স্মৃতি ইরানির কাছে মাথা ঝোকালেন রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর সামনেই ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ

Main দেশ লোকসভা ভোট 2019
শেয়ার করুন

Published on: মে ২৩, ২০১৯ @ ১৯:৩১

এসপিটি নিউজ, নিউ দিল্লি, ২৩ মে: মোদির বিরুদ্ধে একাধিক স্লোগান তুলেও কোনও কাজ হল না। মুখ থুবড়ে পড়ল কংগ্রেসের সমস্ত পরিকল্পনা। মানুষ সেই মোদিকেই গ্রহণ কল। প্রত্যাখ্যান করল কংগ্রেস সহ দেশের সব বিরোধী দলকে। সেই সঙ্গে তারা বুঝিয়ে দিল- তারা দেশে এক মজবুত সরকার চায় যা দিতে পারে একমাত্র নরেন্দ্র মোদি। আর সেই মোদি ঝড় এমন ভাবে নাড়া দিল যে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পর্যন্ত নিজের আমেথি কেন্দ্রে নিজেকে জেতাতেই ব্যর্থ হলেন। বিজেপির স্মৃতি ইরানির কাছে পরাজিল হলেন। আর তারপই তিনি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন।

উত্তরপ্রদেশের এই আমেথি কেন্দ্র গত একশো বছর ধরে নেহেরু পরিবারের গড় হিসেবে চিহ্নিত হয়ে আসছে। ১৯৯১ সালে কংগ্রেসের সভাপতি ছিলেন মোতিলাল নেহেরু। এরপর ২০১৯ সালে সেই কংগ্রেসের সভাপতির দায়ত্ব সামলাচ্ছেন গান্ধী পরিবারের রাহুল গাব্ধী।যে কেন্দ্র থেকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী জয়ী হয়েছিলেন সেই কেন্দ্রে এবার রাহুল গান্ধীর পরাজয়ের সঙ্গে পরিবারতন্ত্রের রাজনীতির অবসান হল।

এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে পরাজয় স্বীকার করে নিয়ে বলেন, ‘আমি এই পরাজয় স্বীকার করে নিলাম। আমাদের এই ব্যররথতা খতিয়ে দেখতে হবে। তবে আজ এই নিয়ে আলোচনার করার সময় নয়। সেই সঙ্গে তিনি বিজেপির এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন।

Published on: মে ২৩, ২০১৯ @ ১৯:৩১


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 3 =