সুব্রতর পরামর্শঃ এবার থেকে মুখ্যমন্ত্রী যেন বিরোধী প্রার্থীদেরও মনোনয়নের ব্যবস্থা করেন

রাজ্য
শেয়ার করুন

সংবাদদাতা-বাপ্পা মণ্ডল                                               ছবি-রামপ্রসাদ সাউ

Published on: মে ৫, ২০১৮ @ ২০:৪০

এসপিটি নিউজ, ঘাটাল, ৫ মেঃ এখনও ঝুলে আছে পঞ্চায়েত ভোটের দিনক্ষন। আদালতের উপর নির্ভর করছে তা। আগামী মঙ্গলবার শুনানির পরেই জানা যাবে। তবে রাজনৈতিক দলের প্রচারে কোনও খামতি নেই। আর তা শুধুই দেখা যাচ্ছে শাসক তৃণমূল কংগ্রেসের মধ্যে।যেভাবে বিরোধী সব রাজনৈতিক দল পঞ্চায়েত ভোটে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না শাসক দলের নেতারা। শনিবার যেমন বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।তাঁর পরামর্শ-আগামিদিনে রাজ্যে ভোট হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন সিপিএম, কংগ্রেস, বিজেপি প্রার্থীদের মনোনয়নের ব্যবস্থা করে দেন।

সুব্রতবাবু বলেন, এটা করলে তো আর কোনও সমস্যা হবে না। ওদের প্রার্থী দেওয়ার লোক নেই। অথচ ওরা কোর্টে গিয়ে চিৎকার করছে।বলছে, তৃণমূল তাদের মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে। আসলে ওরা ভোট চায় না তাই ওরা কোর্টে ছুটছে। আমরা ভোট চাই বলে জনতার আদালতে এসেছি।

ঘাটাল বন্যাপ্রবণ এলাকা। তাই ঘাটাল, দাসপুর আর চন্দ্রকোনা এলাকার মানুষ যাতে পরিশ্রুত পানীয় জল পায় সেজন্য রূপনারায়ন নদী থেকে জল আনা হবে। পরে সেই জল শোধন করে পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হবে। এটা কোনও প্রতিশ্রুতি নয়। বলেই পঞ্চায়েতমন্ত্রী বলেন, যা নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়বে। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন তা রূপায়ন করা হবে মাত্র।

Published on: মে ৫, ২০১৮ @ ২০:৪০


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

− 4 = 4