শবর তরুণীকে খুনের দায়ে যুবকের যাবজ্জীবন ঝাড়গ্রামে

রাজ্য
শেয়ার করুন

Published on: ডিসে ২০, ২০১৭ @ ১৬:৪৬

এসপিটি নিউজ, ঝাড়গ্রাম : ঘটনার পাঁচ বছর ছয় মাসের মাথায় শবর তরুণীর খুনের মামলায় দোষী যুবককে যাবজ্জীবন সাজা দিল ঝাড়গ্রাম জেলা আদালত। আজ বুধবার ঝাড়গ্রামে অতিরিক্ত দায়রা বিচারক সুদেষ্ণা দে চ্যাটার্জী দোষী যুবকের যাবজ্জীবন সাজা ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল-এর সাজা শোনান।

ঘটনায় জানা যায়, বিনপুর থানার নারায়নপুর গ্রামের ঘটনা। গ্রামের শবর তরুণী খুকুমনি শবরের প্রেম হয় পাশের গ্রাম শিলদার যুবক চিন্ময় মাহাতর সাথে।ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গভীর হতে থাকে। তার জেরে ঐ তরুণী যুবক চিন্ময় দাসকে বিয়ে করতে চাপ দেয়। ঐ যুবক তখন তরুণীকে পরিকল্পিতভাবে ঝাড়গ্রামের এক আত্মীয়র বাড়ি নিয়ে যাওয়ার কথা দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে।২০১২ সালের জুন মাসের ষোল তারিখে ঝাড়গ্রামের শালুকগেড়িয়ার কাছে এসে ট্রেন লাইনে তরুণীকে ধাক্কা দিয়ে ইচ্ছাকৃত ভাবে খুন করে বলে অভিযোগ ওঠে। স্থানীয় মানুষজন ঘটনাটি দোখতে পেয়ে পুলিশে খবর দেয়।তারপর পুলিশ ধৃত ব্যাক্তি চিন্ময় মাহাতকে গ্রেফতার করে।

ঝাড়গ্রাম আদালতে মামলাটি চলতে থাকে। গত ২০১২ সালের উনিশ আগষ্ট ঐ মামলায় পুলিশ চার্জশিট দেয়। তারপর ২০১২ সালের অক্টোবর মাসের নয় তারিখে বিচার শুরু হয় ও  ১৩জনের সাক্ষী নেওয়া হয়।দীর্ঘদিন মামলা চলার পর গতকাল মঙ্গলবার ঐ যুবককে দোষী সাব্যস্ত করে আদলত।এবং সেই মামলারই আজ আদালত সাজা ঘোষনা করে।

Published on: ডিসে ২০, ২০১৭ @ ১৬:৪৬


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

51 + = 52