সোনার বাংলা গড়ার লক্ষ্যে বিজেপি দু’কোটি মানুষের পরামর্শ নেবে, জানালেন নাড্ডা

Main রাজ্য
শেয়ার করুন

Published on: ফেব্রু ২৫, ২০২১ @ ১৫:৫৮
Reporter: Aniruddha Pal

এসপিটি নিউজ, কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ঘিরে বিজেপি এবার কোমর বেঁধে নেমেছে। তাদের ‘লক্ষ্য সোনার বাংলা’।এই লাইনকেই তারা ভোটের প্রচারে সামনে রেখেছে। আজ কলকাতায় সাংবাদিক সম্মেলন করে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করলেন। এই উপলক্ষ্যে একটি পুস্তিকাও প্রকাশ করা হয়। বিজেপি’র সর্বাভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা কলকাতায় জানিয়েছেন যে এই কর্মসূচি অনুসারে সোনার বাংলা গড়ার লক্ষ্যে বাংলার দুই কোটি’র বেশি মানুষের পরামর্শ নেবেন। আর এজন্য একদিকে যেমন এলইডি রথ থাকছে ঠিক তেমনই থাকছে সাজেশন বক্স।

বাংলার মনীষীদের দেখানো পথেই এগোবে বাংলা

নাড্ডা বলেন- “আমাদের লক্ষ্য সোনার বাংলা। বাংলার যারা মনীষী সেই স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মানুষের দেখানো পথ ধরেই বাংলাকে আমরা সোনার বাংলায় পরিণত করার কাজ করব। আজ তার সূচনা হল। একই সঙ্গে আমাদের বাংলার সেনানী কল্পনা দত্ত, কল্যানী দাসকেও আমরা স্মরণ করবো।”

বিজেপি বাংলার মানুষের পরামর্শকে অগ্রাধিকার দিতে চায়

এই সোনার বাংলা গড়ার কাজে বিজেপি বাংলার মানুষের পরামর্শকে অগ্রাধিকার দিতে চায়। তারা চায় এ কাজে বাংলার মানুষও এগিয়ে আসুক। জানাক তাদের মূল্যবান মতামত। “আমাদের লক্ষ্য থাকবে কিভাবে বাংলার মানুষ এই কর্মসূচিতে যোগদান করতে পারবে। তারা কি চায়- তাদের কি আশা- আকাঙ্খা। তা আমরা যুক্ত করতে চাই। বাংলার মানুষ জানে কিভাবে সোনার বাংলা গড়ে উঠতে পারে। এজন্য আমরা দুই কোটিরও বেশি মানুষের পরামর্শ নিতে চলেছি।” জানান নাড্ডা।

যে যে পরিকল্পনা নিয়েছে বিজেপি

এই কাজে বিজেপি কিছু পরিকল্পনা নিয়েছে। নাড্ডা বলেন- “এজন্য আমরা সারা বাংলায় ৩০ হাজার সাজেশন বাক্স রাখছি। ২৯৪টি কেন্দ্রেই এই বাক্স রাখা হবে। প্রতিটি কেন্দ্রে ১০০টি করে এই বাক্স থাকছে। যার মধ্যে ৫০টি বাক্স নিয়ে আমাদের কার্যকর্তারা ঘরে ঘরে পৌঁছবেন আর বাকি ৫০টি বাক্স নির্দিষ্ট কিছু জায়গায় রাখা থাকবে।সাধারণ মানুষ তাদের মূল্যবান পরামর্শ লিখিত আকারে এই বাক্সে জমা করতে পারবেন।”

থাকছে এলইডি রথ

“ঠিক তেমনই এলইডি রথ ২৯৪টি কেন্দ্রে থাকছে। যেখানে আমরা ডিজিটালি পরামর্শ নিতে পারবো। একই সঙ্গে আমাদের এক মিসড কল নাম্বার হবে-৯৭২৭২৯৪২৯৪। এখানে মিসড কল করে আপনারা পরামর্শ দিতে পারেন। এই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরেও দিতে পারেন। সেই মতো আমরা www.lokkhosonarbangla.com এখানেও আপনাদের পরামর্শ দিতে পারেন।

কবে থেকে সুরু হবে এই কর্মসূচি

“এই অভিযান ৩ মার্চ থেকে শুরু করে ২০ মার্চ পর্যন্ত চলবে। সমস্ত বিধানসভা কেন্দ্রে এটা কভার করবে। আমরা আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু করবোই। এখানে ৪ কোটি ৭৬ লক্ষ মানুষের জন্যে আমরা এই স্বাস্থ্য প্রকল্প চালু করবো। যারা বছরে ৫ আখ টাকার হেলথ কভারেজ সুবিধা পাবেন।”

সোনার বাংলা গড়ারর লক্ষ্যে এগুলি কার্যকর করতে চায় বিজেপি
  • “একই সঙ্গে আমরা সিন্ডিকেট রাজ আমরা রুখবো। একই সঙ্গে আমরা বিশ্ব বাজারে আমরা স্থানীয় পন্য পৌঁছনোর ব্যবস্থা করবো। আমাদের বাংলার সেইসব মনীষীদের ভাবনা-চিন্তা যা একসময় দেশকে দিশা দেখিয়েছিল আমরা তাদের দেখানো পথে বাংলাকে সোনার বাংলায়র দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য।” বলেন নাড্ডা।
  • নাড্ডা বলেন বাংলায় ধর্মীয় পর্যটনের প্রভূত সম্ভাবনা আছে। তিনি বলেন-“বাংলার প্রতিটি গ্রাম প্রতিটি এলাকা পর্যটন কেন্দ্রীক। সেখানে ধর্মীয় পর্যটন ক্ষেত্র গড়ে ওঠার সম্ভাবনা আছে। আমরা কিভাবে এসব এগিয়ে নিয়ে যাব। কালী পুজো, দুর্গা পুজো সারা দেশ একমাত্র বাংলার নামেই জানে। আর আজ সেই বাংলাই বঞ্চিত থেকে যায় এ আমরা কোনওভাবেই মেনে নিতে পারি না। আমরা তাই চাই আপনারা পরামর্শ দিন এবং বাংলা ধর্মীয় পর্যটনে এগিয়ে যাক এটাই আমরা চাই।”
  • “এখানে চা-বাগান একটা বড় বিষয়। প্রধানমন্ত্রী চা-বাগানের মানুষের জন্য ১ হাজার কোটি টাকা দিয়েছেন। চা-বাগানের বাচ্চাদের শিক্ষা কিভাবে এগিয়ে নিয়ে যাবে। তারা কিভাবে সুস্বাস্থ্যের সঙ্গে বাঁচবে। কিভাবে তারা শান্তিতে কাজ করতে পারবে। পরামর্শ দিন আপনারা। কারণ, কাটমানি আপনাদেরই দিতে হয়। “
মহিলাদের ক্ষমতায়ন হয়েছে

নাড্ডা ফের বলেন- “প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান চালু করতেই অনেকে হাসতে শুরু করেছিলেন এ বারা কি জিনিস। বন্ধু, আপনারা জেনে রাখুন গত ছয় বছরে সারা দেশে ১১ কোটি টয়লেট গড়ে তোলা হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গে ১.৪ কোটি তৈরি হয়েছে। ভাবুন তাহলে সারা দেশে যেখানে ১১ কোটি টয়লেট হয়েছে তার মধ্যে ১ কোটি ৪০ লক্ষ টয়লেট হয়েছে শুধু এই রাজ্যে। তাহলেই বুঝে দেখুন, এখানে মহিলাদের এতদিন সেই সুবিধা ছিল না। এর ফলে মহিলাদের ক্ষমতায়ন হয়েছে।”

এক নজরে বিজেপি’র সোনার বাংলা গড়তে লক্ষ্যগুলি জানিয়ে দেন জে পি নাড্ডা-

  • বিজেপির লক্ষ্য সোনার বাংলা। বাংলা দু কোটি মানুষের পরামর্শ নেবে।
  • রাজ্যজুড়ে 30 হাজার সাজেশন বক্স থাকবে। 294টি বিধানসভা কেন্দ্রে থাকছে এই সাজেশন বক্স।
  • বাংলা তে আমরা নতুন সংস্কৃতি আনবো। সেখানে কোন কাটমানি থাকবেনা
  • মাওবাদী তৎপরতা বন্ধ করাও আমাদের অন্যতম লক্ষ্য। বাংলার গৌরব ধ্বংস করার চেষ্টা হয়েছে। সেই হৃতগৌরব পুনরুদ্ধার করাই বিজেপির দায়িত্ব।
  • কিষান সম্মান নিধির মাধ্যমে বাংলায় ৭৩ লক্ষ কৃষক উপকৃত হবেন। বাংলার কৃষকরা বকেয়া সময়ে সমস্ত টাকা পাবেন।
  • বিজেপি ক্ষমতায় এসেই সপ্তম পে-কমিশন চালু করবে। বাংলায় আর কাটমানির সংস্কৃতি থাকবে না।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী বলেছেন যদি পশ্চিম ভারত উন্নতির শিখরে পৌঁছায় তাহলে পূর্ব ভারতকেও উন্নতির শিখরে নিয়ে যেতে হবে এবং তার জন্য আমরা বদ্ধপরকর।
  • যদি বাংলার স্বাস্থ্য পরিষেবা এত বেহাল অবস্থা হয় তাহলে বাংলার উন্নয়ন কিভাবে হবে। বিজেপি ক্ষমতায় এলে আমরা আয়ুষ্মান ভারত এখানে চালু অবশ্যই করবো।
  • এবার আপনারাই মনস্থির করবেন যে কাটমানির সংস্কৃতিকে কিভাবে কাট করবেন। কারণ কাটমানি আপনাদেরকেই দিতে হয়।
  • মমতা দিদি সব সময় বলেন মোদীজী পয়সা দেয় না। মোদীজী সবসময় দেয়। আমফানের ক্ষতিপূরণ দিয়েছে ,রেশন দিয়েছে কিন্তু সেগুলো মানুষের কাছে পৌঁছায় না।

Published on: ফেব্রু ২৫, ২০২১ @ ১৫:৫৮


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

52 − 46 =