখন বহু পরবর্তন এসেছে। ইন্ডাস্টড়িয়াল পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, ট্যুরিজম পলিসি এমন অনেক পলিসি যা বিনিয়োগে প্রমোট করে থাকে , যেমন রাজস্থানে বারমেরে রিফাইঞ্জি, পিসিপিআইআর সম্পর্কে মুখ্যমন্ত্রী অশোক গেহলটজি এক কর্মশালায় উপস্থিত হয়েছিলেন।  জণগনকে বলেছেন। এই যে নীরবে রাজস্থানে এক অসাধারণ উন্নয়ন প্রক্রিয়া শুরু হয়েছে। আগে বলা হত- রাজস্থানে জল নেই, এখানে শুধু ক্যাকটাস আছে। আজ দেখুন সেখানে কেমন সোনা ফলছে । তারই ফায়দা এখাঙ্কার প্রবাসীদের কাছেও যেন পৌঁছয়।“

২২টি জেলায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে

সারা বিশ্বে রাজস্থানের দুটি শহর – উদয়পুর ও জয়পুর যথাক্রমে এক ও সাত নম্বর স্থান অর্জন করেছে। এই প্রসঙ্গ তুলতেই ধীরজ কুমার বলেন- “দেখুন, উদয়পুর, জয়পুরের নাম বলে রাজস্থানের অন্যান্য  শহরকে খাটো করবেন না।কারণ, রাজস্থান সরকার গোটা রাজস্থানে প্রতিটি শহরকে সমান গুরুত্ব দিয়ে থাকে। জয়পুর রাজস্থানের রাজধানী । সেখানে সমস্ত ডিভিশনের সদর কার্যালয়। বহু জায়গায় স্মার্ট সিটির কাজ চলছে। অনেক জায়গায় খুব ভালোভাবে  এগোচ্ছে। ডেডিকেটেড করিডর রাজস্থানে  হচ্ছে। ২২টি জেলায় গ্যাসের পাইপলাইনের কাজ চলছে। এত যে কাজ হচ্ছে তার সুবিধা যাতে রাজস্থানের প্রতিটি মানুষের কাছে পৌঁছয় সকলেই যাতে এটা জানতে পারে তা নিয়েই সরকার চিন্তাভাবনা করছে। “

Published on: অক্টো ৩০, ২০২১ @ ১৯:২১

 


শেয়ার করুন